নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/jony.s.rahman

প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। হে প্রিয় ব্লগার, ভালো থাকুন সবসময়।

s r jony

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।

s r jony › বিস্তারিত পোস্টঃ

আজ আমি কিছু নতুন আনকোরা ব্লগারের সাথে পরিচয় করিয়ে দেব। আমি তাদেরকে আজই অনুশারিত করেছি।

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫৮

সামু একটি বিশাল প্লাট ফর্ম, এখানে অনেক অনেক ব্লগার আছেন, থাকবেন, কেউ সময়ে হারিয়ে যাবেন আবার কেউ নতুন করে আসবেন। এটাই স্বাভাবিক।



হ্যা, আমি নতুন ব্লগার, আবার ব্লগের বয়স মাত্র ২ বছর ৫ মাস। এ ছোট্র সময় এখন পর্জন্ত একজন ভাল মানের ব্লগার হতে পারি নাই, তারপরেও যতটুক পেরেছি সেটা অন্যান্য ব্লগারদের সাহায্যেই পেরেছি। এবং এটাই সামুর মুল শক্তি। এখানে একজন ব্লগার অন্য ব্লগারকে কখনই ছোট করে না বা কস্ট দেয় না, বরং প্রচুর উৎসাহ দিয়ে থাকেন।



আমি মনে করি আমাদের সামু পরিবারের নতুন সদেস্য যারা আসছেন তাদের সাথে আমাদের পরিচিত হতে হবে, তাদের লেখা পড়তে হবে, ভাল লিখলে ভাল বলতে হবে, খারাপ হলে পরামর্শ দিতে হবে।



তাই আমি কিছু ব্লগারের ব্লগ বাড়ির পরিচয় তুলে ধরলাম। আমি আশাকরি ও বিশ্বাস করি আপনারা তাদের ব্লগ বাড়িতে যাবেন, তাদের আথিতিয়তা গ্রহন করবেন।





মাহাবুবুল হাসান নীরু,

সম্ভাবত প্রবাসি ব্লগার। কানাডার চমৎকার একটি ভ্রমনের বর্ননা দিয়েছেন উনি। আশে পাশের পরিবেশের যে বর্ননা উনি লেখনির মাধ্যমে প্রকাশ করেছেন সেটা ঈর্ষানিয় ।

উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।





কবিতা পড়তে চান? তাহলে পাগলা জাঈদ এর ব্লগ থেকে ঘুরে আসুন। সামুর এত এত কবির মাঝে উনাকেও নিয়মিত দেখব বলে আশাকরি

উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।





সানজিদা রওশন

ব্লগ লিখছেন তিন মাস, কিন্তু আমার মনে হয় ভাল ব্লগার হবার প্রতিভা উনার আছে। কবিতা ও গল্পের এক সুন্দর মিশ্রণ পাবেন উনার ব্লগে। উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।





আদম সন্তান ব্লগার

মাত্র একটি লেখা দিয়েই আমার মন কেড়ে নিয়েছেন।

ছেলেটি কার? ১ম পর্ব







তুতু বাবু

ব্লগ লিখছেন তিন মাস ধরে, কবিতা ও গল্পের মিশ্রন আছে। দুটই আপনাদের ভাল লাগবে আশা করি। উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।





আক্তার জাহান

ব্লগ লিখছেন ৩ মাস ৩ সপ্তাহ।

ধর্ষণ ও আমাদের মানসিকতা নামক লেখাটা দারুন হয়েছে। আমি মনে করি আমরা যারা বিভিন্ন সামাজিক বিষয় লেখালেখি করি, তাদের দলে আর একজন পেলাম।

উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।





লামিয়া মাহমুদ ,

ব্লগের বয়স তিন মাস পেরিয়েছে, এখুনি ১১টা পোস্ট দিয়েছেন, তাই উনি নিয়মিত ব্লগার হবেন বলেই আশারাখি। উনি বিভিন্ন ইনফরম্যাটিক পোস্ট দেন, সবার ভাল লাগবে আশা করি। উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।





উপমা সৈয়দ

উনার ব্লগের বয়সও তিন মাস পেরিয়েছে, লেখার হাত/স্টাইল অনেক অনেক ভাল। যেমন কবিতা, তেমনি ফটু ব্লগ, গল্প এবং প্রতিবাদি লেখা। সব মিলিয়ে একজন ভাল মানের ব্লগার হবার যোগ্যতা আছে, এক কথায় দারুন।

উনার পোস্টে যেতে এইখানে ক্লিক করেন প্লিজ।



মন্তব্য ৮৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০০

ফ্রিঞ্জ বলেছেন: উই মিয়া ... আমার নাম কই? X( X(
আমিতো স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের লেখক! B-) B-)

২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০৩

s r jony বলেছেন: ঐ মিয়া, আপনে তো এক বছর হইয়া গেছেন!
আপনে পুরান।

২| ২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল কাজ


ফ্রিঞ্জ বলেছেন: উই মিয়া ... আমার নাম কই?
আমিতো স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের লেখক!

