![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওপরের ছবিটি দেখুন। এটি ক্যামেরায় তোলা কোন ফটোগ্রাফ বা আলোকচিত্র নয়, বরং হাতে আঁকা একটি ছবি! অথচ বিশ্বাস করা কঠিন। এ ধরণের ছবিতে বাস্তব দৃশ্যের সূক্ষাতিসূক্ষ বিষয়গুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয় যে হাতে আঁকা ছবি আর ক্যামেরায় তোলা ছবির মধ্যে পার্থক্য করা যায় না। বাস্তব কোন দৃশ্যকে ক্যানভাসে অবিকল অংকন করার এই চিত্রকলার নাম ফটোরিয়ালিজম বা চিত্রবাস্তবতা।
বিগত ষাটের দশকের শেষের দিকে আমেরিকায় বিমূর্ত ধারার চিত্রকলার বিপরীতে এই ফটোরিয়ালিজম ধারাটির জন্ম হয়। ১৯৬৯ সালে লুই কে মেইযেল নামে নিউইয়র্কের এক চিত্রব্যবসায়ী ‘ফটোরিয়ালিজম’ শব্দটি প্রথম ব্যবহার করেন। বলা বাহুল্য, এ ধরণের ছবি আঁকার ক্ষেত্রে ক্যামেরায় তোলা বাস্তব দৃশ্যের আলোকচিত্র বা ফটোগ্রাফ ব্যবহৃত হয়। বিগত দশকে উচ্চ মানসম্পন্ন ফটোগ্রাফের সমতুল্য চিত্রকলার একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে, যার নাম হাইপার-রিয়ালিজম বা অতিবাস্তবতা।
চিত্রকরগণ সাধারণত এক্রিলিক, তেল রঙ কিংবা জল রঙ ব্যবহার করে এয়ারব্রাশ অথবা তুলি দিয়ে হাতের সাহায্যে এ ধরণের ছবি আঁকেন। তবে সাধারণ পেন্সিল স্কেচও যে অসাধারণ ফটোরিয়ালিস্টিক হতে পারে, লিণ্ডা হিউবার (১৯৫৮) নামে এক আমেরিকান চিত্রশিল্পীর আঁকা নিচের ছবিগুলো তা-ই প্রমাণ করে।
ফটোরিয়ালিস্টিক চিত্রকরগণ বিভিন্ন বিষয় তাদের ছবিতে তুলে ধরেন। এর মধ্যে মানুষের প্রতিকৃতি একটি জনপ্রিয় বিষয়। ক্যামেরায় তোলা আলোকচিত্র ও হাতে আঁকা ফটোরিয়ালিস্টিক পোর্ট্রেটের মধ্যে পার্থক্য করা কঠিন। নিচে এ ধরণের কয়েকটি ছবি দেখুন।
প্রাকৃতিক কিংবা নাগরিক দৃশ্যকেও ফটোরিয়ালিস্টিক চিত্রের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা যায়। রাফায়েলা স্পেন্স (১৯৭৮) নামে এক ব্রিটিশ চিত্রশিল্পীর আঁকা নিচের ছবিগুলো তারই প্রমাণ।
কাঁচ, স্ফটিক কিংবা এরকম অন্যান্য স্বচ্ছ উপাদানে তৈরি জিনিসের ছবি আঁকা হচ্ছে ফটোরিয়ালিস্টিক চিত্রকরদের কাছে সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি। স্বচ্ছ জিনিসের বর্ণহীনতা ও এতে আলোর প্রতিফলন ক্যানভাসে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ। রবার্তো বার্নার্দি (১৯৭৪) নামে এক ইটালিয়ান চিত্রশিল্পীর আঁকা নিচের ছবিগুলো দেখলে কে বলবে যে এগুলো হাতে আঁকা ছবি!
