![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে দেখতে সামুতে আমার নিকের বয়স দুই বছর পেরিয়ে গেল। সময় কত দ্রুত চলে যায়। এই দুই বছরে অনেক ব্লগারের সাথে পরিচয় হয়েছে, তৈরী হয়েছে তাদের সাথে আন্তরিকতার বন্ধন। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন একবার হলেও সামুতে ঢুঁ মারি। না হলে মনটা অপূর্নতায় গ্রাস করে। মুক্তমনার ব্লগার খুন নিয়ে দেশে তোলপাড় চলছে। তখনই ব্লগার সম্পর্কে জানার জন্য আগ্রহ করি। সেই আগ্রহ থেকে প্রথমে মুক্তমনায়, তারপর সামু সহ বিভিন্ন ব্লগে ভিজিট করা শুরু করি। তাদের মধ্যে সামুকের আমার ভাল লাগে। ছয়-সাত মাস সামুতে শুধু বিভিন্ন ব্লগারদের লেখা পড়েছি। তারপর একদিন কমেন্ট করতে গিয়ে দেখি আমাকে লগইন করতে হবে, লগইন করতে গিয়ে আইডি খুলি। তারপর সামুর কাজকারবার বুঝতে বুঝতেই আট মাস কেটে গেলে। কিন্তু নিয়মিত ব্লগারদের লেখা পড়তে থাকি। তারমধ্যে অনেক লিখা ভাল লাগায় লিংক কপি করে নোটপ্যাডে লিখে রাখি। এভাবে একদিন ভাবলাম সামুতে কোন প্রিয়তে নেয়ার ব্যবস্থা আছে কিনা? এটা জানার জন্য সামুতে দেয়া আমার প্রথম পোস্ট দেই view this link । কিন্তু এই পর্যন্তই তারপর লিখার আর সাহস হয় না।একদিন আরজুপনি আপু লেখার জন্য উৎসাহ দেন। আপুর উৎসাহে সাহস পাই এবং লেখা শুরু করি। সেই জন্য ধন্যবাদ জানাই আরজুপনি আপুকে। সেই সাথে সেই সব সহব্লগারদের শুরু থেকে যাদের নিরন্তর কমেন্ট ও অনুপ্রেরণায় আজ আমি একজন ব্লগার।
আমার ব্লগীয় পরিসংখ্যান
পোস্ট করেছি: ৩৮টি
মন্তব্য করেছি: ৩৯২৫টি
মন্তব্য পেয়েছি: ১৭০৭টি
ব্লগ লিখেছি: ২ বছর ৩ দিন
অনুসরণ করছি: ২৩ জন
অনুসরণ করছে: ৯৭ জন
এর আগে সামুতে বর্ষপূর্তি পোস্ট দেইনি। প্রথম বছরে দেয়ার প্ল্যান ছিল কিন্তু আমি একজন অলস ব্লগার। এ অলসতার জন্য দেয়া হয়নি। তাই এবার বর্ষপূর্তি পোস্ট দেয়ার সিদ্ধান্ত নিলাম। তাই বর্ষপূর্তি পোস্ট সম্পর্কে একটা ধারণা নেয়ার জন্য বর্ষপূর্তি পোস্ট পড়তে থাকলাম। পোস্টগুলি পড়ার সময় বর্ষপূর্তি পোস্ট দেয়ার কয়েকটা ধরণ লক্ষ্য করেছি। যেমন পুরনো দিনের স্মৃতিচারন, পুরনো ব্লগারদের স্মৃতিচারণ, ব্লগের মডারেশনের প্রতি ক্ষোভ, প্রতিভাবান ব্লগারদের চলে যাওয়া নিয়ে কষ্ট, আগের মত মানসম্পন্ন লেখক ব্লগ থেকে উঠে না আসা, ব্লগের পরিবেশ-এসব নিয়ে হতাশা, প্রিয় ব্লগারদের বিশাল লিস্ট ও তাদের নির্বাচিত কমেন্টস ইত্যাদি। এসব পোস্ট লেখা খুব কষ্টসাধ্য হয়ে থাকে। আবার অনেক ব্লগার পোস্টে শুধু জানিয়ে দেন তার বর্ষপূর্তির কথা । এই সব বর্ষপূর্তি পোস্ট পড়লে ব্লগের ইতিহাস, ভাল ব্লগার ও তাদের লেখা সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায়। আমি এসব পোস্ট পড়তে গিয়েই ভাবলাম ব্লগে দ্বিবর্ষপূর্তি উপলক্ষে বর্ষপূর্তি পোস্টের একটি সংকলন করি না কেন। তাহলে সকলে সবগুলি বর্ষপূর্তি পোস্ট একসাথে পেয়ে যাবে। সেই ভাবনা থেকেই ৭ দিনে আমার এ পোস্টটি সাজালাম। আপনাদের ভাল লাগলে অবশ্যই জানাবেন।
