নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/jony.s.rahman

প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। হে প্রিয় ব্লগার, ভালো থাকুন সবসময়।

s r jony

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।

s r jony › বিস্তারিত পোস্টঃ

তারাতারি আসনে সরকারি দলে যোগ দেই। নিরপেক্ষের ভাত নাই।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

আমার গতকালের সামু পোস্ট পড়ে অনেকেই খুব চিন্তিত।

আমি জামাতের এগেনেস্টে কথা কই, তার মানে আমি জামাত ও বিএনপি না।

আবার বর্তমান সরকারের কাজের সমালচনা করি, তার মানে আমি আওয়ামলীগও না।

এরশাদ চাচ্চুকে স্বৈরাচার কইছি, অর্থাৎ আমি জাতীয় পার্টিও না,



তাইলে আমি কোনডা??? আমি কে??



ওওওও বুচ্ছি এস,আর,জনি বাম দল। হের লাইগাই তো কই, হেতেনে এইরকম "চ্যাটাং" "চ্যাটাং" কথা কয় কেন।;)



কিন্তু না, আমি বাম দল করি না।বরং স্বাধীনতা যুদ্ধের পরবর্তি সময় ওদের কাজ কর্মের জন্যে কিছুটা ঘৃনাও করি। X(



আসলে ডান-বাম-উপর-নিচে কোনো রাজনৈতিক দলই করিনা।



কি কথা বিশ্বাস হইল না??? তাইলে আপনে একবার বুকে হাত দিয়ে বলেন তো? এই দেশ কি আওয়ামলীগের???

এই দেশ কি জামাত ও বিএনপি'র?? বা বাম দলের??

এদেশের সব মানুষকেই কি "রাজনৈতিক"পার্টির "লেজুড় বৃত্তি" করতেই হবে?? সব মানুষই কি রাজনৈতিক নেতাদের কাছে নিজের “সম্ভ্রম” বিকিয়ে দেয় দুটো পয়সার লোভে?? সব মানুষকে কি অন্ধের মত "দলিয় প্রধানের" অপকর্মের সাফাই গাইতে হবে??



আরো একটি প্রশ্ন করি, এদেশে প্রায় ৯০%+ মানুষ মুসলিম] ।



বাংলাদেশের সকল ধর্ম প্রান মুসলমান কি জামাতে ইসলামির মউদুদি রাজনিতি করে? আমার মনে হয় করে না, করলে এই দেশ অনেক আগেই জামাতের হাত ধইরা “তালেবানি বাংলাস্থান” হইত।



আমি আরো বিশ্বাস করি বাংলাদেশের একটি বিরাট অংশের ভোটার কোনো রাজনৈতিক দলের কেনা গোলাম না। বা কাউকে জমা খরচ দিয়ে চলে না। তারা তাদের পছন্দ অনুযায়ী তাদের ভোট দেয়, কারন গত দুইটি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল তাহলে এমন হত না।



(জামাত/জাতীয় পার্টি/বাম দল এদের আমি গোনায় ধরলাম না, কারন এরা নিজের কিছুই করতে পারে না, এরা যে সকল আসন থেকে পাশ করে সে খানে প্রধান দল আওয়ামলীগ বা বি এন পি আসন ছেরে দেয় অর্থত প্রধান দলের ভোট গুলও ঐ বিকালঙ্গ দলেরা পেয়ে পাশ করে)



২০০১ এ আওয়ামলীগ ৪০% ভোট পায় এবং ২০০৮ এ ৪৯% ভোট পায়, অর্থাৎ ৯% কম বেসি হতে থাকে।



২০০১ এ বিএনপি ৪১,৪০% ভোট পায়, এবং ২০০৮ এ বিএনপি ৩৩,২% ভোট পায় এখানেও প্রায় ৯% কম বেসি হতে থাকে।





আমি তাই প্রচন্ড ভাবে বিশ্বাস করি এই ৯% ভোটার কোনো ভাবেই কোনো দলের “পা চাটা” নয়। বরং সরকার নির্ধারক। তাই এই দেশে বেচে থাকতে হলে কোনো দলের গোলামি করার কোনো প্রয়োজন নাই।



______________________________________________

এই পোস্ট যখন লিখি তখন অনেক রাত হয়ে যায়, তাই ঘুমিয়ে পড়ি।

তন্দ্রাচ্ছলে হটাত ডাক শুনে ঘুম ভেঙ্গে যায়, কাহিনি কি?? কেডা ডাকে আমারে??