=p~

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:০২

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০৬

সঞ্জয় নিপু বলেছেন: একমত -

আমার নাম কই?
আমিতো স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের লেখক!
:( :( :(

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:০২

s r jony বলেছেন: যে না, আপনে নিরপেক্ষ না, আপনে আপনার বৌ'র পক্ষ।

৪| ২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: যাচ্ছি ওদের ব্লগে !

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:০৩

s r jony বলেছেন: ধন্যবাদ, যেয়ে দেখ।

৫| ২৮ শে মে, ২০১৩ দুপুর ২:৫৬

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার পোষ্ট +++

নিজেই শুধু বল্গাইলে হইবো না অন্যকেও উৎসাহ দিতে হইবে বল্গাইতে আর এই দায়িত্ব সবচেয়ে বেশী বর্তায় আপনাদের মত সুপরিচিত ও জনপ্রিয় বল্গারদের।


২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:০৩

s r jony বলেছেন: কিছুটা ঋণ সোধ করলাম ভাই।

৬| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:০১

শীলা শিপা বলেছেন: ভাল একটা কাজ করেছেন।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:০৪

s r jony বলেছেন: ধন্যবাদ।

৭| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:০৬

ভুল্কিস বলেছেন: জনি ভাই- আমার নামটাও দিয়া দেন, দেখেন্না আমি এখনু কোনো লেখা দেই নাই। এক্কেবারে চকচকা, নতুন :P

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:০৮

s r jony বলেছেন:

পোস্ট করেছেন: ০টি
মন্তব্য করেছেন: ১৮০টি
মন্তব্য পেয়েছেন: ০টি
ব্লগ লিখেছেন: ৪ বছর ৯ মাস
ব্লগটি মোট ১২৭৩ বার দেখা হয়েছে

খাইছেরেরেরেরে। এটাকে প্রমোট না, ব্যান করতে হইবে নিক খুলছেন কিন্তু পোস্ট দেন না, এই অপরাধে।

৮| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার পোষ্ট +++

নিজেই শুধু বল্গাইলে হইবো না অন্যকেও উৎসাহ দিতে হইবে বল্গাইতে আর এই দায়িত্ব সবচেয়ে বেশী বর্তায় আপনাদের মত সুপরিচিত ও জনপ্রিয় বল্গারদের।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২৭

s r jony বলেছেন:
আপনাদের মত দুই দুইজন ব্লগার আমাকে "জনপ্রিয় বল্গার" আখ্যা দিছেন, আইজ থেকে অহংকারে আমার "পা" মাটিতে পড়বে না।

৯| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৪২

মাইন রানা বলেছেন: ভালো উদ্যোগ

পরের বার আমাকে পরিচয় করিয়ে দিয়েন। ;)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৭

s r jony বলেছেন: এই নিক পুরাই হই গেছে, নতুন এক খান মাল্টি খুলেন, তারপরে দিমুনে

১০| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫

রাশেদ রিয়াদ বলেছেন: :(( :(( :((

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

s r jony বলেছেন: কান্দেন কেন ভাই

১১| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬

একাকী বাংলাদেশি বলেছেন: আমিও এরকম একটা শিরোনাম দিয়া লেখা দিমু পুরাই হিট

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

s r jony বলেছেন: পোস্টের অপেক্ষায় রইলাম

১২| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮

লাবনী আক্তার বলেছেন: আমিতো নয়া ব্লগার। এখনো আপনাদের মত জনপ্রিয় হইতে পারলাম না। আফসোস! :(


পোস্টে +++++++

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

s r jony বলেছেন: মাত্র ৭ মাসে যাই হইছেন তাতেই আমি "জেলাস"ফিল করতেছি :!>

১৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৪

রাশেদ রিয়াদ বলেছেন: আমি সবসময় ভালা কামের লিস্টের বাইরে... :(( :((


এটা নিশ্চয়ই বিরোধী দলের চক্রান্ত... X( X(


মাগার আপনার লাইগা... :) :)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:২০

s r jony বলেছেন: আপনে মুটামুটি প্রতিষ্ঠিত ব্লগার, তাই আপনার নাম দেই নাই।
এখানে সবাই মাত্র তিন মাস বা তার আশে পাশে যারা আছেন তাদের নাম দিছি।



ইয়ে একটা মাল্টি খুলে আমাকে চুপি চুপি বইলেন, তখন দিমুনে ;)

১৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: উত্তম পোস্ট।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৫

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৭

বটবৃক্ষ~ বলেছেন: :(:( ভাবসিলাম নিজের নামটা দেখতে পাবো...... :((
ব্যাফুকভাবে হার্টব্রেক হইলো!

