![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
thinking
about making a change.
কয়েকদিন আগে আমার ক্লাশ ফোরের
একজন আমাকে ধুমপান করতে দেখেছিল
৷ আজ স্কুল ছুটির পর তিনটা পুচকে
মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো ৷
একটা হাতে ধরে বলল, স্যার আপনি
আমাদের সবচেয়ে ভাল স্যার ৷ আপনি
সিগারেট খাবেন না ৷ প্রমিজ করেন ৷
প্রমিজ করা ছাড়া উপায় নাই ৷ বললাম
আর সিগারেট খাব না ৷
তারা অনেক খুশি ৷
আসল খবর ৷ আমি আরও কয়েকদিন
আগেই ধুমপান ছেড়ে দিসি ৷
আগেও ছেড়ে ছিলাম ৷ এবার চিরতরে ৷৷
অনেক দিন ধরে প্রস্তুতি নিয়ে
ছাড়লাম ৷ ধন্যবাদ ৷
২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৮
তানজির খান বলেছেন: বাহ খুব সুন্দর ভাবনা। ভাল লাগলো পড়ে।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩০
চাঁদগাজী বলেছেন:
"আজ স্কুল ছুটির পর তিনটা পুচকে
মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো ৷
একটা হাতে ধরে বলল, স্যার আপনি
আমাদের সবচেয়ে ভাল স্যার ৷ "
-পুচকেগুলো তো আপনার উপর "পাম্প পট্টির" (সবচেয়ে ভালো স্যার) পরীক্ষা চালায়েছে ; ভালো
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ ভাল লাগল আপনার সদিচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০২
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: এক লাখ শুভেচ্ছা,সাথে অনেক অনেক ভালবাসা।