তাকাইয়া আমি পুরাই টাস্কি খাইলাম!!!! এইডা কি ফেরস্তা??? নাহ, আমার মত মানুষের কাছে ফেরেস্তারা দেখা করবে না।



ইহা নিশ্চয় জীন বা আলাউদ্দিনের দৈত্য?!!!!!!!



ঐ বেটা আমারে জিগায়ঃ ঐ তুকি কি করস??

:আমি ব-ব-ব ব্লগিং করি, ব্লগার।



:তোর কি মা-বাবা, ভাই-বোন আছে?

:আছে??



:তাদের ভাল কি তুই চাস না??]

চাই।



:তোর কি জানের মায়া নাই?

:আছে?



দৈত্য এবার অট্রহাসি দিয়ে কইলঃ তাইলে এত কথা কস ক্যা?? শিগগিরি সরকারি দলে যোগ দেয়। সরকারের কাছে নিজের “সম্ভ্রম/পূটি” দিয়া দে।নির্বাচনে যে দলই জিতুক, তুই সব সময় সরকারের “পা চাটবি”, দেখবি সব মুশকিল আছান।

ব্লগার হিসেবে নাম কাইমাইতে পারবি, বিসাল বড় সিন্ডিকেট চালানের জন্যে নিয়মিত পেমেন্ট পাবি।

ফেসবুকে ১০ হাজার অনুশারি পাবি, টিভিতে নিয়মিত টকশো’তে গিয়ে নিজের “ডাইল খোর” চেহারা দেখাইতে পারবি। সেলিব্রেটি তকমা পাবি।



উউহাঃহাঃ উহাঃহাঃহাঃহাঃহাঃহাঃহাঃহাঃ উউহাঃহাঃ




মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

এইবার দেখি একই অবস্থা

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

s r jony বলেছেন: কিছুটা ঠিক হইছে

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

s r jony বলেছেন: পুর পোস্ট দেখা যাচ্ছে না কেন??? :|| :||

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

লাবনী আক্তার বলেছেন: আমাদের সবার পরিচয় আমরা বাঙালি। কেন এতো অহিংসা?? এই দেশকে সবাই মিলে কি আমরা ভালবাসতে পারিনা? আমাদের সবার চাওয়া এক হোক আর তা হল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সংঘাত আর ভালো লাগেনা। মানুষ হত্যা বন্ধ হোক।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

s r jony বলেছেন: আমাদের সবার পরিচয় আমরা বাঙালি।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ঐ বেটা আমারে জিগায়ঃ ঐ তুকি কি করস??
:আমি ব-ব-ব ব্লগিং করি, ব্লগার।

:তোর কি মা-বাবা, ভাই-বোন আছে?
:আছে??

:তাদের ভাল কি তুই চাস না??]
চাই।

:তোর কি জানের মায়া নাই?
:আছে?

দৈত্য এবার অট্রহাসি দিয়ে কইলঃ তাইলে এত কথা কস ক্যা?? শিগগিরি সরকারি দলে যোগ দেয়। সরকারের কাছে নিজের “সম্ভ্রম/পূটি” দিয়া দে।নির্বাচনে যে দলই জিতুক, তুই সব সময় সরকারের “পা চাটবি”, দেখবি সব মুশকিল আছান।


=p~

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬

s r jony বলেছেন: কি সরকারি দলে যোগ দিবেন নাকি???

