নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
দিবার নীলাভ আসমানের আঁড়ালে কাজলাবরণ চক্ষুদ্বয় নিজেদের সৌভিত পুষ্পসৌরভে লুকিয়ে রাখে । রাত্রির অবিশ্রান্ত সুখবলয় আঁধার তার বহিঃপ্রকাশে করে না কিছুমাত্র বিলম্ব । আমি চেয়ে থাকি জ্যোৎস্না- নক্ষত্রের সাজানো সুসজ্জিত তারাবনের নিস্তব্ধতায়, কী এমন সুখ নিষ্পন্নে ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলো উল্লাস করে যায় ! আচ্ছা, নক্ষত্র কী জ্যোৎস্নার আলোকসজ্জায় ভাগ বসায় ? অগনিত দূরত্বের এই নক্ষত্রগুলো অথচ এই হৃদয়ে বসত করে বসেছে, তাদের ব্যতিরেকে রাত্রির মৃত্যু কল্পিত হয় মনের এই ষোলোকলায় , যেন দূরত্বহীন কী অদ্ভুত তান্ত্রিক ছলাকলা !
আমার জলের আছে দ্বিধা, রঙ্গময় জলজে খনিকময়ে এপিটওপিট । তবুও দৃষ্টির অগোচরে সাজানো আছে চিরচেনা রূপের অবয়ব, সম্মুখের অবয়বে এর নেই কোন চেনা সাদৃশ; রঙ্গময় ডান-বা, উপর-নিচ ! এগিয়ে যাওয়া পাদুকাদ্বয় জলতরঙ্গের প্রতিটি ফোঁটায় ফোঁটায় বিদ্রোহ করে, অথচ অদ্ভুত এক মায়ার খাঁচায় সে আমায় আগলে রাখে ! দুঃস্বপ্নের তাড়া খেয়ে কখনো আমি থুবড়ে পড়ি নি, এই জলের ক্ষমতা সীমাহীন, ধুয়ে মুছে নিয়ে যায় অযাচিত যতসব নীল নকশা । দৃষ্টির আয়নায় দাঁড়িয়ে থাকা অরণ্য বলে, লুকিয়ে যাও আমার বুকের কোন সুখ নিঃসৃত বৃক্ষের ছালটের অগোচরে । সহাস্যে আমি তার আহ্বানে মুক্ত হয়েছিলাম যেন, ফেলে আসা অস্তিত্বের নীরব ছোঁয়াগুলোতে । অরণ্যে বসবাস বিহঙ্গ সাজে, তবে নয়কো আর বিলম্ব । সন্নিকটে কোথাও হয়তো তীক্ষ্ম বাণ নিয়ে বসে আছে শিকারী, বিহঙ্গ সাজে হলাম আমি অরণ্যে পলাতক !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
্ দীর্ঘ অনুপস্থিতিতে এক বছর পেরিয়ে গেল, বসে থাকা কিংবা দৌঁড়ে চলা সময়ের সান্নিধ্য পাওয়ার কোন সাধনা এখনো কোন সাধক করতে পারে নি ! আর আমি তো শুধু সামান্য কিছু শব্দের সাথে থাকি !!
০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, অনেকদিন পরেই বটে ।
তাই তো 'মানসভূমির সতেরোকলা !' সেও তো বেশ জটিল !! হা হা
আশাকরি ভালো আছেন । এবং থাকুন সবসময় ।
২| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫২
সাহসী সন্তান বলেছেন: হেই কেরে এ? কেমন জানি চেনা চেনা লাগতেছে.....
বর্ষপূর্তির শুভেচ্ছা কটকটি (ভুলি নাই) লেখাটা বড্ড কঠিন! কিছু বুঝছি আর কিছু বুঝি নাই! মনে হচ্ছে আরো কয়েকবার পড়তে হবে! তবে হালকা করে তর্যমা করে দিলে ভাল হয়!
যাহোক, কেমন ছিলেন? আপনাকে ব্লগে দেখে ভাল্লাগছে!
ফিলিংসঃ- সেই রকম!
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা, চেনা লোক অচেনা হয় কী করে !!
দিবার নীলাভ আসমানের আঁড়ালে কাজলাবরণ চক্ষুদ্বয় নিজেদের সৌভিত পুষ্পসৌরভে লুকিয়ে রাখে । - দিনের নীল আকাশের আঁড়ালে কাজল কালো চোখ নিজেরদের খুব সাজিয়ে লুকিয়ে রাখে- এর অর্থ হলো- এই সুন্দর নীল আকাশের গোপনে কালো মেঘ, বৃষ্টি লুকিয়ে থাকে ।
রাত্রির অবিশ্রান্ত সুখবলয় আঁধার তার বহিঃপ্রকাশে করে না কিছুমাত্র বিলম্ব ।- রাতের বিশ্রামহীন সুখ হচ্ছে- আঁধার, এই আঁধারের রাতে আসমান মেঘের মতই কালো থাকে, সুতরাং নীল আকাশের আঁড়ালে লুকিয়ে থাকা সেই কালো মেঘ প্রকাশ করতে রাত্রি একটুও বিলম্ব করে না ।
আপাতত এই দুই লাইনই বলে দিলুম !