নিজের লেখা প্রিয় কয়েকটি পোস্ট।
কালজয়ী ১৫টি বিজ্ঞান বই যা বদলে দিয়েছিল পৃথিবী ও মানুষের গতানুগতিক ধারণা।
বই পাগলদের জন্য "বিখ্যাত সব সমগ্র কালেকশন একসাথে"। জলদি ডাউনলোড করুন না হলে পস্তাইবেন।
বাংলা সাহিত্যের নির্বাচিত শ্রেষ্ঠ প্রেমের কবিতাগুলো
পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা ১০টি ব্যয়বহুল সিনেমা ডাউনলোড লিংক সহ!!! ডাউনলোড করুন জলদি
♣♣♣ সামহোয়ারইন ব্লগ এর বই পোস্ট সমগ্র!! (বই বিষয়ক সংকলন পোস্ট)♣♣♣
♣♣ মুক্তিযুদ্ধভিত্তিক সকল চলচ্চিত্রের ভিডিও ও ডাউনলোড লিংক!!!♣♣
►►►বই পাগলদের জন্য এবার নিয়া আসলাম "ইতিহাস আশ্রিত ইসলামী উপন্যাস সমগ্র" জলদি ডাউনলোড ও সগ্রহে রাখুন◄ ◄ ◄
পৃথিবীর অসাধারণ কিছু জ্ঞানঘর
আমার নির্বাচিত প্রিয় কিছু বর্ষপূর্তি পোস্ট
প্রিয় ব্লগার কাল্পনিক ভালবাসার চমৎকার বর্ষপূর্তি পোস্ট/কাল্পনিক ফিচারিং বর্ষপূর্তি ছায়াছন্দঃ তুমি আজ কথা দিয়েছ।
ব্লগার ইমিনা আপুর
বর্ষপূর্তি পোস্ট: টুকরো - টাকরা স্মৃতির অতলস্পর্শী রিভিউ
স্বপ্ন বিলাসী আমির
একজন স্বপ্নবিলাসী ছেলের ব্লগে বর্ষপূর্তি ও কিছু আজাইরা প্যাঁচাল...!!!
নোবিতা রিফুর মজার একটি পোস্ট
:#> রিফু'স জার্নি অফ অ্যাঁ ইয়ার ইন সামু (রিফুর বর্ষপূর্তি পোস্ট) :#>
ব্লগার মাইনাচের একটি মাইনাচীয় পোস্ট
~মাইনাচ~ এর প্রথম বর্ষপূর্তি পোষ্ট এবং সামুর সব ভালবাসা , লেটস পার্টি
ব্লগার এরিসের একটি অসাধারণ বর্ষপূর্তি পোস্ট
নট এ বর্ষপূর্তি পোস্ট, মোর এ কনফেশন অ্যান্ড এন্ড অফ এ হিপোক্রিসি।
ব্লগার সহচরের বর্ষপূর্তি পোস্ট
আজকে আমি ফুলপ্যান্ট ব্লগার।বর্ষপূর্তি পোস্ট। পছন্দের এবং পরিচিত কয়েকজন
ব্লগার আরজুপনি আপুর ব্যতিক্রমী অভিমানভরা বর্ষপূর্তি
♣ প্রিয়তমেষু (প্রেম পত্র নয়, বর্ষপূর্তিতে এটি একটি অভিমান পত্র !) ♣
ব্লগার আমি তুমি আমরার সুন্দর একটি গবেষণাধমী পোস্ট
সামুতে কেটে যাওয়া তিনটি বছর এবং আমি, তুমি কিংবা অন্য কারো না বলা গল্প
ব্লগার জাতির নানার সাহসী ও মজার বর্ষপূর্তি পোস্ট/জাতির নানার বর্ষপূর্তিঃ হালখাতা সারসংক্ষেপ
ব্লগার জাফরুল মবীন ভাইয়ের অসাধারণ একটি বর্ষপূর্তি পোস্ট ছিল কিন্তু উনার সব পোস্ট ড্রাফটে নেয়াতে দেয়া গেল না।
বর্ষপূর্তি পোস্ট সংকলণ
জুন আপুর
সামহ্যোয়ারে আমার জীবনের শ্রেষ্ঠ একটি বছর
ব্লগার sraboni
ব্লগিং- একরাশ স্বপ্নের বুনন আর ব্লগার শ্রাবনীর জন্ম
ব্লগার এম ই জাবেদ
সামহোয়্যার ইন ব্লগে আমার এক বছর পূর্ণ হল
ব্লগার স্বপ্নবাজ অভি
তিন বছর পূর্ণতায় কিছু কথা, প্রিয়তম যা কিছু!!
