![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
www.sramikawaz.com [email protected] একজন খেটে খাওয়া-শ্রমজীবী মানুষ। নিজের অধিকারের কথা বলতে চাই ও অন্যের শুনতে চাই। তাই বলে দেশ, দেশের মাটি, আলো-বাতাশ ও মানুষকে বাদ দিয়ে নয়।
এ মুর্হুতে স্বাধীনতাকে বিম্বাসী বিশেষ করে শাহবাগের তরুনদের আন্দোলনে যারা সহমত পোশন করা রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের সাংগাঠনিক কর্মকান্ডকে পরীক্ষা করে নেয়ার। তাদেরও দরকার হতে পারে রাজনৈতকিভাবে শাহবাগের তরুনদের পাশাশে দাঁড়ানো। কারণ এ সব তরুনদের শক্তি মাহস এর অভাব না থাকলেও সাংগাঠনিক ভিত্তি গড়ে তুলতে পারেনি। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর চেইন কাজে লাগেদে পারে।
এ জন্য রাজনৈতিক দলগুলো নিশ্চই বসে নেই। কি ভাবছে আলীগ, সিপিবি, বাসদসহ অন্যান্য স্বাধীনতার পক্ষের দলগুলো?
©somewhere in net ltd.