বাস্তব দৃশ্যকে সবচেয়ে নিখুঁতভাবে তুলে ধরে হাইপার-রিয়ালিস্টিক বা অতিবাস্তব চিত্রকলা। নিচে দেখানো এ ধরণের ছবি যেন ক্যামেরায় তোলা আলোকচিত্রকেও হার মানাবে।
এবার ইরানিয়ান রিয়ালিস্ট চিত্রশিল্পী ঈমান মালেকীর (১৯৭৬) আঁকা কয়েকটি ছবি দেখুন।
প্রথমে যে অবিশ্বাস্য ছবিটি দিয়েছিলাম, তা কীভাবে ধাপে ধাপে আঁকা হয়েছে, নিচে দেখুন।
হাতে আঁকা ফটোরিয়ালিস্টিক ও হাইপার-রিয়ালিস্টিক ছবিকে কেউ কম্পিউটারে আঁকা ডিজিটাল চিত্রকলা ভাববেন না। আশা করি এই লেখাটি সবার ভাল লাগবে।
তথ্যসুত্র : এখান থেকে সংগৃহীত।
১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কেমনে কি? B:-)
২| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫২
সুমন ঘোষ বলেছেন: খুব ভালো লাগলো । আমি নিজেও এধরনের ফটোরিয়ালিজম আঁকতে ভালোবাসি। শেয়ার করার জন্য ধন্যবাদ ।
১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনার ছবি আকার হাত অসাধারণ।
অনেক সুন্দর আকেন আপনি।
ইদানিং আপনি পোস্ট দিচ্ছেন না কেন্?
৩| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪
বেলা শেষে বলেছেন: .....from their we may learn a lot of new "Tools"...
১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ বেলা শেষে প্রতিনিয়ত মতামত দেয়ার জন্য্।
৪| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৫
নিশাত তাসনিম বলেছেন: হাতে আঁকা ফটোরিয়ালিস্টিক ও হাইপার-রিয়ালিস্টিক ছবিকে কেউ কম্পিউটারে আঁকা ডিজিটাল চিত্রকলা ভাববেন না। আশা করি এই লেখাটি সবার ভাল লাগবে
সত্যি ভালো লাগছে ।
১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ফটোরিয়ালিস্টিক ও হাইপার-রিয়ালিস্টিক ছবিকে বাস্তব বা কম্পিউটারে আকা ছবির মতোই মনে হ্য়।
অনেকেই ভূল করে বসে।
ধন্যবাদ আপনার সুন্দন মন্তব্যটির জন্য।
৫| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬
আমিনুর রহমান বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৬| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৩
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর পোস্ট ।
১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
৭| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০১
সাব্বির ০০৭ বলেছেন: পরাই চখাম পোষ্ট! আর ছবিগুলাও চখাম!!!
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
৮| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত সুন্দর।
বিশ্বাস করতেও কষ্ট হয়!!!!! এত নিখূত!!!!!!!!!!!!!!!!!!!
+++++
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুধু ভাবি এত নিখুত আকে কিভাবে?
৯| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২১
চুক্কা বাঙ্গী বলেছেন: পোস্ট পছন্দ হইসে। প্লাস!
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধইন্যা হইলাম মাহদী ভাই।
১০| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
হাসান মাহবুব বলেছেন: বিশ্বাস হয় না। কেমনে পারে!
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কেমনে পারে?
১১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫২
এম আর ইকবাল বলেছেন: এত নিখূত ।
সুন্দর পোস্ট ।
ধন্যবাদ।
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: নির্খূত। B:-) B:-) B:-) B:-)
১২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩
অদ্বিতীয়া আমি বলেছেন: অবিশ্বাস্য
কিভাবে এত নিখুত হয় ? সুন্দর পোস্ট ।
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অবিশ্বাস্য B:-) B:-)
কিভাবে এত নিখুত হয় ? সুন্দর পোস্ট ।
১৩| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৩
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধইন্যা
১৪| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৫
আছিফুর রহমান বলেছেন:
১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
১৫| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৯
মুদ্দাকির বলেছেন: ছবি গুলো প্রায় অবিশ্বাস্য !!!
২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঠিক তাই।
অবিশ্বাস্য!!!!
১৬| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭
আম্মানসুরা বলেছেন: আমি হতবাক!!!
অসম্ভবকে সম্ভব করা চিত্রশিল্পীর কাজ!
২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ব্লগটি দেখার জন্য অনেক ধন্যবাদ।B:-) B:-) B:-)
১৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৬
জমরাজ বলেছেন: সুন্দর পোস্ট।
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল থাকুন নিরন্তর।
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২
মহান অতন্দ্র বলেছেন: অসাধারণ সব ছবি । অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
এন ইউ এমিল বলেছেন: কেমনে কি?