নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/jony.s.rahman

প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। হে প্রিয় ব্লগার, ভালো থাকুন সবসময়।

s r jony

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।

s r jony › বিস্তারিত পোস্টঃ

আবারো ক্লিন বোল্ড হইলাম!!!!!!!! আমার কি হবে গোওওওও

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

প্রথম প্রকাশ করেছিলাম ফেবুতে, তাই অনেকেরই কমন পড়তে পারে।



আমার ছুড বেলার খেলার সাথি, বান্ধবি ও কাজিন (যার সাথেই একমাত্র আমার ভাল সম্পর্ক,) সে যখন “বিশ্ব ব্যাচেলর সংঘ” এর সেক্রেটারির পদ ছাড়িয়া দিয়া বিবাহ করিবার সিধ্যন্ত নিয়াছিল তখন যথেষ্ট ব্যাধিত হইলাম। :( কিন্তু পরক্ষনেই মনে পড়িল বিবাহ ও গায়ে হলুদ অনুষ্ঠানে খানাপিনার পাশাপাশি অনেক সুন্দরি ও ষোড়শী’র আনা-গোনা হইবে, আমার একটা চান্স/গতি হইলেও হইতে পারে। :P



এইরুপ মনোবাসনা লইয়া গতকাল “সুটেড বুটেড” হইয়া গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত হইলাম। সবার পাজামা-পাঞ্জাবির ভিড়ে নিজে “স্যুটেড বুটেড” অবস্থায় প্রথমে কিঞ্চিৎ বিব্রত হইলেও, পরবর্তিতে এই ভাবিয়া খুশি হইলাম যে, যাক!!বাবা!! অনেকেরই দৃষ্টি আকর্শন করিতে তো সক্ষম হয়েছি। ;)



যখনই সবাই গলুদ লইয়া বিদি-ব্যাস্ত হইল তখন আমি আমার অপারেশন “খোজ দ্যা সার্চ” চালু করিলাম।প্রথমে নিজের পরিচিত মানুষ গুলকে আলাদা করিলাম। যদিও উহা বড়ই কস্ট সাধ্য ছিল,কেননা সকল নারীগন আগে থেকেই মনে হয় “একই ডঙ্গে হলুদ রঙের” শাড়ী পরিবার সিধ্যান্ত নিয়া ছিল। X((



মনে মনে এই রুপ সিধ্যান্তের ত্রিব্য নিন্দা জানাইয়া “ফেবুতে স্টাটাস” দিব ভাবিতেছিলাম, সে সময় দেখিতে পারিলাম, ছাদের এক কোনে “এক একুশী রূপবতী” কন্যা আপন মনে গানের তালে তালে মাথা দুলিয়ে দুলিয়ে গান উপভোগ করিতেছে। আমিও আর সময় ক্ষেপন না করে তাহার পিছনে উদয় হইলাম এবং আমিও এমন ভাবে মাথা দুলাইতে লাগিলাম যেন গান’টা আমার খুব প্রিয়। যদিওঁ গাইতে পরিবেশন করছিল এলাকার উড়তি চ্যাঙারা পোলাপানের “ব্যান্ড”, এবং উহাদের গান শুনিয়া উহাদের কে “ব্যান” করার মনোবাসনা উপলব্দধি করিয়া ছিলাম। তথাপি এই “একুশী রূপবতী” কন্যা’র মন জয় করার জন্যে কিঞ্চিৎ “একটিং” মারিলাম। :P



এরপর “শুভ পরিনয়ের” বাসনা লইয়া তাহার সাথে পরিচয় হইলাম। আমার সাপোর্ট পাইয়া তার গান শ্রবনের ইচ্ছা চরম আকার ধারন করিল। সে তার প্রিয় কিছু গান যেমন “দূরে কোথাও আছি বসে”, বিদায় বলেছি বন্ধু -ক্ষমা কর আমায়, বাহির বলে দূরে থাক-ভিতর বলে আস না। ইত্যাদি গান গাইবার জন্যে “চেংরা শিল্পি গুলকে” অনুরোধ করিতে লাগিল। এই রুপ গান আমার কাছে “ঘুমের ওষুধ” মনে হইলেও আমি কিছু বলিতে পারিলাম না, পিছে সম্পর্ক শুরুর আগে শেষ হইয়া যায়। তাই আমি আমার “একটিং” চালাইয়া গেলাম। তবে ভাগ্য ভাল, কারন তৌসিফ বা হৃদ্বয় কেউ আজ উপস্থিত ছিলেন না, থাকলা তাদের “গান বিকৃত” করার অভিযোগে নির্ঘাত মামলা করিতেন।