ব্লগার ইমরাজ কবির মুন
সামহোয়্যার ইন...ব্লগ এ “ইমরাজ কবির মুন” আইডি’র ২ বছর পূর্তি
ব্লগার বেঈমান আমি
বেঈমান আমির বর্ষপুর্তি এবং কিছু কথা
ব্লগার কবি ও কাব্য
বলছি ৯০ দশকের বাংলার ২ তরুনের গর্বিত ইতিহাস যা অনেকের অজানা !!!
ব্লগার শিপু ভাই
ক্যামনে ক্যামনে দিন যায়!!!-- বর্ষ পূর্তি হইয়া গেল---খুশি খুশি
ব্লগার জাতির নানা
জাতির নানার বর্ষপূর্তিঃ হালখাতা সারসংক্ষেপ
ব্লগার না পারভীন
একটু হা হা হি হি ; উপলক্ষ : ১ম বর্ষ পূর্তি
ব্লগার বোকা মানুষ বলতে চায়
বর্ষ শেষের ঝরা পাতা (বর্ষপূর্তিতে শততম পোস্ট)
সামহোয়্যার ইন ব্লগ ভ্রমণ সঙ্কলনঃ ১ম বর্ষপূর্তি পোস্ট
ব্লগার আমি তুমি আমরা
পাঁ-চ-ব-ছ-র
সামুতে কেটে যাওয়া তিনটি বছর এবং আমি, তুমি কিংবা অন্য কারো না বলা গল্প
ব্লগার ইসরা০০৭
http://www.somewhereinblog.net/blog/israt007/29382761
ব্লগার সেলিম আনোয়ার
বন্ধু শ্রেষ্ঠ (ছোট গল্প ও বর্ষপূর্তি পোস্ট )
ব্লগার নাফিজ মুনতাসির
Terrorism নিয়ে ১২টি অসাম মুভি এবং ডাউনলোড লিংক (২য় বর্ষপূর্তি পোষ্ট)
ব্লগার বুলবুল আহমেদ পান্না
ইহা একটা অতি-অনাড়ম্বর বর্ষপূর্তি পোষ্ট (কুনো কেক্কুক নাই()
ব্লগার লিপিকার
কখন বর্ষপূর্তি হইলো খেয়াল করিনাই......(সবাই এমন পোষ্ট দেয় তাই আমিও দিলাম)
প্রীটি সোনিয়া
সময় বয়ে চলে নদীর স্রোতের মত...বর্ষপূর্তি উপলক্ষ্যে কিছু লেখার আপ্রাণ চেষ্টা....
সানাউল্লাহ তুষার
দেখতে দেখতে ১ বছর হয়ে গেল (বর্ষপূর্তি পোস্ট)
ব্লগার সহচর
আজকে আমি ফুলপ্যান্ট ব্লগার।বর্ষপূর্তি পোস্ট। পছন্দের এবং পরিচিত কয়েকজন
ব্লগার মেঘ বলেছে যাবো যাবো
বর্ষপূর্তি পোস্ট (জানি না কেন দিলাম
ব্লগার ফয়সাল রকি
সামুতে আমার তৃতীয় বর্ষপূর্তি! এবং আমার ব্লগ বেলার সংক্ষিপ্ত ইতিহাস!!
ব্লগার কে এম তানভী আহম্মেদ
ইহা একটি বর্ষপূর্তি পোস্ট!!!
