![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলা হয়, একটি ছবিতে যা প্রকাশ করা হয়, তা হাজার লাইন লিখেও বলা যায় না। কিছু ছবি মানুষকে হাসায়, কিছু বিষণ্ণ করে, কিছু হয়তো আতঙ্কগ্রস্ত করে। কিন্তু এরকম কিছু ছবি আছে যা মন ছুঁয়ে যায়, কাঁদতে বাধ্য করে একজন মানুষকে। আপনার হৃদয়কে কিছুটা নাড়া দিবে হয়ত মাত্র এই কয়েকটা ছবি। চলুন দেখে নেয়া যাক আজকের কালেকশনঃ
১. ভূপালের গ্যাস ট্রাজেডিঃ
১৯৮৪ সালে ভারতের মধ্যপ্রদেশের ভূপালে একটি কীটনাশক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটলে বিষাক্ত মিথাইল আইসোসায়ানাইড গ্যাসে আক্রান্ত হয়ে ৫ লাখ ৫৮ হাজার ১২৫ জন মানুষ আহত হন, নিহত হন প্রায় ১৫ হাজারের মত মানুষ। ফটোসাংবাদিক পাবলো বার্থোলোমিউ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ ছবিটি তারই তোলা যা দুর্ঘটনায় নিহত শিশুটিকে মাটিতে সমাহিত করার আগ মূহুর্তে তোলা হয়।
২. রানা প্লাজায় ধসঃ
২০১৩ সালের ২৪ এপ্রিলে সাভারের রানা প্লাজা ধ্বসের ঘটনায় মুহূর্তেই মানুষের মাঝে ছড়িয়ে পড়ে শোক এবং উৎকণ্ঠা। ধ্বংসস্তূপ থেকে আহত-নিহত মানুষে বের করে আনার পুরো প্রক্রিয়াটা চলেছে দিনের পর দিন আর তার মাঝে দিয়ে আমরা সবাই একটু একটু করে উপলব্ধি করেছি নিদারুণ সেই বিভীষিকা। ব্যাপারটি এতই গুরুতর যে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের মানুষের কাছে এর সংবাদ চলে যায়, সেই সাথে এই ধ্বংসস্তূপ থেকে তোলা বিভিন্ন ছবি। যেমন, তাসলিমা আখতারের তোলা প্রচ্ছদের এই ছবিটি। দুইজন মানুষের পরস্পরকে জড়িয়ে ধরে বেঁচে থাকার যে ভীষণ আকুতি উঠে এসেছে এই ছবিতে, শত বলেও তা ব্যাখ্যা করা যাবে না। কি করে মৃত্যু হলো তাদের? তারা কি একজন আরেকজনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন? কেমন ছিলো তাদের জীবন, তাদের স্বপ্ন? না জানি কী ভীষণ ভালোবাসায় মৃত্যুর পূর্ব মুহূর্তে পরস্পরকে আঁকড়ে ধরেছিলেন তারা!