যাইহোক, আমাদের ফুসর-ফাসোর, টুকটাক কথা বার্তা চলিতে লাগিল, আর আমি সপ্নে দেখিতে লাগিলামঃ তাকে নিয়ে আজ কক্সবাজার, তো কাল রাঙ্গামাটি। সাথে শাহাবাগের ফুসকা ও মোস্তাকিমের কাবাবের সুগন্ধিও নাকে লাগিত লাগল। সপ্নের জাল দির্ঘ থেকে দির্ঘান্নিত হচ্ছে, ঠিক যেমনটি হিন্দি “ধুম-২” ছবির আলি দেখিতে পাইয়াছিল “বিপাশা’কে নিয়ে। ;)



আমার এইরুপ সপ্নের ব্যাঘাত ঘটাইল এক ২ বছর বয়সের এক পুচ্চকে আসিয়া। সে আমার এই নব্য প্রেয়সীকে ডাকিতে লাগিল।



হায় আল্লাহ!!! এই পিচ্চি কয় কি??? দিমু নাকি একখান থাপ্পড় লাগাইয়া!!!!



আমাকে সে সুযোগ না দিয়ে সুন্দরি “এই পুচকে পোলাটারে” কোলে তুলিয়া লইল আর কহিল “মামা’কে হাল্যো বলো।



মামা!!!!



আমি তো পুরাই টাস্কি খাইলাম। তার মানে আমার “একুশী রূপবতী নব্য প্রেয়সী ” বিবাহিতা?????? তার একটা “ছানাও” আছে?????।



হায়!! আমার চারিদিকে এ কি হইল। এত দিন টম এন্ড জেরি কার্টুনেই “বিনা মেঘে বজ্রপাত” দেখিতে পাইতাম, আজ নিজেই উপলব্দি করিলাম।



এইরুপ সুন্দরি নারীগণ যদি আগেই বাল্যবিবাহের কর্ম সাধন করে থাকে তাহলে “দেশ চলবে কেমনে, এই জাতীর কি হইবে???” হায় আফসুসু আর আফসুস।



“ক্লিন বোল্ড” হইবার পরে আমার আর সেখানে থাকার কোনো কারন খুজিয়া পাইলাম না।

অবশেষে ছাদের আরেক প্রান্তে গিয়া বসিয়া রইলাম। কিঞ্চিৎ “জলযোগ” করিবার জন্যে মন’টা আকুপাকু করিতে লাগিল, কিন্তু আত্তিয় স্বজনের মাঝে যেখানে বিড়িও টানিবারও স্বাধিনতা নাই সেখানে “জলের” চিন্তা করাটাই বোকামিই হইবে। তাই কিছু না করি চেয়ারের উপর “ঝিমাইন্না” মুরগির লাহান “ঝিমাইতে লাগিলাম”।



__________ চলবে,

কারন আমার পাশের চেয়ারে বসা “এক ষোড়শী” এক্সকিউজ মি বলিয়া ডাকিতেছে বলে মনে হচ্ছে।











পুনশ্চঃ ইয়ে মানে আমি ফাউল একটা ব্লগার। তাই আমার লেখাও অনেক খারাপ তাই আপনার মুল্যবান সময় নস্ট করলাম বলে দুঃখিত।