: ৎঁৎঁৎঁ
সামহোয়্যার ইন ব্লগে আমার জন্মদিনঃ বর্ষপূর্তি পোষ্ট
ব্লগার বিকারগ্রস্থ মস্তিস্ক
ছ্যাঁকার বর্ষপূর্তি
! :#P !! বিকারগ্রস্থ মস্তিস্কের বিকার ভাবনা !!! কিছু স্মৃতি, কিছু অনুভূতি এখনও বহন করছি !!
ব্লগার গাম্য বালিকা
পার্টি পার্টি পার্টি!!!! চতুর্থ বর্ষপূর্তি পার্টি!! !
ব্লগার বিলাতী পোলা
নাম আমার বিলাতী, সামুতে বর্ষপূর্তি।
ব্লগার প্রবাসী পাঠক
শুভ জন্মদিন প্রবাসী পাঠক, একটি বর্ষপূর্তি পোস্ট
রেজওয়ান মাহবুব তানিম
বর্ষপূর্তি
: ফিরে দেখা একটি বছর
সকাল রয়
অনুভূতিতে সামহোয়ারাইন ব্লগ এবং আমার বর্ষপূর্তি
আফিফা মারজানা
বর্ষপূর্তি !
একজন তীর্থযাত্রী।
বর্ষপূর্তি পোস্ট। আদর্শিক তীর্থযাত্রায় আমি একজন তীর্থযাত্রী।
ইমিনা।
বর্ষপূর্তি পোস্ট: টুকরো - টাকরা স্মৃতির অতলস্পর্শী রিভিউ
ক্লান্ত তীর্থ।
মহান বিজয় দিবসে এক অসামাজিক ব্লগারের বর্ষপূর্তি এবং কৃতকর্মের ফিরিস্তি !:
প্রজন্ম৮৬
৩য় বর্ষপূর্তি পোষ্টঃ (যদিও কিছুটা ক্ষুদ্ধ তবুও) ধন্যবাদ সামু!!!
মামুন রশীদ।
(দ্বি-বর্ষপূর্তি পোস্ট !!)
ফেলুদার চারমিনার
আমার প্রথম বর্ষপূর্তি এবং মুভি রিভিউ: Spellbound (1945), একটি হিচককীয় মাস্টারপিস
ইউসুফ খান
"ব্লগে প্রথম বর্ষপূর্তি"---
(নিজস্ব কিছু পোস্টের সংকলন, সাথে খান-বচন)
আফরিন তৃষা
এক টুকরো বর্ষপূর্তি
জাহিদুল হাসান
বর্ষপূর্তি পোষ্ট। সাথে আছে ফড়িং ও পিপড়ার মাথামুন্ডু
কামলার কামলাগীরির প্রথম বর্ষপূর্তি
ব্লগার মাথাল
গত ১ বছরের আমলনামা (বর্ষপূর্তি পোস্ট)
ব্লগার স্বপ্নবিলাসী আমি
একজন স্বপ্নবিলাসী ছেলের ব্লগে বর্ষপূর্তি ও কিছু আজাইরা প্যাঁচাল...!!!
ব্লগার স্বপ্নচারী গ্রানমা
(বর্ষপূর্তি পোস্ট) একজন অখ্যাত ব্লগারের সাক্ষাৎকার…!!
(বর্ষপূর্তি পোস্ট) ব্যক্তিগত দর্শন অথবা জীবনের একাল সেকাল
ব্লগার আরিশ ময়ুখ
বর্ষপূর্তি পোস্টঃ কয়েনের আত্মাহুতি
ব্লগার দূর্বা জাহান
ব্লগীয় সাদাসিধে বর্ষপূর্তি
ব্লগার কঁাকন
গতানুগতিক বর্ষপূর্তি পোস্ট
ব্লগার অচিন রূপকথা।
ব্লগার সুদীপ0718
বর্ষপূর্তি।
ব্লগার ইয়াদ
৫০তম পোস্ট, বর্ষপূর্তি, এবং অন্যান্য
।
ব্লগার ইসতিয়াক আহমদ আদনান
বর্ষপূর্তি পোস্ট (ছবির ব্লগ)।
ব্লগার মুক্ত বয়ান
সিদ্ধান্তহীনতায় ভোগা একটি বর্ষপূর্তি পোস্ট!!
