![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১১ সালের পর সামুর এই পথে হাটা হয় নি, এমন না যে কোন অভিমানে অথবা কোন নির্দিষ্ট কারণে... কোন এক বাউন্ডুলের মত করে হঠাত করেই ব্লগে আসা বন্ধ করে দিলাম, এমনকি উকি ঝুঁকি মেরেও দেখা হয় নি এত বছরে!
বলতে পারেন জীবনের স্রোতে ভেসে বেড়িয়েছি, বেড়াচ্ছি, আজ স্মৃতি জাবর কাটতে কাটতে হঠাত উকি দিলো সামু। এক সময় দিন রাত এক করে এখানে সময় কাটিয়েছি। এমন না যে আমি অনেক তুখোড় লেখা লেখি করেছি এখানে লেখা লেখির থেকে আড্ডাই বেশি দিয়েছি বিভিন্ন ব্লগ পোস্টে গিয়ে।
আমি জানি না ২০০৮, ২০০৯, ২০১০ এর দিকে যারা লেখা লেখি করতেন তাদের কে কে আছেন, তবে এখন থেকে ভাবছি মাঝে মাঝে উকি দিবো এ পাড়ায়... জেডাস পর্ষদের কেউ থাকলে একটু আওয়াজ দিয়েন...
১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫১
শ্রাবনের ফুল বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সুস্বাগতম
১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫১
শ্রাবনের ফুল বলেছেন: ধন্যবাদ!
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৩
রানার ব্লগ বলেছেন: হুতুম পেঁচার বেশে আসলে বলবেন , আমি হুতুম পেঁচা পুষতে চাই ।
১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৩
শ্রাবনের ফুল বলেছেন: চেয়েছিলাম হুতুম পেঁচার বেশে আসতে, কিন্তু স্মৃতির জাবর কাটতে কাটতে যেহেতু এসেছি গরুর বেসে এসেছি কিনা কে জানে! আপনার কি গরু পোষার কোন প্লান আছে? থাকলে জানাবেন প্লিজ
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৪
আহমেদ জী এস বলেছেন: শ্রাবনের ফুল,
ডুমুরের ফুল হয়ে ছিলেন এ্যাদ্দিন, এবারে সারা বছরের ফুল হয়ে ফুটে উঠুন ব্লগে।
একটা সময়ে এসে মানুষকে তো জাবর কাটতেই হয়!
প্রত্যাবর্তন সুখকর হোক।
১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৪
শ্রাবনের ফুল বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০
জনারণ্যে একজন বলেছেন: কি দরকার!
এতদিন পর আসলেন অথবা নেক্সট টাইম যদি আসেন, মানুষ বেশেই আসেন। তাতেও যদি অসুবিধা থাকে, আমাদের পূর্ব-পুরুষের বেশেই আসেন।
হালকার উপর ঝাপসা একটু কথোপকথন চালানো যাবে। নিদেনপক্ষে, বডি-ল্যাঙ্গুয়েজে দিয়া হইলেও।
১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৬
শ্রাবনের ফুল বলেছেন: মানুষের বেশে আসা অনেক কঠিন কাজ! প্রচেষ্টা চলমান... ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে.
৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩০
নয়ন বড়ুয়া বলেছেন: শুভেচ্ছা আবার ব্যাক হবেন তার জন্য।
১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮
শ্রাবনের ফুল বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৭| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুস্বাগতম।
১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮
শ্রাবনের ফুল বলেছেন: ধন্যবাদ!
৮| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন:
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩
শ্রাবনের ফুল বলেছেন: কি খবর? ভালো?
৯| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২২
মোস্তফা সোহেল বলেছেন: সামুতে আবার নিয়মিত আসুন।শুভ কামনা রইল।
১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮
শ্রাবনের ফুল বলেছেন: ধন্যবাদ
১০| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫
বিজন রয় বলেছেন: বাহ! আপনাকে তাহলে দেখা গেল এত বছর পর!!!
আমি আপনাকে চিনতে পেরেছি।
নিয়মিত হবার যে আশা ব্যক্ত করেছেন, সেটা করুন।
শুভকামনা রইল।
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০
শ্রাবনের ফুল বলেছেন: পরিচিত মানুষ পেলে ভালই লাগে! অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্যে!
১১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: চেয়েছিলাম হুতুম পেঁচার বেশে আসতে, কিন্তু স্মৃতির জাবর কাটতে কাটতে যেহেতু এসেছি গরুর বেসে এসেছি কিনা কে জানে! আপনার কি গরু পোষার কোন প্লান আছে? থাকলে জানাবেন প্লিজ ।
জেন্ডার চেক করে জানান
১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৭
শ্রাবনের ফুল বলেছেন: আপনার কোন জেন্ডার দরকার?
১২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: আপনার কোন জেন্ডার দরকার?
জেন্ডার অনুযায়ী ব্যবস্থা । গাভী হলে একটা ষাঢ় কিনতে হবে সাথে আর ষাঢ় হলে ঈদের জন্য খাইয়ে দাইয়ে মোটা করে নেব ।
মজার ছলে বলছি , আশাকরি ব্যক্তিগতভাবে নেবেন না ।
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩
শ্রাবনের ফুল বলেছেন: ভাই আপনে মিলন মেলা বসাবেন জানলে তো অন্যকিছু হয়ে আসার প্লান করতাম, গরু পোষার প্লান থাকলে বলতাম চলেন একটা গরুর খামার দেই। ধন্যবাদ আপনার মন্তব্যে মজা পেয়েছি, আশা করি আমরা আরো যোগাযোগ করবো!
১৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবার আসেন গল্প, কবিতা, আড্ডা নিয়ে
আবার আসেন একটু অবসর নিয়ে
যাতে দু’দন্ড কথা বলে শান্তি পেতে পারেন।
১৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০
শেরজা তপন বলেছেন: ২০০৮ এর ব্যাচ। এসেই যখন পড়েছেন তাহলে থেকেই যান
১৫| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: আসুন, থাকুন, লিখুন, পড়ুন, মন্তব্য করুন।
১৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮
জুন বলেছেন: ২০১০ ব্যাচ। আপনার প্রোফাইল ছবিটি চেনাচেনা লাগছে। নাম কি চেঞ্জ করেছেন?
১৭| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মন্তব্য তো ভালোই করেছেন, পেয়েছেনও ভালোই। পড়ুন, মন্তব্য করুন আর লিখুন। সবার সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে মন বসবে ব্লগে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৩
করুণাধারা বলেছেন: প্রত্যাবর্তন আনন্দময় হোক! শুভকামনা।