পৃথিবীর বিভিন্ন দেশে এখনো আলোচিত হয়ে যাচ্ছে মর্মস্পর্শী এই নিদারুণ করুন ছবিটি।
৩. ক্যান্সারে আক্রান্ত ছোট্ট মেয়েটিঃ
এ ছবিটি একটি ছোট মেয়ের, যে কিনা ক্যান্সারে আক্রান্ত ছিল। কেমোথেরাপির কারণে তার মাথার চুল সব পড়ে যায়। আয়নাতে কি মেয়েটি তার মনের ইচ্ছাটুকুই ফুটিয়ে তোলার চেষ্টা করছিল? মেয়েটি এখনো বেঁচে আছে কিনা আমাদের জানা নেই।
৪. মানুষ মানুষের জন্যঃ
উগান্ডাতে ১৯৮০ সালে চলছিল প্রচণ্ড দুর্ভিক্ষ। অনাহারের শিকার এক শিশুর হাত পরম মমতায় ধরে রেখেছেন দাতব্য সংস্থার একজন কর্মী। মর্মস্পর্শী এ ছবিটি তুলেছেন মাইক ওয়েলস।
৫. প্রিয় শিক্ষকের জন্য বেদনার সুরঃ
ডিয়েগো ফ্র্যাজাও টোরকোয়াটো নামে ১২ বছরের এই ব্রাজিলিয়ান ছেলেটি তার প্রিয় শিক্ষকের শেষকৃত্যানুষ্ঠানে ভায়োলিন বাজাচ্ছে, চোখে বেয়ে ঝরে পড়ছে তীব্র কষ্টের অশ্রু। সেই শিক্ষক ছোট এ ছেলেটিকে সঙ্গীতের সাহায্যে দারিদ্র ও সংঘাত থেকে মুক্তি পেতে সহযোগিতা করেছিলেন।
৬. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে পড়ন্ত মানুষঃ
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার। পুরো ভবনে আগুন ধরে গেলে অনেকেই নিচে ঝাঁপ দেন জীবন বাঁচানোর আশায়। সেরকমই এক হতভাগ্য ব্যক্তির ছবি তুলেন এপি’র আলোকচিত্রশিল্পী রিচার্ড ড্রিউ। বলাই বাহুল্য যে মানুষটি বাঁচাতে পারেন নি নিজের জীবন।
৭. থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে গণহত্যাঃ
থাইল্যান্ডের নির্বাসিত স্বৈরশাসক ফিল্ড মার্শাল থামম কিটিকাচর্নের দেশে ফিরে আসার কথা শুনে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো থাইল্যান্ড। থামাসাত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এর ব্যতিক্রম ছিল না। এ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রদের উপর গণহত্যা চালানো হয় ১৯৭৬ সালের ৬ অক্টোবর। বহু ছাত্রকে গুলি করে, পিটিয়ে বা আগুনে পুড়িয়ে মারা হয়। সেরকমই একটি ঘটনার ছবি তুলেছেন নীল ইউলেভিচ, যেটা ১৯৭৭ সালে পুলিৎজার প্রাইজ পায়।
৮. সুদানের ভয়াবহ দুর্ভিক্ষ ১৯১৩ ঃ
বিশ্ববিখ্যাত ও একইসাথে প্রবল সমালোচিত এ ছবিটি ১৯৯৩ সালে ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় প্রকাশিত হয়। আর এর মাধ্যমেই আলোতে আসেন আলোকচিত্রশিল্পী কেভিন কার্টার। সুদানের দুর্ভিক্ষের সময় তোলা এ ছবিটি ১৯৯৪ সালে জিতে নেয় পুলিৎজার পুরস্কার। এতে দেখা যায়, দুর্ভিক্ষে খেতে না পেয়ে জীর্ণ-শীর্ণ একটি শিশু মাটিতে মূমুর্ষ অবস্থায় পড়ে আছে, আর খুব কাছেই একটি শকুন বসে আছে। যেন কখন শিশুটি মারা যাবে ও এটা শিশুটিকে খেয়ে ফেলতে পারবে তারই অপেক্ষা। ছবিটি ভয়াবহ বিতর্ক তৈরি করে। কথা উঠে যে, ছবি তুলে শিশুটিকে বাঁচানোর কোনো চেষ্টা কেভিন করেছিলেন কি না? কেভিনের নিজেরও মনে হতে শুরু করে যে, তিনি হয়তো চাইলে শিশুটিকে বাঁচাতে পারতেন। তীব্র মানসিক যন্ত্রণা থেকে ১৯৯৪ সালে তিনি আত্মহত্যা করেন। যদিও শিশুটি সেসময় মারা যায় নি, আরো বেশ কিছুদিন বেঁচে ছিল। নিয়ং কং নামের ছবির ছেলেটি মারা যায় ২০০৭ সালে।
৯. যখন সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়ঃ
১৯৮৫ সালে কলম্বিয়াতে আরমেরো নামে ছোট গ্রামের পাশেই নেভাদো দেল রুইজ নামে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটে। পুরো গ্রামের উপর এর প্রতিক্রিয়া ছিল ভয়াবহ। এতে ব্যপক ভূমিধ্বসের সৃষ্টি হয়। অমায়রা স্যানচেজ নামে ১৩ বছরের এই মেয়েটি একটি বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে। উদ্ধারকর্মীদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে টানা ৬০ ঘণ্টা আটকে থাকার পর সে মারা যায়।
তথ্যসূত্র : View this link
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ উজবুক ইশতি।
এসব ছবি দেখলে কারনা মন খারাপ হয়।
আল্লাহর শুকর করুন আমরা ভাল আছি।
২| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৪
সোহানী বলেছেন: এভাবে মন খারাপ করিয়ে দিচ্ছেন........
