![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইয়াকে হারিয়েছি যখন তখন আমার এটা বলার ক্ষমতা ছিলনা
"ভাইয়া তুই কোথায় যাচ্ছিস?আমার সাথে একটু খেলবিনা?আমরা মারামারি করব,ঝগড়া করব,ঝগড়া শেষে তুই আমাকে লজেন্স কিনে দিবি।দু'জন একসাথে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ব।মা তোকে একটা ভালো জামা বা খেলনা কিনে দিলে আমি নাওয়া-খাওয়া ছেড়ে দিব,তুই এসে বলবি,এই শার্ট টা আমার গুল্টু ভাইয়াকেই ভালো মানায়"
তোর ব্যাপারে আমি কিছুই জানিনা।সবই মায়ের কাছ থেকে শোনা।তুই নাকি খুব সুন্দর ছিলি,আমার মত এত কালো ছিলিনা,নাকটা এত বোঁচা ছিলনা।আসলে সব হারিয়ে যাওয়া মানুষগুলোই মনে হয় সুন্দর।
এই হলো আমার ভাইয়া ভাবনা,যার কোন স্মৃতিই নেই আমার কাছে।
ছোটবেলাটা কাঁটিয়েছি একা একা।মনে আছে এমন কোন খেলা নেই যা একা খেলতে পারতাম না।দাবা খেলার দুইটা চাল-ই আমি দিতাম,ক্যারাম খেলতাম চারদিকে ঘুরে ঘুরে।এমনকি দেয়ালে বল মেরে ফিরে আসা বলে ব্যাট চালিয়ে ক্রিকেট খেলতাম।দিনগুলো কিভাবে যেন কেঁটে যেত।বন্ধুরা বলত তোর যে ভাই-বোন নেই খারাপ লাগেনা?বলতাম ধুর কিসের খারাপ।আমার কোন বোন দরকার নাই,মেয়ে মানুষ সারাদিন পুতুল খেলে বিরক্তিকর।অবশ্য ভাইয়া বেঁচে থাকলে ভালো হত,ওর সাথে খেলতে পারতাম।কিন্তু এটাও কোন সমস্যা না,আমি এখন একাই সব খেলতে পারি।আর ভাই-বোন থাকলেতো আমার আদরও কমে যেত।
যখন বড় হলাম দুঃখ বুঝতে শিখলাম,তখন দেখলাম একা একা আর দুঃখ সইতে পারিনা।ভাইয়াটা থাকলে ভালো হত।কিন্তু তা তো হবার নয়।হঠাৎ করে একটা আপুর অভাব অনুভব করতে লাগলাম।
আসলে বিধাতা মানুষকে এমনভাবে তৈরি করেছেন যে শুধু জৈবিক কারণে না,অনেকটা মানসিক কারণেও দুইটা বিপরীত লিঙ্গের মানুষ একে অপরের প্রতি আকৃষ্ট হয়।এজন্যই ছেলেরা মাকে বেশি,আর মেয়েরা বাবকে বেশি ভালবাসে।ভাই বোনকে বেশি,বোন ভাইকে বেশি ভালবাসে।হয়ত এ কারণেই কখনও কাউকে দেখে মনে হয়নি উনি আমার ভাই হতে পারেন।হয়তোবা অন্য কারো মাঝে আমার ভাইয়ার বিকল্প খুঁজতে চাইনি,এটাও হতে পারে।কিন্তু কোন সিনিয়র আপু যদি আমার একটু কাছে আসে,তখনি মনে হয় উনিতো আমারও আপু হতে পারতেন।তিনি হয়তো মনে করেন জুনিয়র ছেলে নাম ধরে ডাকার চেয়ে ভাইয়া ডাকি।এই ভাইয়া ডাকটা যে আমার মাঝে কতটুকু শিহরণ সৃষ্টি করে তা হয়ত কেবল আমিই বুঝব।আমি যে কতটা আবেগ নিয়ে কতটা আগ্রহ নিয়ে তাকে আপু ডাকি সেটা তার মনের গোচর কখনই হবেনা।
আমার কিছু বন্ধুদের দেখি বোনদের সাথে ঝগড়া করে।আমি বলি কিরে বোনের সাথে ঝগড়া করিস কেন?আমার যদি একটা বোন থাকতো আমি সারাদিন ওর সাথে কথা বলতাম,ও কে কখনোই আমার অভাব বুঝতে দিতাম না।বন্ধুরা বলে এসব তুই বুঝবিনা দুই দিন কথা না বলে থাকব,দেখবি আপুই ক্ষতিপূরণ নিয়ে আসবে।আমি যদি ঝগড়া ভেঙ্গে দিই,আমার ফায়দা কি?
