নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আমার দেশের মাটি তো্মার তরে ঠেকাই মাথা

আমি আমার মা এবং এই দেশকে ভালবাসি

শ্রাবন প্রধান

শ্রাবন প্রধান › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধতা শুরু হোক ভিতর থেকে

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

অফিস করে ফিরতে দেরি হয়ে গেছে ৷
বাস থেকে নামার পর সিএনজি চালিত অটো রিক্সায় বসে আছি ৷

আমার আগে একজন যাত্রী আছেন ৷ পাঁচ জন না হলে সাধারনত গাড়ি ছাড়ে না ৷
তাদের কথা শুনে বুঝলাম ড্রাইভারের সাথে তিনি পূর্ব পরিচিত ৷
অন্য যাত্রী মহোদয় ঢাকা থেকে ফিরতেছেন ৷

লোকটি দেখতে সুন্দর ৷
মুখ ভর্তি দাড়ি ৷ হুজুরের মত পোশাক ৷

কিছুক্ষণের মধ্যে তিনি ড্রাইভারকে বিভিন্ন ইসলামিক জ্ঞান দান করতে শুরু করলেন ৷
আল্লাহ তো অনেক দিয়েছে এখন দাড়ি রেখে দেন ৷ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ইত্যাদি ৷

জ্ঞান পর্বের পর ড্রাইভারের পর্ব শুরু ৷
তিনি জানতে চাইলেন, ঢাকা থেকে ফিরলেন কেন ?
তিনি জানালেন, রুজি রোজগার ভাল না হওয়াতে চলে এসেছেন ৷

ড্রাইভার সাহেব উনার পূর্ব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন জটিল ও দূর্ণীতি যুক্ত ব্যবসার বুদ্ধি দান করতে থাকবেন ৷

আশ্চর্য হলাম, ইসলামিক জ্ঞান দানকারী প্রতিবাদ করেন নি ৷ বরং প্রশংসা করলেন ৷ বললেন, কেউ তাকে এমন বুদ্ধি দেয় নি ৷ তিনি ব্যাপক খুশি ৷

মুসলমান হিসাবে পাঞ্জাবি পড়লেন, টুপি মাথায় দিলেন, দাড়িও রাখবেন ৷
কিন্তু, আদর্শ গ্রহন করলেন না ৷
এখানে ব্যতিক্রম হওয়াই কাম্য ছিল ৷
আগে আদর্শকে ধারণ করা উচিত ছিল ৷

পোশাকে - শরীরে ভাল মানুষ সেজে থাকলেও আমরা অন্তরে ভাল বিষয় গুলো ধারণ করি না ৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শুদ্ধতা শুরু হোক ভেতর থেকে....:)

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

শ্রাবন প্রধান বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ । পাঠকের প্রতিক্রিয়া !

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর দর্শন...

তবে মুখোশ ধারণকারীদের চেয়ে ডাইরেক্ট খারাপ লোক ভাল।

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭

শ্রাবন প্রধান বলেছেন: হয়ত !!!
ধন্যবাদ ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১২

শ্রাবন প্রধান বলেছেন: ধন্যবাদ, জনাব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.