নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শখের ব্লগার, ব্লগ লিখছি প্রায় বারো বছর হবে, তবে কোনো ব্লগে বেশীদিন থাকতে পারিনি, কেননা, লেখার কারণে হউক, বা ব্লগের নিয়ম কানুনের কারণে হউক, বার বার থেমে যেতে হয়েছে, ব্লগ লেখার বা হেল্প চাওয়ার কারণে সব কিছু হারিয়েছি।

সভ্য

আমি একজন ভালো মানুষ।

সভ্য › বিস্তারিত পোস্টঃ

ময়ূরকন্ঠী রাতেরও নীলে...........গানটি শুনবেন এবং গানের প্রতিযোগীতা হউক এমনটি আশা করছি।

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৪৩

অনেকদিন পর রেকর্ডিং করলাম। মন মেজাজ ভালো না থাকলে গান হয় না, গানের জন্ন মোলায়েম মেজাজ দরকার হয়। তেমনি মেজাজ আসার সাথে সাথে গানটি করে ফেললাম, দেশ ভালো না থাকলে, দেশের মানুষ ভালো না থাকলে, বন্ধুরা কষ্টে থাকলে গান হয় কি করে?

আজ আমরা সবাই নিজ গৃহে বন্দি, অথচ মৃত্যুর হারের কোনো উন্নতি নেই বরং অবনতি হচ্ছে, তাহলে ফলাফল কি?

যাক, একটা গান দিয়েছি, ভালো লাগলে লাইক দিয়েন, না লাগলে কমেন্ট করে জানাবেন প্লীজ। নীচে লিঙ্ক:

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গানের কথাগুলো সুন্দর।

২| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমার ধারনা এটা আগেরগুলির চেয়ে খুব ভালো চেষ্টা হয়েছে। অভিনন্দন এবং শুভকামনা।

০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

সভ্য বলেছেন: ইউ আর রাইট, চেষ্টা করছি বেষ্ট দেওয়ার জন্ন। শুভ কামনা আপনাকেও।

৩| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:২৫

অর্ক বলেছেন: ভালো লাগলো। শেষ পর্যায়ে খুব সুন্দর সুরে গেয়েছেন। একটি পরামর্শ নেই। আশা করি খেলোয়াড় সুলভ মনে গ্রহণ করবেন, আপনার শব্দ উচ্চারণে কিঞ্চিত ত্রুটি আছে। এতে আরও যত্নবান হতে হবে। গান গাওয়া মোটেও সহজ কিছু নয়। আন্তরিক চর্চার প্রয়োজন। আপনার জন্য শুভেচ্ছা রইলো। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আরেকটা গানের কথা মনে পড়ছে। "আমি এতো যে তোমারে ভালবেসেছি/ তবু মনে হয় এ যেন গো কিছু নয়/ কেন আরও ভালবেসে যেতে পারে না হৃদয়।"

দারুণ আয়োজন। ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:০০

সভ্য বলেছেন: অর্ক বাবুকে থেঙ্কস। আমার ভুল ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করছি, আরও পারফেক্ট হওয়ার চেষ্টা থাকবে, পরের গানটি হয়তো আমি গাইবো না ওটা আমার কাছে মিউজিক ট্রেক নেই। যাক, ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে, আমি সব ধরণের কমেন্ট কে পজিটিভলি নিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই ভাইজান। পাশে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.