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪০

s r jony বলেছেন: এই ৭ মাসের পুরাতন নিক চলবে না, নতুন মাল্টি আছে?

১৬| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৭

মাহতাব সমুদ্র বলেছেন: চমৎকার পোষ্ট +++

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৩

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই।

১৭| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৫

মাক্স বলেছেন: গুড জব ব্রো!

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৪৮

s r jony বলেছেন: আরে নোয়াখাইল্লা ভাইজান!! কেমন আছেন?

১৮| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮

রাজন আল মাসুদ বলেছেন: আপনার পোস্টে যাদের পরিচয় করিয়ে দিলেন তারা যথেষ্ট অনুপ্রানিত হবে !:#P

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫১

s r jony বলেছেন: তাদের অনুপ্রানিত করার জন্যেই আমার এই ক্ষুদ্র চেস্টা,
আপনাকে ধন্যবাদ

১৯| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গুড জব

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫১

s r jony বলেছেন: ধন্যবাদ

২০| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৫২

ফারজানা শিরিন বলেছেন: রেখে দিলাম । এর মাঝে একজনের লেখা আগে পড়েছিলাম । বাকিদের পড়বো ।

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫২

s r jony বলেছেন: ধন্যবাদ আপু,
আশাকরি সবার লেখা ভাল লাগবে

২১| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

এম এম ইসলাম বলেছেন: আহারে আমরা যখন নতুন ছিলাম তখন আপনি কোথায় ছিলেন?
ফান করলাম। গুড জব।

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫৬

s r jony বলেছেন:
আপনাকে ধন্যবাদ ভাই

২২| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:১২

Sohelhossen বলেছেন: ভাল উদ্যোগ । চালিয়ে যান , আমাদের সব সময় পাশে পাবেন ।

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫৭

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই,
কেমন আছেন? ইদানিং দেখি না কেন?

২৩| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:৫৫

মামুন রশিদ বলেছেন: গুড ইনিশিয়েটিভ ।

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫৭

s r jony বলেছেন:
আপনাকে ধন্যবাদ ভাই

২৪| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৩৪

বটবৃক্ষ~ বলেছেন: আরে মাত্র সাত মাস কি বেশি বয়স নাকি কন!! আমিতো এখনো বাচ্চা ব্লগার ...... :!> :#> 8-|

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫৭

s r jony বলেছেন: আমার এই পোস্টের জন্যে ৭ মাস অনেকককক

২৫| ২৯ শে মে, ২০১৩ রাত ১:১৩

মাহমুদ০০৭ বলেছেন: হুম !
আপনার ব্লগে পা দিয়ে আপনাকে ধন্য করলাম ।
তা বাছা , এত সহজেই আমার নাম ভুলে গেলে ! মনে নেই আমি সেই ইন দা ১৯ সেঞ্চুরিতে কি করছিলাম ;) ;)

গিলোটিনের হাত হতে বাঁচতে চাইলে চলে এস আমার পোস্টের ছায়া তলে !

মজা নিলাম ।

পোস্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন ।

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫৯

s r jony বলেছেন:
মনে আছে সেই ইন দা ১৯ সেঞ্চুরিতে আমি মারু হাফ প্যান্ট পড়ে হাডুডু খেলতাম




আপনাকেও ধন্যবাদ ভাই।

২৬| ২৯ শে মে, ২০১৩ রাত ৩:২৫

প্রিন্স হেক্টর বলেছেন: উই মিয়া ... আমার নাম কই?
আমিতো স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের লেখক :#> :#> :#>




সবকয়টারে ঘাড় ধরে আমার অনুসারিত লিষ্টে ঢুকায়া দিলাম :#)

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:০০

s r jony বলেছেন:
উহু, এই লিস্টে তোমার নাম দিব না।
আমার দেখা মাত্র ৪-৭ মাসের ভিতরে যারা খুব দ্রুত নাম করছে তাদের ভিতরে তুমি একজন।

২৭| ২৯ শে মে, ২০১৩ ভোর ৬:৩৮

বাংলার হাসান বলেছেন: ভাল পোষ্ট।

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:০১

s r jony বলেছেন: আরে বাংলা ভাই নাকি?
কেমুন আছুইন?

২৮| ২৯ শে মে, ২০১৩ ভোর ৬:৪৩

কাজী মামুনহোসেন বলেছেন: পুস্ট ভাল হয়েছে, এদের মধ্যে তিন জনের পুস্ট পড়া হয়েছে, বাকিদের পুস্ট পড়তে যাচ্ছি।

ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:০১

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই

২৯| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪০

আমিভূত বলেছেন: পড়ছি ,আগে কাভা ভাইয়ের দেয়া ব্লগারদের পোস্ট পড়ে আসি :)

শুভ কামনা !