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সত্যিই মন খারাপ করার মতো ছবি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ভাল থাকুন নিরন্তর।
৩| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪
সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: Osadharon!!
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
৪| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৫
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: ভালো একটা পোস্ট ।
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ মেহেদি হাসান ভাই।
৫| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬
ইমরাজ কবির মুন বলেছেন:
বর্নণাসহ পড়তে চমৎকার লাগলো। গুড পোস্ট ||
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস মুন ভাই।
৬| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৪
মালেক বিশ্বাস বলেছেন: কি বলবো সবাই তো ধন্যবাদ দিয়েছে আমি দিয়ে দিলাম
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
৭| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৫
শাবা বলেছেন: ছবিগুলো যেন জীবনের কথা বলছে। অসাধারণ হৃদয়গ্রাহি ছবি। ছবিগুলোর সোর্স থাকলে আরো একটু ভালো হতো।
আমার ব্লগে আমন্ত্রণ।
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ছবিগুলো যেন জীবনের কথা বলছ।
ভাল বলেছেন শাবা।
৮| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২
অপু তানভীর বলেছেন: আসলেই হৃদয়স্পর্শী ফটোগ্রাফি !!
মন খারাপ করা ছবি
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আসলেই হৃদয়স্পর্শী ফটোগ্রাফি !!
মন খারাপ করা ছবি
অপু ভাই আমার ব্লগে আসার জন্য।
৯| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২
আমি আনোয়ার বলেছেন: সত্যিই অসাধারণ কিছু বলার প্রয়োজন নেই ছবিই যেন কথা বলে।
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এই ছবি দেখে মন খারাপ হয়ে যায় ।
যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের অবস্থা ভাবুন।
৮নং ছবিটা দেখে কস্ট পেয়েছি খুব।
১০| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৫
বৃষ্টিধারা বলেছেন: কান্না পেয়ে গেলো কিছু ছবি গুলো দেখে
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমারও একই অবস্থা হয়েছিল।
১১| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১১
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: মর্মান্তিক কিছু ছবি
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
১২| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫০
ফারুক3655 বলেছেন: কান্না পেয়ে গেলো।
আল্লাহর শুকর করুন আমরা ভাল আছি।
বর্নণাসহ পড়তে চমৎকার লাগলো। গুড পোস্ট ||
ধন্যবাদ
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৪
আম্মানসুরা বলেছেন: এরকম ছবি তোলা উচিত না। মানুষ কে কাদিয়ে কি লাভ? আমরা শুধু উহু! আহা! ছাড়া আর কি করতে পারি! ভিকটিম তো উপকৃত হচ্ছে না।
মন খারাপ হয়ে গেল। বাংলাদেশের যেই অবস্থা! না জানি কবে আমার মৃত্যু দৃশ্য দেখে সবাই কাদবে! সেই বিষয় টা আমার ভাল লাগবে না। আমার নিদারুন যন্ত্রনার মুহূর্ত কেও ক্যামেরা বন্দী করুক তা আমি চাই না।
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাংলাদেশের যেই অবস্থা! না জানি কবে আমার মৃত্যু দৃশ্য দেখে সবাই কাদবে! সেই বিষয় টা আমার ভাল লাগবে না। আমার নিদারুন যন্ত্রনার মুহূর্ত কেও ক্যামেরা বন্দী করুক তা আমি চাই না।
আল্লাহ যেন আমাদের এরকম না করে।
শুকর করেন আম্মানসুরা আমরা এখনও ভাল আছি, বেচে আছি।
১৪| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৬
েরজা বাবু বলেছেন: ছবি ভাষা যেমন অনেক লিখে শেষ করা যায় না তেমনি আমি কিছু লিখতে পারলাম না।
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ রেজা বাবু।
শূভকামনা রইল।
১৫| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৮
মোঃ ইসহাক খান বলেছেন: মর্মস্পর্শী। অনেক ভালোলাগা রইলো।
২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: স্বাগতম।
ভাল থাকুন।
১৬| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৮
অগ্নিসেতু বলেছেন: হৃদয়স্পর্শী ফটোগ্রাফ.............