মন্তব্য ৮৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

শিপন মোল্লা বলেছেন: গুড মর্নিং

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

s r jony বলেছেন: গুড মর্নিং !!!!!!!
দুপুর ২টা বাজে!!!!!!!!!!!?????//

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

অনীনদিতা বলেছেন: “এক ষোড়শী” B:-) B:-)
এইবারও নির্ঘাত বোল্ট :P






এক্সকিউজ মি আঙ্কেল ;) :P :P

সরি :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

s r jony বলেছেন: যে না, এইবার অন্যরকম মজা হইবে

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:
সময়টাই নষ্ট করলাম এমন একজন ফাউল ব্লগারের পোস্ট পড়ে । এমন খারাপ মানুষ লিখতে পারে। ;) ;) ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

s r jony বলেছেন: পারে তো

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

শীলা শিপা বলেছেন: আগের মন্তব্যটাই করবো কি না ভাবছি B-) B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

s r jony বলেছেন: কইয়া ফালান,
এই রকম "প্রো পিকের" কেউ কিছু বললেই ভালা লাগে

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

সঞ্জয় নিপু বলেছেন:
চালিয়ে যান - ভালোই লাগছে আপনার গল্প গুলো তবে এভাবে চেস্টা করতে করতে একদিন ঠিকই একটা জুটে যাবে ।

:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

s r jony বলেছেন: সাহস দিচ্ছেন ??

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

নক্ষত্রহৃদয় বলেছেন: সুপার +

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

s r jony বলেছেন: ধইন্যা

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

বটের ফল বলেছেন: হা হা হা । ভাগ্যিস আপনি একজন আলতু ফালতু ব্লগার!!!!!!!! :P :P :P :P :P

এই লেখাতেই যে মজা পাইছি, ভালো ব্লগার হলে তো আজ আমার হাসতে হাসতে হাসপাতালেও জায়গা হতোনা!!!!!!!!!!!!!!!! ;) ;) ;) ;) ;) :) :) :) :) :) :) :> :> :> :> :>


পুনশ্চ: ভাবছি আমার অতিশয় মূল্যবান সময় নষ্ট করার জন্য পোষ্টে একখান প্লাস দেওয়া যায় কিনা!!!!!!! X( ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

অবষেশে দিয়েই দিলাম ১নং প্লাস।

খুব মজা পেয়েছি । ভালো থাকবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

s r jony বলেছেন: আপনাদের মজা দেবার জন্যেই তো লিখি ভাই,

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

মৃন্ময় বলেছেন: এক্সকিউজ মি আঙ্কেল

সরি..।হা হা হা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

s r jony বলেছেন: আঙ্কেল !!!!!!!!!!!!!????????????????/

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

অহন_৮০ বলেছেন: আহারে!!!!!!!!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

s r jony বলেছেন: /:) /:)

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সিদ্ধান্তঃ

১) জনি ভাইয়ের চরিত্রে কিঞ্চিত যান্ত্রিক গোলযোগ রয়েছে।
২) মেয়েরা সাবধান , জনি ভাই ইজ হেয়ার এন্ড দেয়ার।
৩) জনি ভাই পাগলের মত মেয়ে খুঁজছেন, আছেন কোন হৃদয়বান নারী ব্লগার ......??
৪) মাইয়ার হাজবেনড না থাকতে পারে, কিন্তু বয়ফ্রেন্ডও নাই? এমুন ভাবার কারনে বলা যায়, উনার মাথায় সিট আছে, মেয়েরা বসতে চাইলে বসতে পারে।


*না বলা কথাগুলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

s r jony বলেছেন: ২) মেয়েরা সাবধান , জনি ভাই ইজ হেয়ার এন্ড দেয়ার। B-)) B-)) B-))

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

তারছেড়া লিমন বলেছেন: হায়রে অভাগা ....হিন্দি মুপি পার্টনার দেইখাও কিচু শিকতারলোনা.....বড়ই আপচুচ :( :( :( :( :( :( :( :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

s r jony বলেছেন: হিন্দি মুপি পার্টনার দেখি নাই ভস,

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

আমিতপু বলেছেন: মজা পেলাম!!! একেবারে ফাউল না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

s r jony বলেছেন: কি কন??? এইডা ফাউল না হইলে আর কোন'টা ফাউল???

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

লাবনী আক্তার বলেছেন: সবুরে মেওয়া ফলে!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

s r jony বলেছেন: মেওয়া না ফল্লেও আমার মাথায় "টাক"ফলবে এটা নিশ্চিত

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

এক্সপেরিয়া বলেছেন: ধুর , মিয়া পুরা একটা ফাউল





সরি , ফাউল না ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

s r jony বলেছেন: মজা পাইছেন????