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

নায়করাজ বলেছেন: কেউ কেউ কিন্তু সত্যি সব সময় সরকারী দলে থাকে।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

s r jony বলেছেন: সেটা জেনেই তো লিখলাম

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

s r jony বলেছেন:
১০১ বার চেস্টা করেও ব্লগে ছবি ও লিঙ্ক দিতে পারলাম না। দিলেই পোস্ট অর্ধেক শো করে। তাই এখানে সুত্র দিলাম।

য় ৯০%+ মানুষ মুসলিম

২০০১ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল

২০০৮ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল

চৌম্বক অংশ


৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

আমিনুর রহমান বলেছেন: আমি বরাবরের মতই মক্তিযুদ্ধের চেতনাধারী আওয়ামী লীগ এর সমর্থক।


কিন্তু না, আমি বাম দল করি না।বরং স্বাধীনতা যুদ্ধের পরবর্তি সময় ওদের কাজ কর্মের জন্যে কিছুটা ঘৃনাও করি। X(


আমি প্রমান চাই। সময় করে দেন কোন অসুবিধা নাই। আর আমিও যদি পাই আপনাকে দিয়ে যামু নে ;) :P

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

s r jony বলেছেন: ভাইজান কি আমার পোস্ট দেখার আগেই সরকারি দলে যোগ দিলেন??

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

মাহতাব সমুদ্র বলেছেন: জয়বাংলা

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

s r jony বলেছেন: জয়বাংলা

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

অপু তানভীর বলেছেন: উউহাঃহাঃ উহাঃহাঃহাঃহাঃহাঃহাঃহাঃহাঃ উউহাঃহাঃ

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

s r jony বলেছেন: শিগগিরি সরকারি দলে যোগ দেয়।
ব্লগার হিসেবে নাম কাইমাইতে পারবি, বিসাল বড় সিন্ডিকেট চালানের জন্যে নিয়মিত পেমেন্ট পাবি।
ফেসবুকে ১০ হাজার অনুশারি পাবি, টিভিতে নিয়মিত টকশো’তে গিয়ে নিজের “ডাইল খোর” চেহারা দেখাইতে পারবি। সেলিব্রেটি তকমা পাবি।

উউহাঃহাঃ উহাঃহাঃহাঃহাঃহাঃহাঃহাঃহাঃ উউহাঃহাঃ

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

পথ-হারা এক পথিক বলেছেন: উউহাঃহাঃ উহাঃহাঃহাঃহাঃহাঃহাঃহাঃহাঃ উউহাঃহাঃ

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

s r jony বলেছেন: সরকারি দলে যোগ দিচ্ছেন তো??

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

একজন নিশাচর বলেছেন: নির্বাচনে যেই দলই জিতুক আমি বিরোধীদল।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

s r jony বলেছেন: ঐ তুকি কি করস??
:______________

:তোর কি মা-বাবা, ভাই-বোন আছে?
::______________

:তাদের ভাল কি তুই চাস না??]
:______________

:তোর কি জানের মায়া নাই?
::______________

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নে বিন্পির বা জামাতের সমালোচনা করবেন হয়া যাইবেন আমলিগ আর আমলিগের সমালোচনা করবেন হয়া যাইবেন বিন্পি বা ছাগু ।


এই হইছে আমগোর দেশের চিন্তাশীল দের অবস্থা ,

মাথায় গোবর লইয়া অনলাইনে বসে সব ।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

s r jony বলেছেন: তাই তো এবার সরকারি দলে যোগ দেব

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মামুন রশিদ বলেছেন: ঐ ৯-১০ পার্সেন্ট ভোটারের মন জয় করতে সরকার-বিরোধী ডান-বাম সবার এত কসরৎ । আর আপনি যদি ঐ ৯-১০ এর ভিতরে পড়ে থাকেন, তাইলে খবর আছে । আপনারে নিয়েইতো এতো টানা-হ্যাচড়া, এতো ক্যাচাল ;)

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

s r jony বলেছেন: জি হ্যা, আমি ঐ ৯% এর একজন

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১১

এ্যাপোলো৯০ বলেছেন: উফফফফফফফফফফফফফফফ

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

s r jony বলেছেন: ???????????????????

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪১

বাংলার হাসান বলেছেন: ফেসবুকে ১০ হাজার অনুশারি পাবি, টিভিতে নিয়মিত টকশো’তে গিয়ে নিজের “ডাইল খোর” চেহারা দেখাইতে পারবি। সেলিব্রেটি তকমা পাবি।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

s r jony বলেছেন: তারাতারি চলেন সরকারি দলে যোগ দেই

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৩

একজন আরমান বলেছেন:
এ্যাপোলো৯০ বলেছেন: উফফফফফফফফফফফফফফফ
আমি বললামঃ তেরি আদা... ;) ;) ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪

s r jony বলেছেন: মানে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.