২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হৃদয়স্পর্শী ফটোগ্রা!! ভাল বলেছেন।
আপনার প্রোপিকটা দারুন।
আমার প্রিয় কবি।
১৭| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৫
সুফিয়া বলেছেন: ছবিগুলো যদিও বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে দেখেছি তবু আবার দেখে বুকের ভিতরটা নড়ে উঠল। এরপর আমার কি বলা উচিত জানিনা।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ সুফিয়া আপু।
আসলে এরকম ছবিতে কিছু বলার থাকেনা ।
ভাষা হারিয়ে যায় ।
১৮| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা ছবি অনেক কিছুই বলতে পারে। কয়েকটা ছবি আগে দেখা ছিল কিন্তু অধিকাংশ ছবিই আগে দেখা হয় নি। আপনার প্রাঞ্জল বর্ননা এবং ছবি মিলিয়ে খুব চমৎকার একটা পোষ্ট! মন খারাপ হলেও ছবির বৈচিত্র ও গভীরতার কারনে ভালো লাগল।
গুড ওয়ান।
২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ কাভা আমার ব্লগে আপনাকে দেখে।
অনুসরণীয় ব্লগার আমি অত্যন্ত প্রীত আপনার মন্তব্য পেয়ে।
ভাল থাকবেন নিরন্তর।
আপনার লেখার আশায় থাকলাম।
১৯| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৮
মামুন রশিদ বলেছেন: ছবিগুলো দেখে মনটা বিষাদে ভরে গেল!
২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিষাদগ্রস্থ ছবি।
ধন্যবাদ মামুন ভাই।
২০| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫২
*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার সংগ্রহ, মর্মস্পর্শী সব ছবি
২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ কুনো ব্যাঙ।
পাশে থাকবেন সমসময়।
২১| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
পথহারা নাবিক বলেছেন: ছবি কথা বলে!!
২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ভাই ব্লগটি পড়ার জন্য।
শূভকামনা রইল।
২২| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১১
আকাশদেখি বলেছেন: ছবিগুলো অনেকবার দেখা হয়েছে কিন্তু যতবার দেখি নতুন লাগে... আর মনটা বিষাদে ভরে যায়...
২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চিরায়ত মন খারাপ করা ছবি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
২৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৪
বশর সিদ্দিকী বলেছেন: দারুন। ছবি গুলোর সাথে বর্ননাগুলো অনেক ভাল লাগলো।
২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।
২৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৩
এহসান সাবির বলেছেন: নাহ্......
অসাধারণ পোস্ট।
২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:২১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ।
২৫| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৩
নহে মিথ্যা বলেছেন: আপনার নাম কি মারুফ??
যদি মারুফ হয়ে থাকেন তাহলে... হুম অনেক আগেই পড়ছি লেখাটা অনেক সুন্দর...
মারুফ না হলে... ভাই লেখা কপি করছেন ভাল কথা... লেখকের নাম কপি করতে ভুলে গেলেন কেন???
পর্যবেক্ষনে রাখলাম... উত্তরের অপেক্ষায়...
২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: নহে মিথ্যা আপনি বলেছেন আমি কি মারুফ?