ব্লগার রাতুল শাহ
বর্ষপূর্তি পোষ্ট : আজকে আমার সামুতে ২ বছর পূর্ণ হল..........।
ব্লগার নোবিতা রিফূ
:#> রিফু'স জার্নি অফ অ্যাঁ ইয়ার ইন সামু (রিফুর বর্ষপূর্তি পোস্ট) :#>
ব্লগার তুষারকনা
বর্ষপূর্তি ছবিব্লগ: প্রবাসে ৫টি মাস যেমন কাটলো...
ব্লগার ~মাইনাচ~
~মাইনাচ~ এর প্রথম বর্ষপূর্তি পোষ্ট এবং সামুর সব ভালবাসা , লেটস পার্টি
ব্লগার এরিস
নট এ বর্ষপূর্তি পোস্ট, মোর এ কনফেশন অ্যান্ড এন্ড অফ এ হিপোক্রিসি।
ব্লগার বিতর্কিত উন্মাদ মানব
উন্মাদীও বর্ষপূর্তি অথবা হারিয়ে যাওয়া কিছু সময়
ব্লগার গেমার বয়।
এইটা আমার বর্ষপূর্তি পোস্ট ( মনে হয় !!! )
ব্লগার গোয়েবলস।
আমার আর বর্ষপূর্তি লেখা দেয়া হলনা।
ব্লগার নীরব ০০৯
বর্ষপূর্তি পোস্ট এবং আমার আমি।
ব্লগার খাটাস
ছোট গল্প : অসমাপ্ত.।।। ( বর্ষপূর্তি পোস্ট )।
ব্লগার চানাচুর।
চানাচুরের বর্ষপূর্তি!
দ্বিতীয় বর্ষপূর্তিতে কিছু ব্লগারদের বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা না জানালে অন্যায় হবে। কারণ তাদের । আন্তরিক ভালবাসা, উৎসাহ এবং পরামর্শ না পেলে আমার পথ চলা হয়ত থেমে যেত অনেক আগেই। হাসান মাহবুব, কাল্পনিক_ভালোবাসা, আরজুপনি, অন্যমনস্ক শরৎ, কাণ্ডারি অথর্ব, সুমন কর, সেলিম আনোয়ার, জুন, সাজিদ ঢাকা, মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস), জুলিয়ান সিদ্দিকী, মামুন রশিদ, জাফরুল মবীন, আহমেদ জী এস, স্বপ্নবাজ অভি, সোহানী, মৃদুল শ্রাবণ, ডি মুন, আলম দীপ্র, এহসান সাবির, আমিনুর রহমান, খেয়াঘাট, মাঈনউদ্দিন মইনুল, কলমের কালি শেষ, অপূর্ণ রায়হান, স্নিগ্ধ শোভন, রেজওয়ানা আলী তনিমা, আবু শাকিল, আমি তুমি আমরা, ঢাকাবাসী, প্রবাসী পাঠক, মনিরা সুলতানা, এহসান সাবির, সুফিয়া, মাহমুদ০০৭, তুষার কাব্য, পরিবেশ বন্ধু, শায়মা, বিদ্রোহী বাঙালী, মহান অতন্দ্র, দিশেহারা রাজপুত্র, শতদ্রু একটি নদী, খেয়াঘাট, আমি তুমি আমরা, লিরিকস, ইমরাজ কবির মুন, প্রোফেসর শঙ্কু, না পারভীন, সুফিয়া, আমি সাজিদ, বোকা মানুষ বলতে চায়, দীপংকর চন্দ্র, আরণ্যক রাখাল, প্রামািনক, চাঁদগাজী, রোদেলা,ইমতিয়াজ১৩, আহমেদ জী এস, নীল জোসনা, লেখোয়ারড়, আশরাফুল ইসলাম দূর্জয়, কাফের, মুদদাকির, ডি মুন এবং মাহমুদ০০৭ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব চিরজীবন।
সেই সাথে সামহোয়ারইন ব্লগের স্রষ্টা "জানা" আপু আর "আরিল" ভাইকে । কারণ তাদের সৃজনশীল স্বপ্নের কারণেই সামহোয়ারইনব্লগের সৃষ্টি।
পোস্টটি লিখতে অনুকরণীয় সহব্লগার প্রবাসী পাঠক, আমি তুমি আমরা স্বপ্নবিলাসী আমি তাদের বর্ষপূর্তি পোস্টের সহায়তা নেয়া হয়েছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার প্রার্থনা করছি।
সবাইকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট শেষ করছি।
২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শায়মা আপু!!!!!!