যখন শুনি তখন আমার মাথার উপর দিয়ে যায় এসব কথা।কিন্তু রাতে যখন খুব একাকিত্বের যন্ত্রণায় কাঁদি,তখন মনে হয় আমি কোন ক্ষতিপূরণ চাইনা।শুধু তোমাকে চাই আপু।মনের অজান্তেই কোন অজানা একজনকে আপু সাজাই,তাকে দুঃখ বলি,তার দুঃখের কথা শুনি।
বর্তমান যুগে আপু বানানো খুব সহজ।কাউকে যদি বলি আমার কোন বোন নেই,আমার খুব খারাপ লাগে।তাহলেই হয়তো সে আমার মাঝে ভাইয়ের ছায়া খুঁজে পায়।কিন্তু প্রতিটা সম্পর্কের মত এর মাঝেও একটা সীমাবদ্ধতা থাকে।আবার খালাতো,মামাতো এমন অনেক ধরণের বোন থাকে।খালাতো,মামাতো শব্দগুলোই যেন সম্পর্কগুলোর সীমাবদ্ধতা বাড়ানোর জন্য যথেষ্ট।আর এই সীমাবদ্ধতা হচ্ছে স্বতঃস্ফুর্ততার অভাব।কোন আপুর সাথে কথা বলতে গেলে মনে হয়,আপু কি এখন ব্যাস্ত?এখন যদি কথা বলি আপু কি রাগ করবে?আবার আপুর সাথে ঝগড়াও করা যায়না,মনে হয় আমিতো আর আপন ভাই না,আপুতো কখনো আমার অভিমান ভাঙ্গাতে আসবেনা।আবার আপুর সাথে যদি কোন দূরত্ব সৃষ্টি হয়,তখন নিজেকে দোষারোপ দিতে থাকি।মনে হয় আমার কোন ব্যবহারে আপু রাগ করেছে।জানি এসবই আমার সংকীর্ণতা।আমার সবগুলো আপু আমাকে খুব ভালবাসে।তারপরও এমন একটা আপুর জন্য আমার মন কাঁদে যার উপস্থিতি কখনোই আমাকে বুঝতে দিবেনা আমার বোন নেই,আমি রাগলে যে রাগ ভাঙ্গাতে আসবে।২দিন আমার সাথে রাগ করে তৃতীয়দিন আমাকে এসে বলবে,"নারে ভাই,তোর উপর রাগ করে কি থাকতে পারি?"
যে আমার মন খারাপ করাটা বুঝবে।যে বলবে "ভাইয়া,তোর আপুর মনটা আজ খারাপ,দেতো ভাই,তোর আপুর মনটা ভালো করে"
চাওয়াগুলো হয়ত খুব বেশিনা,আবার হয়তোবা খুব বেশি।
মাঝে মাঝে মাকে জিজ্ঞেস করি,"তোমার যে মেয়ে নেই খারাপ লাগেনা?"
মা বলে,"তুই থাকতে আমার খারাপ লাগা কিসের?"
মায়েরা কখনো মিথ্যা বলেনা।আমি জানি মায়ের কাছে ছেলে-মেয়ে কিছুনা,সন্তানই আসল।তিনি হয়তো তার হারিয়ে যাওয়া ছেলের জন্য ডুকরে কাঁদেন,কিন্তু একটা মেয়ের জন্য কখনোই না
কেন যে মায়ের মত হতে পারিনা??যা পাইনি,তার জন্য এত কান্না কোথা থেকে আসে??
সর্বশেষঃ আমি আমার প্রতিটা আপুকে ভালবাসি,খুব ভালবাসি,যাকে একদিনের জন্য আপু ডেকেছি তাকেও।এই ভালবাসা বোঝানোর ক্ষমতা আমার নেই।
আপু,কাছে এসেই বুঝে নাওনা কতটা ভালবাসি??
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩২
শরিফুর রহমান সৌরভ বলেছেন:
হা হা হা,আপনার পিচ্চিটা(ছোট বিড়াল) কই??
২| ০৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
ধ্রুবমেঘ বলেছেন: আপনার লিখা পাঠককে আবেগতাড়িত করতে বাধ্য।
আমার বড় বোন থেকেও নেই।
আপনার কষ্ট কিছুটা হলেও তাই হয়তো অনুভব করতে পারছি। ভাল থাকুক আপুরা
পোস্টে প্লাস।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৯
সাকিরা জাননাত বলেছেন: কাছে না আসলেও বোনেরা তার ভাইকে সব সময় বুকের ভিতর লালন করে গভীর মমতায়। আপনিও তাদের অতি আদরের একজন।
ভালো থাকুন সবসময় এই কামনা.....
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:১৫
শরিফুর রহমান সৌরভ বলেছেন: আপনাকে আর কষ্ট করে আমার ব্লগে আসতে হবেনা,এই ব্লগ লিখার পর আমি আর কোন ব্লগ লিখবনা।
আরেকটা কথা,আসলেই আমাদের নামের খুব ভাল জুটি হয়েছিল,অনলাইন ব্লগারদের মধ্যেও আমাদের নাম পাশাপাশি থাকত।
ভালো থাকবেন আপু।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৯
মে ঘ দূ ত বলেছেন: খুব সুন্দর!
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২
বড় বিলাই বলেছেন: অনেক আবেগ মাখা একটা লেখা। ভালো থাকুন।