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:০২

s r jony বলেছেন: আপনার প্রতিও রইল শুভ কামনা

৩০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: ইয়ে অনুসারিত বানানে টাইপো আছে , শিরোনাম দেখেন ।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০০

s r jony বলেছেন: বানান ভুলই তো আমার বিশিষ্ট। বানান ভুল না করলে বুঝবেন কেমনে যে এইটা আমার ব্লগ?

৩১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৬

শিপু ভাই বলেছেন:
আমারে পরিচয় করাইয়া দিলেন না!!!???!!!! মনে থাকপে!!! হুম!!! B-))






+++++++++++++

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০২

s r jony বলেছেন: প্রপিকের পোলাটা যখন সামুতে নিক খুলবে তখন আমিই সবার আগে সব্বার সাথে পরিচয় করিয়ে দিমু, কথা দিলাম।

৩২| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার প্রচেষ্টায় অনেক অনেক সাধুবাদ।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০২

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই

৩৩| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৯

নিয়েল হিমু বলেছেন: প্রচেষ্টা সফল হোক ।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০২

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই

৩৪| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৬

ইখতামিন বলেছেন:
খুব ভালো একটা কাজ করেছেন.





অঃটঃ আমার নামটা না দিয়ে অনেক বড় ভুল করেছেন কিন্তু... :P

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩

s r jony বলেছেন: উহু, এই লিস্টে তোমার নাম দিব না।
আমার দেখা মাত্র ৪-৭ মাসের ভিতরে যারা খুব দ্রুত নাম করছে তাদের ভিতরে তুমি একজন।

৩৫| ৩০ শে মে, ২০১৩ রাত ২:৫৩

যুবায়ের বলেছেন: আরে ভাই আমার নামডা কুতায়??..
ঢাকায় আইসা লই হেরপর আপ্নের .... ;)

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭

s r jony বলেছেন: শিশুদের মাঝে কি কিশোরদের কি মানায়?

৩৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:১৮

মাগুর বলেছেন: আপনার পোস্ট পড়ে ব্লগ সফরে বের হলাম ;)

মাঝে মাঝে এরকম পোস্ট আসা দরকার। ধন্যবাদ জনি ভাই।

তবে আমার নাম নাই কেন? :( নাম না থাকায় মাইন্ড খাইসি :P

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭

s r jony বলেছেন: বেশি খাইয়েন না, পরে পেটে অসুখ হইব

৩৭| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:১৮

মহামহোপাধ্যায় বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ ভাইয়া :) :)

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭

s r jony বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩৮| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৬

আমি ইহতিব বলেছেন: দারুন কাজ করেছেন জনি ভাই, পোস্ট প্রিয়তে। সময় করে দেখে আসবো নতুন ব্লগারদের লেখা।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৮

s r jony বলেছেন: ধন্যাবাদ আপু,
আমি হলফ করে বলতে পারি কিছু লেখা আপনার অবশ্যই ভাল লাগবে।

৩৯| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: ধন্যবাদ কিছু ভাল ব্লগারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সময় নিয়ে সবার ব্লগেই যাব।

৩১ শে মে, ২০১৩ রাত ১:৫৪

s r jony বলেছেন:
ধন্যবাদ ভাই,
আপনারা তাদের পোস্টে গেলে তারা ভাল লিখতে উৎসাহ পাবে

৪০| ৩১ শে মে, ২০১৩ রাত ১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: থাঙ্কু ঘুরতে গেলাম ...। :)

৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৮

s r jony বলেছেন:
আমি হলফ করে বলতে পারি কিছু লেখা আপনার অবশ্যই ভাল লাগবে

৪১| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

শুঁটকি মাছ বলেছেন: আমি কি দোষ করলাম?আমারে বুলোগার মনে হয় না?????? X( X(( /:)

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৪

s r jony বলেছেন: উহু, এই লিস্টে তোমার নাম দিব না।
আমার দেখা মাত্র ৪-৭ মাসের ভিতরে যারা খুব দ্রুত নাম করছে তাদের ভিতরে তুমি একজন।

৪২| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

মুদ্‌দাকির বলেছেন: ভালো পোষ্ট, বড়ই উপকারী পোষ্ট, মাঝে মাঝে সব ভালো পোষ্ট পড়তে ইচ্ছা করে, ফালতু গুলা হজম হয় না

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫

s r jony বলেছেন: ধন্যবাদ

৪৩| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪

চারশবিশ বলেছেন: ওওও বুঝছি
আমি উল্টা পাল্টা লেখি তাই আমার নাম নাই

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৬

s r jony বলেছেন: আরে ধুর, আপনে তো সিনিয়র হয়ে গেছেন।
এখানে সবাই মাত্র তিন মাস বা তার আশে পাশে যারা আছেন তাদের নাম দিছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.