আপনার কাছে কোন ভূল করে বাঁচার উপায় নাই। এই চক্ষু পাইলেন কই?
২| ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৩
শতদ্রু একটি নদী... বলেছেন: শুভেচ্ছা রইলো বঙ্গ ভাই। ব্লগের প্রধান ব্যাপার হচ্ছে এইখানে নানা মানুষের নানা মতের কথা অকৃত্তিমভাবে জানা যায়, বলা যায়। আমার বিশেষভাবে পছন্দ রাজনৈতিক ক্যাচাল পোষ্ট। এতো এতো রেফারেন্স হাজির করা হয় নিজের মতের সপক্ষে, পড়োতে ভালৈ লাগে। আর যতদিন পার করবেন, দেখবেন দৃস্টিভঙ্গীও চেঞ্জ হয়।
কয়েকটা লিঙ্ক খুলে ফেললাম। পুরান নাম দেখতে ভালোলাগে আমারো।
প্রথম ভালোলাগা আর আবারো শুভকামনা।
২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: নদী ভাই শুভেচ্ছা আপনাকেও ।
ব্লগের প্রধান ব্যাপার হচ্ছে এইখানে নানা মানুষের নানা মতের কথা অকৃত্তিমভাবে জানা যায়, বলা যায়। আপনার সাথে সহমত।
তবে রাজনৈতিক ক্যাচাল পোস্ট আমারও ভাল লাগে।
ভাল থাকুন নিরন্তর। শুভকামনায়.....।
৩| ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৪
কাবিল বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ কাবিল ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫
রেজওয়ান26 বলেছেন: ফাটাফাটি হইছে। ধন্যবাদ লইয়েন কইলাম!
২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
থ্যাংকু থ্যাংকু রেজওয়ান ভাই।
এইটা কি কন ভাই? আপনি ধন্যবাদ দিলেন আমি নিমু না।
বড়ই শরমিন্দা হইলাম।
৫| ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪০
শায়মা বলেছেন: ভাইয়া আমি যে সারাজীবন ধরে এত বর্ষপূর্তি লিখলাম তোমার কানা চোখে সেটা তো পড়লোই না!!!!!!!!!!!!
২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আহা!!! শায়মাপু রাগ করেন কেন?
বর্ষপূর্তি পোস্ট খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম আপনার পোস্ট সার্চে আসল না। সামুর নামে মামলা করতে হবে কেনু সার্চ করলে পো্স্ট মিসিং হয়।
আপনার ব্লগ বাড়িতে ঢুুকে খুঁজে খুঁজে বর্ষপূর্তি পোস্ট বের দিচ্ছি।
৬| ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৫
হাসান মাহবুব বলেছেন: অনেক শুভকামনা রইলো।
২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ রইল প্রিয় হাসান ভাই।
৭| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬
লেখোয়াড়. বলেছেন:
ব্লগিং দীর্ঘজীবি হোক।
ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন।
তৃতীয় প্লাস।
২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রিয় ব্লগার লেখোয়াড়,
প্লাস ও মন্তব্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই্।
ভাল থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর।
৮| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি ভবিষ্যতে যুগ পুর্তির পোষ্টও আমরা দেখতে পারবো, দুই বছর পুর্তিতে শুভেচ্ছা
২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
যুগ পূর্তি!!! দেখা যাক ততদিন পর্যন্ত থাকতে পারি কিনা।
ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই।
৯| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৪
সাদা মনের মানুষ বলেছেন:
২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আবারো অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকুন নিরন্তর সেই শুভকামনায়
১০| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
এত বড় কালেকশন ? পড়ার জন্য সময় বের করা মুশকিল হচ্ছে আজকাল।
২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ চাঁদগাজী ভাই।
দিন দিন আমরা সকলেই খুব ব্যস্ত হচ্ছি।
১১| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বর্ষপূর্তি শুভেচ্ছা সবাইকে
পোস্ট জটিল হইছে, +++ এর সহিত ভালোলাগা জানিয়ে সোজা প্রিয়তে রাখলাম দারুণ এই সংকলন পোস্টটিকে।
ভালো থাকুন সবসময়, শুভকামনা।
২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভেচ্ছা বোমা ভাই।
সুন্দর মন্তব্য ও প্রিয়তে রাখার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর।
১২| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫০
আহমেদ জী এস বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ,
খুব কষ্টকৃত একটি সংকলন । খাটতে হয়েছে বেশ , অনেকের সাহায্য নিতেও হয়েছে । সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ।
আর আপনার জন্যে আমার এলাকার একটি মুখে মুখে ফেরা শ্লোক -----
কত রঙ্গ জানোরে যাদু.