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন:
পুনশ্চঃ ইয়ে মানে আমি ফাউল একটা ব্লগার। তাই আমার লেখাও অনেক খারাপ তাই আপনার মুল্যবান সময় নস্ট করলাম বলে দুঃখিত।


সময় নষ্ট করছেন একন টেকা দেন ? সময়র দাম নাই । X( X((

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

s r jony বলেছেন: অপেক্ষা করেন, বিয়া কইরা "শ্বশুর আব্বার" থেকে নিয়া আপনেরে দিমুনে

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: পিলাচ।এইবার LBW হইবেন ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

s r jony বলেছেন: এরকম অভিশাপ দিলেন??

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

কাব্য কবিতা বলেছেন: ভালু পাইলাম
:-B :-B :-B :-B :-B :-B

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

মুনসী১৬১২ বলেছেন: =p~ =p~ =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

s r jony বলেছেন: B-)) B-)) B-))

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মাক্স বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন:
পুনশ্চঃ ইয়ে মানে আমি ফাউল একটা ব্লগার। তাই আমার লেখাও অনেক খারাপ তাই আপনার মুল্যবান সময় নস্ট করলাম বলে দুঃখিত।

সময় নষ্ট করছেন একন টেকা দেন ? সময়র দাম নাই X( X(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

s r jony বলেছেন: গুনে নেন,

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

ঐকতান০০৮ বলেছেন: আপনে তো মিয়াভাই দেখলাম এই মাইয়ার লাইগা কত কান্না কাটি করতাছেন। ব্লগ ছাইড়া যান গা, আবার আইয়া পড়েন।

যাউজ্ঞা, পোষ্ট ভালো হইছে। তয় পড়ছি আর নিচে সুড়সুড়ি দিসি নিজেরে। তা না হইলে কোন ভাবেই হাসি আই তো না।

পোষ্টের শেষ লাইন কিন্তু খারাপ কন নাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

s r jony বলেছেন: সুড়সুড়ি দিয়ে হাসছেন কেন???
এটা তো হাসির পোস্ট না, এটা হল দুক্ষের পোস্ট।
আমি বোল্ড আউট হলাম আর আপনে হাসেন???

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

একজন আরমান বলেছেন:
সিট ম্যান।
এইবারও বোল্ড হয়া গেলেন ! :( :(
আপচুচ আর আপচুচ।

তয় - হাল ছেড়ো না বন্ধু। ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

s r jony বলেছেন: অবকোস, হাল ছারুম না,

"একবার না পারিলে দেখ শত বার", ছোট বেলায় এই কবিতাই আমার অনুপ্রেরনা।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

চিরতার রস বলেছেন: ফালতু লেখা পড়িয়া দামি সময় নষ্ট করিলাম। যাওয়ার আগে একখান মাইনাচ দিয়া গেলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

s r jony বলেছেন: তাও ভালা,
সময় নস্ট করার জন্যে যে মাইর দেন নাই, এতেই আমি খুশি

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ;) ;) ;) ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

s r jony বলেছেন: আরে!!!!!! আপনে আমারে "চোখ টিপ" দিছেন!!!!!!!????!!!!
নিজেরে ধন্য মনে হইতাছে

২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

চিরতার রস বলেছেন: মাইর তো খাইবেন রমনীদের হাতে। ভাইগা যাওয়ার কথা কইয়া নিজেই ভাইগা যান। হাহাহা। কাপুরুষ।।।। খিক খিক।।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

s r jony বলেছেন: বুকের ভিতরের পুরোনো ব্যাথা'টা আবার চিন চিন করে উঠলরেরেরেরেরেরের

২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

রীতিমত লিয়া বলেছেন: ফাউল ব্লগারই যদি এত ভাল লিখে তাইলে ভাল ব্লগার লিখলে তো অজ্ঞান হয়ে পড়ে যেতে হবে B-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

s r jony বলেছেন: B-)) B-))

