![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত বড় হচ্ছি,
তত জীবনের কঠিন মোড় গুলো দেখছি ৷
দেখছি,
কিভাবে আকাশ হয়ে যায় অন্ধকার,
পূর্ণিমা চাঁদটা খুজি
অমাবশ্যার অন্ধকারে ৷৷
চেনা জগৎ পাল্টে যাচেছ,
বিশ্বাসের সুর হারিয়ে যাচ্ছে,
কত জটিলতা দাড়ায়ে দুয়ারে ৷৷৷
কিছু বিন্দুর মত প্রাপ্তি
নিয়ে সাথে,
খুজি জীবনের কি মানে ?
চলছি,
শুধুই জীবনের টানে ৷৷৷৷
©somewhere in net ltd.