কত রঙ্গ জানো ।।
ভালো থাকুন ।
২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রিয় ব্লগার আহমেদ জী এস,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন সুন্দর মন্তব্যের জন্য।
আপনার মন্তব্য আমার জন্য সবসময় বিশেষ কিছু।
ভাল থাকুন নিরন্তর।
১৩| ২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী ব্লগিং সুপ্রিয় ব্লগার । আমার মত ক্ষুদ্র ব্যক্তির একখানি পোস্ট এখানে জায়গা করে নিয়েছে । পোস্টটি প্রচুর বানান ভুল । দ্রুত পোস্ট দেয়ার জন্য আর অমনোযোগিতার জন্য বোধ হয় ।
শুভকামনা থাকলো আপনার জন্য ।
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই আপনার সুন্দর মন্ত্বব্যের জন্য।
হ্যা একটু তারাহুরো করে পোস্টটা দিয়েছি। বানানগুলো ঠিক করে দিচ্ছি।
ভাল থাকুন নিরন্তর শুভকামনায়।
১৪| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৮
দীপংকর চন্দ বলেছেন: দ্বিতীয় বর্ষে পদার্পণ-পরবর্তী পথ হোক অনেক অনেক সাফল্যমাখা।
বর্ষপূর্তি পোস্ট সংকলনের মতো একটি পরিশ্রমী কাজের জন্য শ্রদ্ধা থাকছে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন দীপংকর দা।
ভাল থাকুন নিরন্তর । শুভকামনা।
১৫| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪৯
সুফিয়া বলেছেন: খুব ভাল একটি কাজ। কষ্টসাধ্য তো বটেই। ধন্যবাদ। ভাল থাকুন আর এ ধরনের কাজ বেশি বেশি করুন।
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ আপু আপনার অনুপ্রেরণার জন্য।
চেষ্টা করব নিয়মিত এ ধরনের কাজ করার জন্য।
ভাল থাকুন সবসময়।
১৬| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩২
রূপা কর বলেছেন: শুভকামনা
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ আপু।
শুভেচ্ছা নিরন্তর।
১৭| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৭
অগ্নি সারথি বলেছেন: সারথির পুস্ট নাই..
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দু:খিত সারথির পুস্ট পাওয়া যায় নাই। চেইত্তা লিংক দিলে কৃতার্থ হবো।
১৮| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৪
জুন বলেছেন:
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
থ্যাংকস আপু।
শুভকামনা জানবেন।
১৯| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৫
হামিদ আহসান বলেছেন: দ্বিবর্ষপূর্তীতে অভিনন্দন .....
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ হামিদ ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
২০| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৩
বৃতি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা এবং অভিনন্দন আরও অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদেরকে আগামী দিনগুলোতে উপহার দিন, সেরকম প্রত্যাশা থাকলো।
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ বৃতি আপু অনুপ্রেরণার জন্য।
চেষ্টা থাকবে প্রত্যাশা পূরণের।
ভাল থাকুন নিরন্তর শুভকামনায়।
২১| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনার পোস্টে বানানব ভুলের কথা বলিনি । আমার যে পোস্টটি তালিকাভুক্ত করেছেন সেটিতে বানান ভুলের কথা বলেছি । আপনার পোস্টটি অসাধারণ হয়েছে ।
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সেলিম ভাই আমি আপনার তালিকাভূক্ত পোস্টটির ভূলটা ধরতে পারছি না।
প্লিজ সাহায্য করুণ।
২২| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৯
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইলো।
প্লাস সহ প্রিয়তে।
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভেচ্ছা জানবেন প্রিয় ব্লগার।
প্লাস ও প্রিয়তে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকুন, সুস্থ্য থাকুন নিরন্তর।
২৩| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন শুভযাত্রায় বর্ষপূর্তিতে!!!
