নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শখের ব্লগার, ব্লগ লিখছি প্রায় বারো বছর হবে, তবে কোনো ব্লগে বেশীদিন থাকতে পারিনি, কেননা, লেখার কারণে হউক, বা ব্লগের নিয়ম কানুনের কারণে হউক, বার বার থেমে যেতে হয়েছে, ব্লগ লেখার বা হেল্প চাওয়ার কারণে সব কিছু হারিয়েছি।

সভ্য

আমি একজন ভালো মানুষ।

সভ্য › বিস্তারিত পোস্টঃ

আমি কূল হারা কলঙ্কিনী..

২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

আমি কূল হারা কলঙ্কিনী..

দুপুর থেকে গানটি নিয়ে লেগেছি...বারে বারে ভুল হয়। একবার দুইবার করতে করতে দশবারেও ফেইল...গলার অবস্তা তলা হয়ে গেছে, পেটের ক্ষিধা গান বুঝে না..পেট কে ভাত দিলাম...তারপর আবার বিশ্রাম নিলাম, দেখি গলা দিয়ে চি চি শব্দ বের হচ্ছে...কি করবো বুঝতে পারছিলাম না..আজকেই যে এটা শেষ করতে হবে..আমি যা ধরবো তা শেষ করবোই। বিকেলে বাইক নিয়ে ঘুরে আসলাম..
তারপর আবার গানটার পিছনে লাগলাম..শুরু হলো কারেন্ট বিপত্তি..বার বার আসে যায়, এই এক খেলা। গান যখন শেষের দিকে কারেন্ট চলে গেলো...আর কি..আবার প্রথম থেকে..বিরক্ত ধরে গেলো...

শেষ পর্যন্ত যা পারলাম তাই উঠিয়ে দিলাম, আমার বন্ধুরা বলবে কেমন হয়েছে। গানটিতে অনেক ফিল আছে কেননা আমার অবস্তা এখন এই গানের মতো। আচ্ছা মেয়েদের কলঙ্কিনী বলা হলে ছেলেদের কি বলবে?কলঙ্ক? মনে হয় না, যাক গান শুনুন, ভালো লাগলে লাইক দিয়েন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা বেশ ভালো গেয়েছেন। এ মিউজিকটা হাবিবের। ভালো লাগে এ মিউজিকটা।

শুনুন কায়ার কণ্ঠে।



সাইদা তানির কণ্ঠে।



২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৯

সভ্য বলেছেন: সোনাবীজ ভাই, আপনি প্লীজ পাশে থাকবেন। অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.