এই আছি ভালো, আপনিও নিশ্চয় ভালো আছেন । ভাল থাকুন দিবারাত্রি ।
৩| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৫
রক্তিম দিগন্ত বলেছেন:
অনেকদিন পর দেখতেছি মনে হয়।
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:২০
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ ঠিক তাই । অনেকদিন পর ।
ভালো আছেন নিশ্চয় । ভালো থাকুন সারাক্ষণ ।
৪| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
গদ্যের গদায়,যে গদাঘাত দিতেন তা ভুলিনি। এই কবিতাটি পেয়ে সেই তীব্র সুখচর আরো প্রসারণ হল! আপনাকে বহুদিন পর পেয়ে খুব ভাল লাগছে। এভাবেই চলুক কিছু সুলোহিত নিনাদ।
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
ভালো থাকুন সবসময় ।
৫| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০২
পবন সরকার বলেছেন: সুন্দর লেখা অনেক ভালো লাগল।
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
ভাল থাকুন ।
৬| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
সুমন কর বলেছেন: অনেক দিন পর ! কেমন আছেন?
লেখা আসলেই জটিল !
০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:২২
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, অনেকদিন পর । এইতো ভালো আছি । আপনিও নিশ্চয় ভালো আছেন ।
ভাল থাকুন প্রতিক্ষণে ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪০
সায়েদা সোহেলী বলেছেন: সাহসী সন্তান বলেছেন: হেই কেরে এ? কেমন জানি চেনা চেনা লাগতেছে.....
বর্ষপূর্তির শুভেচ্ছা কটকটি (ভুলি নাই) লেখাটা বড্ড কঠিন! কিছু বুঝছি আর কিছু বুঝি নাই! মনে হচ্ছে আরো কয়েকবার পড়তে হবে! তবে হালকা করে তর্যমা করে দিলে ভাল হয়!
বর্ষপূর্তির শুভেচ্ছা
০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: হুম,
অনেক অনেক ধন্যবাদ ।
আশাকরি অনেক ভাল আছেন । ভাল থাকুন সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত সকল বেলা ।
৮| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৮
হাসান মাহবুব বলেছেন: ওয়েলকাম ব্যাক!
০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন সারাক্ষণ ।
৯| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সেই দুর্বোধ্যতা!!
০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২১
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । হুম সেই দুর্বোধ্যতা !!
ভালো আছেন নিশ্চয়, ভাল থাকুন সর্বক্ষণ ।
১০| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৮
নীলপরি বলেছেন: শুভেচ্ছা রইলো ।
০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল ।
ভাল থাকুন সারাক্ষণ ।
১১| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:০২
নেক্সাস বলেছেন: শুভ প্রত্যাবর্তন। লিখাটি শব্দের খেলা ভাল লেগেছে। বাট ভাবে দূর্বোধ্যতা।
ভাল থাকুন । লিখতে থাকুন
০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ শুভ কামনায় । দূর্বোধ্যের বিষয়টা আপাতত দূর্বোধ্যই থাক !! হা হা
ভালো আছেন নিশ্চয় । ভাল থাকুন সারাবেলা ।
১২| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪
বিজন রয় বলেছেন: ওয়েলকাম ব্যাক।
০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এভাবে মনে করার জন্য ।
ভাল আছেন নিশ্চয় এবং ভাল থাকুন সর্বক্ষণ ।
১৩| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৬
বিজন রয় বলেছেন: নিয়মিত থাকবেন বলে আশারাখি।
০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: আমিও আশারাখি !!
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৩:২৫
রুদ্র জাহেদ বলেছেন: কিছু বুঝা আর কিছু না বুঝার ভেতর দিয়ে এমন লেখা পড়তে অসাধারন ভালো লাগে
ভালো আছেন নিশ্চয়ই প্রিয় কবি-ব্লগার
০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: এইতো ভাল আছি । আপনিও নিশ্চয় ভাল আছেন । ভালো থাকুন সারাবেলা ।
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: অগনিত দূরত্বের এই নক্ষত্রগুলো অথচ এই হৃদয়ে বসত করে বসেছে, তাদের ব্যতিরেকে রাত্রির মৃত্যু কল্পিত হয় মনের এই ষোলোকলায় , যেন দূরত্বহীন কী অদ্ভুত তান্ত্রিক ছলাকলা! - চমৎকার বলেছেন এ কথাগুলো!
সন্নিকটে কোথাও হয়তো তীক্ষ্ম বাণ নিয়ে বসে আছে শিকারী, বিহঙ্গ সাজে হলাম আমি অরণ্যে পলাতক! - এটাও চমৎকার!
শিরোনাম এবং ছবি, দুটোই সুন্দর।
২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মনোযোগী মন্তব্য বেশ ভাল লেগেছে ।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
অনেকদিন পরে আপনার দেখা মিললো ।
তবে লেখাটি বেশ জটিল বলে মনে হলো ।
ভালো থাকুন ।