নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আমার দেশের মাটি তো্মার তরে ঠেকাই মাথা

আমি আমার মা এবং এই দেশকে ভালবাসি

শ্রাবন প্রধান

শ্রাবন প্রধান › বিস্তারিত পোস্টঃ

আজও খুঁজি

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৫২

আগুনে পুড়ে যাওয়া
লাশ দেখে যখন
কান্না জড়িয়ে আসে,
তখন আমি স্বাধীনতা খুঁজি ৷

আমার ভাই যখন লাশ হয়ে
রাস্তায় পড়ে থাকে
কখনও তার উপর দিয়েই চলে যায় গাড়ি,
তখন আমি স্বাধীনতা খুঁজি ৷

একটি চাকরি পাওয়ার আকুলতা
পূরণ করতে না পেরে যখন
আদরের ধন পাড়ি দেয় অজানায়,
তখন আমি স্বাধীনতা খুঁজি ৷

ধর্ষিত বোনের চোখের জল
আর হাহাকারের মাঝে
আমি স্বাধীনতা খুঁজি ৷

চারদিকে প্রতিনিয়ত ঘটে চলা
অন্যায় - অনিয়ম আর দূর্ণীতির
দেখেও না দেখার ভান করে চলি,
তখনও আমি স্বাধীনতা খুঁজি ৷

#অপরিপক্ক_দার্শনিক
#srabon

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:


এটা হয়তো এই শতাব্দীর বড় ঘটনা যে, আপনি স্বাধীনতা খুঁজেন; খুঁজতে থাকেন।

২| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৪

শ্রাবন প্রধান বলেছেন: জ্বি, জনাব ৷
আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ ৷

৩| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৫

ওমেরা বলেছেন: স্বাধীনতা খুঁজতে হয় না, আদায় করে নিতে হয় ।

৪| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০২

শ্রাবন প্রধান বলেছেন: আদায় করে নিতে বাঙ্গালী বহুবার জেগেছে, জাগছে এবং জাগবে ৷
কিছু ফুল সময়ে ফুটে, কিছু ফুল সময় পার করে ফুটে ৷ আশাবাদী যে, ফুল ফুটবে ৷

৫| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৬| ৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪

শ্রাবন প্রধান বলেছেন: ধন্যবাদ, জনাব রাজিব নুর ৷ ভালবাসা রইল ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.