নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আমার দেশের মাটি তো্মার তরে ঠেকাই মাথা

আমি আমার মা এবং এই দেশকে ভালবাসি

শ্রাবন প্রধান

শ্রাবন প্রধান › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রীর খায়েশ

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের
প্রাথমিক বিদ্যালয়ে পড়তে হবে
মন্ত্রী মহাশয় খায়েশ,
মন্ত্রীর বেটা বিদেশ পড়ে
নামী দামী গাড়ি চড়ে
ক্রেডিট কার্ডে খরচ করে
মিটায় মনে আয়েশ ৷

আমার সন্তান ,আমার টাকা
পড়বে সে যথা তথা
মন্ত্রী বেটার কি ?
টাকা ছাড়া পড়ালেখার উপায়
আছে কি ?
টাকা দিয়ে পড়ালেখার
অধিকার কিনেছি ৷

স্বাধীন দেশে স্বাধীনতার
দিতে হবে স্বাদ ,
আমার সন্তান আমি পড়াব
মন্ত্রী জিন্দাবাদ ৷

#srabon

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: আমি মন্ত্রী হতে পারলে সৎ থেকে দেশের জন্য অনেক ভালো ভালো কাজ করতাম।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫

শ্রাবন প্রধান বলেছেন: এই জন্য আপনি মন্ত্রী হবেন না । রাজীব নুর ভাই ।।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্য কিছু কথা বলেছেন, কবিতা ভালো লাগালো

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

তারেক ফাহিম বলেছেন: সত্য কথাইতো কইলেন।

পোষ্টে রম্য রম্য ভাব :D

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

শ্রাবন প্রধান বলেছেন: ধন্যবাদ ৷
ভালবাসা রইল ৷

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

শ্রাবন প্রধান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ৷

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: শ্রাবন প্রধান বলেছেন: এই জন্য আপনি মন্ত্রী হবেন না । রাজীব নুর ভাই ।।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার সন্তান ,আমার টাকা, পড়বে সে যথা
তথা মন্ত্রী বেটার কী?


ওদের সন্তানেরা কিন্তু ঠিকই বিদেশে পড়বে।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

শ্রাবন প্রধান বলেছেন: কষ্টটা তো এখানেই ।
পাঠকের প্রতিক্রিয়া !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.