নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম একজন অলস ব্লগারের খেরোখাতায়।

বঙ্গভূমির রঙ্গমেলায়

ভালবাসি বাংলাদেশকে।

বঙ্গভূমির রঙ্গমেলায় › বিস্তারিত পোস্টঃ

"সামু সর্ম্পকে কিছু প্রশ্ন এবং জানতে চাই" (প্রিয় মডু এবং সিনিয়র ব্লগারদের প্রতি)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সামুতে জয়েন করছি হাফ বছর হয়ে গেল।এই হাফ বছরেরই সামুর প্রেমে পড়ে গেছি। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন একবার হলেও সামুতে ঢু মারতে হয়। না হলে মনটা খচখচ করে । মনে হয় দিনটা অপূর্ণ রয়ে গেল। কিন্তু সামুর অনেক কিছুই জানিনা। একজন ভাল ব্লগার হতে হলে অনেক কিছুই জানতে হয়। আর ভাল হোক খারাপ হোক সব পোস্টই পড়তে হয়। এতে অনেক কিছু ই শিখা যায়। এভাবেই আমার মনে কিছু প্রশ্ন উদয় হয় যা জানা খুব জরুরী।



তাই নিচে প্রশ্নগুলো দিলাম উত্তর পাব আশা করি?



১। সামুতে ভাল লাগা, প্রয়োজনীয়, অনূসরণীয়, শিক্ষণীয় অনেক পোস্ট হয় বা আছে যেগুলো প্রিয়তে রাখলে দরকারি মুহুর্তে কাজে লাগে। আমি এমন অনেক পোস্ট প্রিয়তে রেখেছি। কিন্তু প্রিয়তে রাখতে গিয়ে মাঝে মাঝে মনে হত বেশি হয়ে গেলে কি আবার আগে প্রিয় পোস্টগুলো না আবার ডিলিট হয়ে যায়? কেননা এমনও হতে পারে প্রিয়তে নেয়া সুবিধা সীমিত।



২। কি ধরনের পোস্ট নির্বাচিত পাতায় ছাপা হয় ? কি কি বৈশিষ্ট থাকলে নির্বাচিত পোস্ট হিসাবে মনোনিত হয়?



৩। আমি যা জানি একজন ওয়াচে থাকা ব্লগারকে সর্বনিন্ম সাত দিন ওয়াচে রাখা হয়। তারপর তাকে জেনারেল করা হয়। ওয়াচে থাকা ব্লগারকে জেনারেল হতে হলে ভাল পোস্ট, মন্তব্য বা মডুদের ইচ্ছার উপর নির্ভর করতে হয়।একজন ব্লগার কখন সেফ হয়? এজন্য কি কি বিষয় অগ্রাধিকার দেয়া হয়?

ক) মানসম্মত পোস্টের উপর ভিত্তি করে?

খ) ব্লগে আইডির বয়স বিবেচনা করে?

গ) নাকি আমি ধরে নেব সেফ হতে হলে সামুতে কোন দল/মডু/প্রভাবশালী কোন ব্লগারের রেফারেন্স লাগে?



তাই অনেক দিন ধরেই এ বিষয়গুলো জানার জন্য একটি পোস্ট দিব দিব করছিলাম।

পোস্টটি কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: সমাজ সচেতন মুলক যে কোন লেখা নির্বাচিত পাতায় আসে ।। শুভকামনা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ। কিন্তু উত্তর আশানুরূপ হয়নি। আরও কিছু আশা করছিলাম।
এ ব্যাপারে কোন পোস্ট আছে কি না? দিলে ভাল হয়।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশী হয়ে গেলেও প্রিয়তে নেয়া পোস্ট ডিলিট হবেনা।
নির্বাচিত পাতা ইজ অ্যা মিস্ট্রি !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ।
প্রথম প্রশ্নের উত্তর পেলাম।
নির্বাচিত পাতার ব্যাপারে আমিও আপনার সাথে সহমত পোষণ করছি।
আসলে এটা একটা রহস্যের মতোই মনে হয়। অনেক ভাল পোস্টও দেখি নির্বাচিত পাতায় স্থান পায়না আবার একটা নিন্ম মানে লেখাও স্থান পায়। এটা নিয়ে ধাঁধার মধ্যে আছি। এ বিষয়ে মডুদের কোন নির্দেশনা আছি কিনা ?

জানতে চাই।
ভাল থাকবেন।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

দি সুফি বলেছেন: প্রিয়তে থাকা পোষ্ট ডিলিট করা যায়। মুছে ফেলুন এ ক্লিক মারলে, মুছে যায়! মাত্র চেষ্টা করে দেখলাম।
ওয়াচ থিকা জেনারেল হইতে হইলে মডুর সুনজর এবং সৌভাগ্য - দুইটারই অধিকারী হইতে হইবে B-))
মডু হওয়ার চেষ্টা করতে পারেন। মডু হইলে পোষ্ট অটো নির্বাসিত হইবেক B-) B-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দিলেনতো আরেকটা ঝামেলা বাড়ায়া।
এমনিও তিনটা প্রশ্ন নিয়া গ্যাড়াকলে আছি।
আবার দিলেন মডু হওয়ার বুদ্ধি।
এতে কইরা আরেকটা ভূত মাথায় চাপিছেক। মডু হইতে গেলে কি কি করা লাগিবেক? কারা করা মডু হইতে পারিবেক?
উহুঁ!!! মাথা ঘুরাইতেছে। প্রশ্নের ঠেলায় পাগল হয়ে যাব।
আসল প্রশ্ন আপনি মডু হওয়ার চেষ্ঠা করছেন কিনা? আর মডুর সাথে কানেকশন আছে নাকি?
থাকলে আমারে একটা সুয়োগ দেন বড়ই ধইন্যা হইব।
ভাল থাকিবেন।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

