নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধ্যানে সর্বদায় এগিয়ে

Md.Raihan sheikh

সাংবাদিক

Md.Raihan sheikh › বিস্তারিত পোস্টঃ

আমার জীবনের গল্প

১৯ শে মে, ২০১৫ রাত ৮:১২

আমার জীবনে কিছু কথা অনেক দিন ভেবেছি লিখব লিখব করে লিখা হয় না । আজ লিখতে বস্লাম জানি না কতটুকু তুলে ধরতে পারব । আমি রায়হান । পুরো নাম রায়হান শেখ নয়ন । বাবা- মার অযোগ্য সন্তান । অযোগ্য বলছি কারন আমার ভেতর যোগ্যতা বলে কিছু নাই। জীবনের যতটুকু সময় অতিবাহিত করছি তার ভেতর শতকরা ৯৯ % ঘুমায়ে , খেলাধুলা আর আড্ডা মেরে । পড়ালেখায় খুব একটা খারাপ ছিলাম না । ছিলাম না বলছি এই কারনে কারন এখন আমি আর সেই ভালো ছাত্রটি নেই । আমি ক্লাস ৮ পযন্ত মোতামুটি ভাল দের কাতারে ছিলাম । তারপর জীবনে নেমে এল হটাত এক দুর্ঘটনা । আমি একদিন ক্রিকেট খেলছি , হটাত আমার হাত থেকে বেট ছুতে এক ছেলের পেটে গিয়ে পরল । আমি ভেবেছিলাম তেমন কিছু হয় নি । কিন্তু বিকাল গরিয়ে যখন রাত পেরল । রাত পেরিয়ে যখন আরেকটা দিন আসল তখন জানতে পারলাম অই ছেলে কে হাস্পাতালে ভর্তি করানো হয়েছে । দিন দিন তার অবিস্থার অবনতি ঘটতে থাকে । এ দিকে আমার অবস্থা আরো চরম । আমাকে সবাই ধিক্কার দিতে থাকে । কারো কাছ থেকে কোনো রকম কোনো সান্তনা পালেম না । নিজেকে বড় অপরাধী মনে হতে থাকল । আস্তে আস্তে আমার পৃথিবী টা কেমন জানি নিঃস্ব অসহায় এ পরিনত হতে লাগল । ............ শেষ এ ছেলেটা ভালো হলো । কিন্তু আমি কি ভালো হতে পারেছি ?? আমার সেই কচি মন কি ভাল হতে পেরেছিল ?? পারে নাই । জীবনের অধঃপতন শুরু হল বাংলাদেশ ক্রিক্রেট এর উইকেটের মত। পড়ালেখা খারাপ করতে লাগলাম । অবশেষে এস।এস।সি পরীক্ষায় ১ বিষয় এ ডাব্বা মারলাম । যা কেউ কখন কল্পনা করেনি । ফেইল করার পড় আমার মানুষ সম্পর্কে ভাল ধারণা হয়েছে । মানুষ গুলার ডাবল ডাবল রুপ দেখেছি । পরিক্ষায় পাস করার পড় কলেজে ভর্তি হলাম । কিন্তু আমাকে সেখানেও বাঁধা পেতে হল । আমার মামা আমাকে সেখান থেকে নিয়ে একটি প্রাইভেট কলেজে এ ভর্তি করিয়ে দিল । আজকাল কেমন জানি হয়ে গেছি । নিজেকে বড় শূন্য মনে হয় । চারিপাশের ছোট ছোট ঘটনা গুলো আমাকে নাড়া দিয়ে যায় । বই ধরিনা অনেক দিন । কলেজে এ ভর্তি হওয়া পর্যন্ত ক্লাস করি নাই ঠিক মত ২০ দিন । কোন রকম কলেজ শেষ করলাম।বর্তমান এক্কেবারে ফালতু অবস্থা নিজ়ের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। কোন কাজ ও ভাল ভাবে করতে পারি না কাজ গুলো অর্থেক করে রেখি দিই কারন পড়তে হবে আর পড়তে বসলে ......... নিজে নিজে কোনো ডিসিসান নিতে পারি না । আসলে চিন্তা করে দেখলাম আত্মীয় রাই স্বার্থপর হয় বেশী । যেমন আমার মামা , খালাত ভাই , আরো অনেক । আমার সমস্ত পথ মনে হয় যেন বন্ধ হয়ে গেছে । আমি কি করব বুঝতে পারছি না । তবে এটা বুঝতে পারছি আমার সামনে গভির অন্ধকার ।প্রান প্রিয় বন্ধুকে হারিয়েছি ।

সবাই ভালো থাকবেন । সবার জন্য আমার শুভ কামনা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.