ইস আরো ২ দিন আগে দিলেন না কেনু??? আপনার পোষ্ট দেখে নিজের আমল নামা চেয়ে দেখি ৭ বছর ২ দিন!!!! ২ দিন পর কি আর জন্মদিনের মজা থাকে?
২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনাকেও সপ্তম বর্ষপূর্তির শুভেচ্ছা ভৃগু ভাই।
বর্ষপূর্তি পোস্ট দিয়া দেন একখান, সবাই মিলে অংশগ্রহন করলেই মজা হবে।
২৪| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
মায়াবী রূপকথা বলেছেন: শুভেচ্ছা রইলো ভাইয়া
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুভকামনা জানবেন ।
ব্লগে ফিরে আসায় স্বাগতম। নতুন করে আবার লিখতে থাকুন। আবার অভিমান করে হারিয়ে যাবেন না।
২৫| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১:১২
আমি তুমি আমরা বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন প্রিয় ব্লগার। ৮ম ভাললাগা, সঙ্গে পোস্ট প্রিয়তে
২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা রইল। ভাল থাকুন নিরন্তর।
২৬| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৫
প্রামানিক বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন সাথে আন্তরিক শুভেচ্ছা রইল।
২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
২৭| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯
এম এম করিম বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা।
ভালো থাকুন, লিখতে থাকুন।
০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
২৮| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬
আরজু পনি বলেছেন:
অনেককিছু বলার আছে। আপাতত শুধু শুভকামনা রইল ।
০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ আপু।
শোনার অপেক্ষায় থাকলাম। আর আপনার সুস্থ্যতা কামনা করছি।
দ্রুত সুস্থ্য হয়ে ব্লগে নিয়মিত হবে আশা করি।
২৯| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪
প্রবাসী পাঠক বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন ভাই। নিয়মিত ব্লগে সময় দিতে না পারায় অভিনন্দন জানাতে দেরি হয়ে গেল।
১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভেচ্ছা প্রবাসী ভাই।
আছেন কেমন?
ব্লগে আমি অনিয়মিত হয়ে গেছি।
৩০| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা রইলো সামনের আগমনী দিনগুলোর জন্য।
১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন প্রিয় ব্লগার।
ভাল থাকুন নিরন্তর।
৩১| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩
প্রবাসী পাঠক বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই, আমি আছি ভালো। আপনি কেমন আছেন?
২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।
দেশে আসবেন কবে?
৩২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০
কালীদাস বলেছেন: অভিনন্দন আশা করব, মৌলিক ব্লগিং করবেন, সুস্হ ব্লগিং ইন্টারএকশন চালিয়ে যাবেন।
ভাল কথা, বর্ষপূর্তিতে নিজেকে ফোকাস করার কথা, অন্যের খেতাবালিশের এড দিচ্ছেন কেন?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চেষ্টা করছি এবং করব আপনার পরামর্শ মেনে চলার।
বর্ষপূর্তিতে নিজেকে ফোকাস করাই ঠিক তবে আমি চাইছিলাম অন্যরকম কিছু করার জন্য। তাই আর কি......।
ব্লগে নিয়মিত হচ্ছেন কেন? আপনারা নিয়মিত হলে আমরা অনেক কিছু শিখতে পারতাম।
ভাল থাকবেন। শুভকামনা নিরন্তর।
৩৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার পোস্টের লিংক, শেষের প্যারায় নিজের নাম - আহহ এ পোস্টে ঢুকে তো মনটাই ভাল হয়ে গ্যাসে! কমলা খান
গুড ঊইশেজ মেট ||
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হা,হা,হা.......।
ইমরাজ ভাই ভাল আছেন? কত দিন পর ব্লগে আসলেন মনে আছে?
অনেক ধন্যবাদ ভাই। নিয়মিত হোন ব্লগে। মিস করি আপনাদের
৩৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
আরজু পনি বলেছেন:
কী বলার ছিল এতোদিন পরে আর মনে নেই
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমিও কতদিন ধরে অপেক্ষায় আছি আপু।
আর ভূলে গেলেন।
তা হবে না । এত তারাতারি ভূলে গেলে চলবে না। মনে করুন তারাতারি........
আপু আছেন কেমন?
৩৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: ওনেক পরিশ্রমের কাজ করেছেন।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সত্যিই তাই?
অনেক অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৭
শায়মা বলেছেন: হা হা ভাইয়া মাত্র এক বছরের বাবু হলে???