নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শখের ব্লগার, ব্লগ লিখছি প্রায় বারো বছর হবে, তবে কোনো ব্লগে বেশীদিন থাকতে পারিনি, কেননা, লেখার কারণে হউক, বা ব্লগের নিয়ম কানুনের কারণে হউক, বার বার থেমে যেতে হয়েছে, ব্লগ লেখার বা হেল্প চাওয়ার কারণে সব কিছু হারিয়েছি।

সভ্য

আমি একজন ভালো মানুষ।

সভ্য › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা কেনো মানুষ গুলো এমন হয়ে যায়, রেনেসার একটি জনপ্রিয় গান করেছি.আশাকরি ভালো লাগবে।

২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫১

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৫

মা.হাসান বলেছেন: অনেক দিন পরে রেনেসার গান শুনলাম। খুব ভালো লাগলো । মূল গানটাতে মনে হয় কিছু কোরাস পার্ট ছিলো, একা এটা লাইভে করা সম্ভব না, কয়েক ধাপে রেকর্ড করলে হয়তো আনা যাবে।

২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৩

সভ্য বলেছেন: মা হাসান ভাইকে কমেন্টের জন্য ধন্যবাদ। গানটিতে প্রচুর হারমোনাইজ আছে, আর রেনেসার গান মানেই মেলোডির ছড়াছড়ি, আমি চেষ্টা করেছি মাত্র। জ্বী, একটানে গানটা শেষ করা কঠিন বৈকি, কয়েকবার চেষ্টার পর পারলাম। আবারও ধন্যবাদ পাশে থাকার জন্য, অনুরোধ থাকবে যদি পারেন সাবস্ক্রাইব করে আমাকে কৃতজ্ঞ করবেন। শুভ কামনা সব সময়।

২| ২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৪

সিগনেচার নসিব বলেছেন: সেই গানই মন ছুঁয়ে যায়, যে গান বাস্তব চিত্র তুলে ধরে, নকিব খান একজন অসাধারণ মানুষ।
রেঁনেসার গান ও হৃদয়স্পর্শী।

৩| ২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৬

সভ্য বলেছেন: সিগনেচার নসিব ভাইকে শুভেচ্ছা। জ্বী নকিব ভাই একজন মাষ্টারপিস আর্টিষ্ট। উনার তুলনা হয় না। আমার অনুরোধ থাকলো ভাইয়া দয়া করে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে কতৃজ্ঞ থাকবো। এই চ্যানেলটি খোলাই হয়েছে শুধু মাত্র সামু ব্লগারদের গান শোনানোর জন্য। শুভ কামনা সব সময়।

৪| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২২

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর গেয়েছেন। ++
শুভেচ্ছা জানবেন।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০০

সভ্য বলেছেন: পদাতিক চৌধুরি বাবু আপনাকে ধন্যবাদ, যদি পারেন আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে নিবেন যেটা খোলা হয়েছে শুধু মাত্র সামু ব্লগারদের গান শোনানোর জন্য। পাশে থাকুন প্লীজ।

আমার ইউটিউব লিঙ্ক দিয়ে রাখলাম।
https://www.youtube.com/channel/UCQXETYi_M5NjI2wW91aogHQ

৫| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১৮

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দিত।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০২

সভ্য বলেছেন: নেওয়াজ ভাইজান, আপনার কে একই কথা বলবো। যদি পারেন আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে নিবেন যেটা খোলা হয়েছে শুধু মাত্র সামু ব্লগারদের গান শোনানোর জন্য।
আমার ইউটিউব লিঙ্ক দিয়ে রাখলাম।
https://www.youtube.com/channel/UCQXETYi_M5NjI2wW91aogHQ

৬| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩০

রানার ব্লগ বলেছেন: রাজিব ভাইয়ের অভাব বোধ করছি।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৪

সভ্য বলেছেন: উনি কে? চিনলাম না। আপনি গান শুনবেন আর সাবস্ক্রাইব করবেন লিঙ্ক উপরে দিলাম ভাইজান। এটিই অনুরোধ।

৭| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৭

রানার ব্লগ বলেছেন: ভাইজান এটা ফেইসবুক না।

২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৯

সভ্য বলেছেন: হুমম, তো?

৮| ২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রেনেসাঁর অরিজিন্যাল মিউজিক (কারাওকে)। ভালো গেয়েছেন।

এই লিংকে অরিজিন্যাল গানটা আমার চ্যানেলে।

৯| ২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৬

সভ্য বলেছেন: বেশ করেছেন তো। আমি কিন্তু আগেই নিবন্ধন করেছি. একটু আমার চ্যানেলে খোজ রাখবেন, ইশ এটার বেক সং যদি আমার কন্ঠ হতো তাহলে আরও ভালো লাগতো.সেইদিন আসবে কি, আজকে একটা পোষ্ট দিয়েছি, একটু দেখবেন। শুভ কামনা সবসময়।

১০| ০৫ ই মে, ২০২১ রাত ২:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর গান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.