দি সুফি বলেছেন: মডু কেমনে হয়, তা জানা নাই, এবং জানার আগ্রহও নাই /:) /:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুফি ভাইই..........।
যেডার প্রতি আগ্রহ নাই সেডা হতে অন্যেরে পরামর্শ দেন, আপনে মানুষ ভালা না।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

সিদ্ধার্থ. বলেছেন: ১)না ।

২)ভালো ছবি তুলে পোস্ট করুন ,আপনার ছবি নির্বাচিত পাতায় যাবেই ।কারণ ব্লগের একজন মডু মনে হয় ফটোগ্রাফার । (পরীক্ষিত সত্য )

৩) যেহেতু আমিও একজন মডু ,আর এটা আমার ট্রেড সিক্রেট ,তাই আপনাকে বলা যাবে না ।(এটারে আবার সিরিয়াসলি নিয়েন না )

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালো ছবি!!!!! তাহলেতো আমার Nikon D3100 ক্যামেরাটার কয়েকটি ছবি তুলে দেই কেননা যাকে দিয়ে ছবি তুলে পোস্ট দেলে নির্বাচিত হবে তার ছবি দিলেতো আরও আগে নির্বাচিত হবে।
কি বলেন?
B-)) B-)) B-)) B-) B-)B-) B-)
B-) B-)B-) B-)

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

ড. জেকিল বলেছেন: আমিও প্রায় নতুন ব্লগার। তারপরেও যেটুকু জানি শেয়ার করছি,

প্রিয় পোস্ট অটোমেটিক ডিলিট হয়না, যতক্ষন না আপনি নিজে ডিলিট করছেন।

একেক জন মডারেটরের পছন্দ একেকরকম, তাই আপনার পোস্ট নির্বাচিত না হলে তার মানে এমন না যে আপনার পোস্ট ভালো হয়নি। এটা মডারেটর এর উপরে নির্ভর করে। তবে অতিমাত্রায় ভালো পোস্ট সবার কাছেই ভালো।

ওয়াচে রাখার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার না। আমি একাউন্ট খোলার পরের দিন মনে হয় পোস্ট দিয়েছিলাম, তার পরের দিনই সেফ হয়েছিলাম।

ভালো থাকবেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: একাউন্ট খোলার তৃতীয় দিনেই সেফ!!!!! ওরে ব্বাস। আপনিতো দেখি অনেক ভাগ্যবান।
যাক একজন সেফের সন্ধান পেলাম।

আপনার প্রথম পোস্ট দেখতে হবে।
নাহলে নিজেকে ক্ষমা করতে পারব না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন এই শূভকামনা।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

নিশাত তাসনিম বলেছেন: পোস্ট নির্বাচিত হয়েছে কিনা চিন্তা না করে পোস্ট দেওয়ার পর অন্তত সামুর ৩০জন নিয়মিত ব্লগারের পোস্টে সুন্দর মন্তব্য করুন। এতে তারাও আপনার পোস্টে মন্তব্য করবে। গিভ এন্ড টেক আরকি।

অনেক বড় বড় সেলিব্রেটি ব্লগিং ইন্টারেকশন রক্ষা না করার কারণে পাঠক এবং মন্তব্য আবার কিছু ব্লগারের পোস্ট দেখবেন পোস্ট প্রথম পাতায় থাকা অবস্থাতেই ১০০ বার পঠিত ও ১০ - ১৫ টি মন্তব্য পেয়ে যায়।

আপনি ভালো পোস্ট লিখুন পাঠক অবশ্যই পাবেন। মনে করুন আপনি একটি পোস্ট লিখেছেন যা নির্বাচিত পাতায় গেলো। কিন্তু কেউ পড়েনি মন্তব্য নেই। কি লাভ বলুন?

আবার মনে করুন আপনি একটি পোস্ট লিখেছেন যা নির্বাচিত হয়নি কিন্তু ৩০ থেকে ৫০ টা মন্তব্য পেলের ২০০ থেকে ৩০০ বার পঠিত হলো সেটাই কি ভালো নয় ?

ভালো লেখা লিখুন হিট অবশ্যই পাবেন। হিট মন্তব্য পাওয়ার একমাত্র উপায় হলো ব্লগিং ইন্টার‍্যাকশন। পোস্ট নির্বাচিত হয়েছে কিনা সে চিন্তা বাদ দেওয়াই ভালো।

শুভ কামনা আপনার জন্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল বলেছেন।
মনটা পরিষ্কার হয়ে গেল।
কিন্তু গিভ এন্ড টেক ব্যাপারটা ভাল লাগেনি আমার কাছে।
ভাল পোস্ট হলে অবশ্যই সবার উচিত মন্ত্যব করে অনুপ্রাণিত করা।
মন্তব্যের জন্য ধনবাদ।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৩

মুহামমদল হািবব বলেছেন: শুভ কামনা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনাকেও।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

মামুন রশিদ বলেছেন: ভালো ভালো পোস্ট দিয়ে যান, ভালো পোস্ট পড়ে যান । হ্যাপি ব্লগিং ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সর্ব্বোচ্চ চেষ্ঠা করব।

পাশে থাকবেন অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.