![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হ্যালো।
- হ্যালো।
- কে?
- আপনি কে?
- আমি রাত্রি।
- আমি দিন।
- মানে?
- মানে তুমি রাত্রি, আমি দিন।
- এতরাতে কল করে ফাইজলামি করেন?
- আই লাভ ইউ।
- হোয়াট?
- আপনি নাকি অনেক সুন্দর রুটি বানাতে পারেন?
- কে বলেছে আপনাকে?
- আপনার রুটি নাকি বিভিন্ন দেশের মানচিত্র?
- আপনি কে বলুন তো? এতরাতে কল করে ফাইজলামি করছেন কেন?
- আমি দিন। তোমার দিন। তুমি রাত্রি, আমি দিন।
- এবার কিন্তু আমি গালি দিবো।
- ও মেয়ে, নাও না বুকে, রাখো সুখে।
- আপনি আমার পরিচিত কেউ, দেখুন পরিচয় দেন।
- রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। দিন জেগে আছে, রাত্রির কাছে।
- আপনি রাসেল ভাইয়া না তো?
- ও হ্যালো মেয়ে, রাসেল ভাইয়া আবার কে?
- আমার কোচিংয়ের বড় ভাইয়া।
- চলছে তাহলে? বাসায় জানে?
- দেখুন ভাইয়া এমন ফাইজলামি করবেন না।
- আহহা! বুকটা ভেঙে গেল গো মেয়ে, ভাইয়া ডেকো না।
- রাসেল ভাইয়া।
- আমি দিন, তোমার দিন। ওগো!
- টুট টুট টুট
হাহাহা! কল কেটে দিলো বেচারি।
.
রাত্রির দিন [] শ্রাবণ আহমেদ
এপ্রিল ২০২১
২২ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:০১
শ্রাবণ আহমেদ বলেছেন: আসতাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আজেবাজে জিনিস খাই না ভাইজান। কখনো সিগারেটটাও মুখে দেইনি।
২| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:১৫
কবিতা ক্থ্য বলেছেন: দিন হইয়া রাইতেরে ফোন দেন?
সাহস তো কম না আপনার।
৩| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৩
পদ্মপুকুর বলেছেন:
মজার কথপোকথন। অচেনা ফোনে কথা চালিয়ে যাওয়ার জন্য সাহস লাগে!
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৫
রাজীব নুর বলেছেন: কিছু খেয়ে লিখেছেন? নাকি না খেয়ে লিখেছেন?