নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শখের ব্লগার, ব্লগ লিখছি প্রায় বারো বছর হবে, তবে কোনো ব্লগে বেশীদিন থাকতে পারিনি, কেননা, লেখার কারণে হউক, বা ব্লগের নিয়ম কানুনের কারণে হউক, বার বার থেমে যেতে হয়েছে, ব্লগ লেখার বা হেল্প চাওয়ার কারণে সব কিছু হারিয়েছি।

সভ্য

আমি একজন ভালো মানুষ।

সভ্য › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধেয় কুমার বিশ্বজিত দা\'র একটা গান করলাম, আশা করছি ভালো লাগবে.আর ভালো লাগলে.

০২ রা মে, ২০২১ রাত ৯:০২

শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ'দার একটি গান করেছি, গান টি না শুনিয়ে থাকতে পারছি না, এই গানে সুন্দর একটি গল্প আছে, গল্পটির তিনটি চরিত্র এক হলো চন্দনা, দুই আমাদের প্রয়াত বাচ্চু ভাই আর তিন হলেন স্বয়ং বিশ্বদা, সেই গল্প আরেকদিন করবো. গানটি শুনুন, ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, উচুমানের আর্টিষ্ট যেদিন হবো সেদিন কিন্তু এখনকার যারা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিচ্ছেন তাদের কথা কিন্তু আমার প্রথমে স্মরণে আসবে..আমি চেষ্টা করছি,

আপনাদের কাছে ও সাবস্ক্রিপশন চাইছি..শুধু আপনি নন..পরিবারে যারা মোবাইল ইউজ করেন তাদের ও বলে রাখবেন। আপাতত এতটুকু।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২১ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


শুনেছি, ধন্যবাদ।

আরেকটু ভেতর (পেটের ভেতর) থেকে গাওয়া যায় না?

২| ০২ রা মে, ২০২১ রাত ১০:১০

সভ্য বলেছেন: চেষ্টা করছি দাদা, পেটের ভিতর থেকে নিজের গান যখন গাইবো তখন। তবে প্রেকটিস হিসাবেই ধরে নিবেন। রেওয়াজ রেগুলার হবে ঈদের পর তখন নিজের গানও হবে। পাশে চাই সব সময়।

৩| ০২ রা মে, ২০২১ রাত ১০:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শব্দ উচ্চারণের দিকে আরো মনযোগী হোন।

০২ রা মে, ২০২১ রাত ১১:৫১

সভ্য বলেছেন: ধারালো করার জন্যই নেমেছি, যেহেতু একবারই শুধু টেক তাই একটু প্রব হচ্ছে.। তবে মনোযোগী হতেই হবে.।নো ওয়ে। ধন্যবাদ সবসময়। পাশে চাই সাথে চাই।

৪| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
একদিন আমি কুমার সাহেবের বাসায় গ্যেছিলাম।

০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৭

সভ্য বলেছেন: সেই গল্পটা বন্ধুদের শেয়ার করলে অসুবিধা দেখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.