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

অচিন.... বলেছেন: সবুরে মাইয়া ফলে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

s r jony বলেছেন: সবুরে "মেওয়া" ফলবে কিনা জানিনা,
তবে আমার মাথায় যে "টাক" পড়বে, সেটা নিশ্চিত।

২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

সালমাহ্যাপী বলেছেন: থাক আঙ্কেল মুন খ্রাপ করেনা ;) ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

s r jony বলেছেন: X( X(

২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

সিয়ন খান বলেছেন: ২ ভাই গলা ধরে কান্দি আসেন :| :| :|

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

s r jony বলেছেন: :(( :(( :(( :(( :(( :((

২৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

একজন নিশাচর বলেছেন: জনি ভাই,

পরাজয়ে ডরে না বীর থিওরী মেনে এগিয়ে যান।

বিজয় আসবেই। :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

s r jony বলেছেন: সাহস দিচ্ছেন????

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

অনীনদিতা বলেছেন: সালমাহ্যাপী বলেছেন: থাক আঙ্কেল মুন খ্রাপ করেনা

:P:P:PB-)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

s r jony বলেছেন: হুম!!!!
বুঝলাম, আপনের সুন্দরি ভাগ্নি আচে ;)

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: buke ay vai :( akloge gola milaia kandi

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

s r jony বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

একজন নিশাচর বলেছেন: সাহস দিছি মানে, এক্কেরে মনের ভিতর থেইকা সাহস দিলাম...

তয় ভাই ব্রাদারের কথাও মাথায় রাইখেন নেক্সট টাইম। ভাবীর দু একটা ছোট বোন (চাচাতো-মামাতো-ফুফাতো হইলেও চলবে) দেইখা আগাইয়েন আরকি :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

s r jony বলেছেন: আইচ্চা,

৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লেখক বলেছেন: আরে!!!!!! আপনে আমারে "চোখ টিপ" দিছেন!!!!!!!????!!!!
নিজেরে ধন্য মনে হইতাছে


:!> চউখ টিপি কি ফিরত লওন যাইবো? :#>

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

s r jony বলেছেন: এই লন ফেরত দলাম ;) ;)








B-)) B-)) B-))

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

অনীনদিতা বলেছেন:
লেখক বলেছেন: হুম!!!!
বুঝলাম, আপনের সুন্দরি ভাগ্নি আচে ;)

আঙ্কেল,সুন্দরী আন্টি আছে।বয়স বেশি না,এই ৪৫ হবে হয়তো;) :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

s r jony বলেছেন: B:-) B:-)

৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P
B-))

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

s r jony বলেছেন: ভাল থাকবেন

৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

ক্যাতক্যাতা বলেছেন: ঐ পিচ্চিটা যে একুশী যৈবতীর ভাগিনা হয় তা কি পরে জান্তে পার্সিলেন? আপনারে ডজ দিছে:-/

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

s r jony বলেছেন: ঐ পিচ্চিটা উনার "ছেলে" হয় :!> :!>

৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

স্পাইসিস্পাই001 বলেছেন: মজা পাইলাম .....।
তাই বলে মামা বলে বোল্ড করলো

উপস্থাপনা প্রশংসনীয় ++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

s r jony বলেছেন: ধন্যবাদ

৩৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

জাকারিয়া মুবিন বলেছেন: চরম লিকেচেন দাদা......... :) :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই

৩৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

আশিক মাসুম বলেছেন: শুভ কামনা থাকলো, আল্লাহ যেন আপনার কপালে একজন ব্যবস্থা করে আমাগো কিছু খানা পিনার ব্যবস্থা করে :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই

৪০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

আমি মুখতার বলেছেন: এত কষ্ট কেন মাইয়া পটানিতে.............. :(( :((


:-P :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

s r jony বলেছেন: :(( :(( :(( :(( :(( :((

৪১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

s r jony বলেছেন: চরম হইছে ভাই।

৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

ফারাহ দিবা জামান বলেছেন:
পড়ি আর হাসি।
লিখেছ কি!
আহারে!

যাই হোক, আশা করি ভালোই আছো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

s r jony বলেছেন: ধন্যবাদ আপুমনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.