না ভাই আমি মারুফ না।
পড়তে পারেন। আপনার সাথে সহমত।
সংগ্রহকৃত স্থানে কারও কোন নাম দেয়া ছিলনা।
সংগ্রহকৃত লিংক দিয়ে দিলাম।
View this link
লেখার শেষে লিংক দেয়া ছিল। কিন্তু কিভাবে যেন মুছে গেছে ।
অনাকাংখিত ভূলের জন্য ক্ষমাপার্থী।
ধন্যবাদ । ভাল থাকবেন।
২৬| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪২
অদ্বিতীয়া আমি বলেছেন: সত্যি হৃদয়স্পর্শী সব ছবি । আরেকটা ছবির কথা মনে পড়ল ভিয়েতনাম যুদ্ধের সেই বিখ্যাত ছবিটার কথা ।
২১ শে মার্চ, ২০১৪ রাত ১:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
২৭| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫২
নহে মিথ্যা বলেছেন: মারুফ শিশু সাংবাদিক... ও অনেক জায়গায় লিখে... আর আপনার বেশির ভাগ পোষ্ট কপি করা... কিন্তু লেখকের নাম নাই... এটা ঠিক না... তারপরেও দেখেন কত দূর যেতে পারেন...
২১ শে মার্চ, ২০১৪ রাত ১:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনার সাথে সহমত হতে পারলাম ।
অধিকাংশ লেখার বিষয় বস্তুই নেট, পত্রিকা, বিভিন্ত ওয়েবসাইট থেকে নেয়া হয়। তাই একরকম কপিও বলা যায়।
আপনার আজকের পোস্টটাও কপি পেস্ট পোস্ট নয়?
ধন্যবাদ আপনার উপদেশ মনে থাকবে।
২৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৯
অগ্নিপাখি বলেছেন: এই ধরণের পোস্ট গুলো বরাবরই ভালো লাগে।
অনেক ভালো লাগা লেখায়।
পোস্টে ++++++++
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অগ্নিপাখি আপনাকে ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য।
আপনার প্রোফাইল নামটা সুন্দর হয়েছে।
ভাল থাকুন নিরন্তর।
২৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৬
আমি তুমি আমরা বলেছেন: +++
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ভাই।
নববর্ষের শুভেচ্ছা।
৩০| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১
গ্যাম্বলার বলেছেন: অনেক ধন্যবাদ।
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনাকেও।
৩১| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
আরন্যক নীলকণ্ঠ বলেছেন: মর্মস্পর্শী সবগুলো ছবি। এক স্ক্রলে আনার জন্য লেখককে সাধুবাদ!
১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
৩২| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫
জমরাজ বলেছেন: হৃদয়স্পর্শী সব ছবির হৃদয়স্পর্শী পোস্ট।
১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঠিক বলেছেন।
৩৩| ২৫ শে মে, ২০১৪ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ওহ্ সত্যিই হৃদয়স্পর্শী, শোকেসে রাখলাম।
২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৪| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৪
নাজনীন১ বলেছেন: মর্মান্তিক সব ছবি!
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ নাজনীন আপু।
৩৫| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৮:২২
রাজিব বলেছেন: মন খারাপ করা ছবি। একই সঙ্গে মনে করিয়ে দেয় আমরা কত ভাগ্যবান
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্য করে অনুপ্রেরণা দেবার জন।
ভাল থাকুন নিরন্তর।
৩৬| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
অরুদ্ধ সকাল বলেছেন:
ভয়ঙ্কর
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
৩৭| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৫
মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: চমৎকার!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ইকবাল ভাই।
শুভকামনা নিরন্তর।
৩৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: (Y)
০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
৩৯| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৫৭
রাঙা মীয়া বলেছেন: হ্রদয়স্পর্শী পোস্ট
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:১৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সত্যিই ভাই।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩
উজবুক ইশতি বলেছেন: অসাধারণ পোস্ট। হৃদয় ছোঁয়া সব ছবি। কিছু ছবি দেখে খুব খারাপ লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