নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

as per me to night !

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৮



তপ্ত সন্ধ্যায় আমি থাকি ওঁত পেতে
একটি উড়ন্ত বিহঙ্গ ধরবো বলে
দুয়ে দুয়ে চারটি ঝরনা নিয়ে
অবগাহনে যাবো রাত্রির সৌন্দর্যে ।

সদ্য বিচ্ছেদ নিয়ে সূর্য নিয়েছে বিদায়
পৃথিবীর একাকীত্বে চাঁদের দীর্ঘশ্বাস
নক্ষত্রগুলো ভীড় করে একে একে
রূপালী জ্যোৎস্না দেখি আমি মুগ্ধ নয়নে !
চঞ্চলা জোনাক কানে কানে বলে আমায়
'করো আমায় বন্দি তোমার বুক পকেটে
ওহে নিশাচর সন্ন্যাসী !'

I vow to....
I am dancing....
I wanna disappeared !
I wanna departed !
oh love !
Night becoming me, as per me to night
I feel only whisper, Nightmare is coming
oh yeah ! With lots of love I accept....

মন্তব্য ৬৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগা রইল।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬

সুমন কর বলেছেন: শুধু বাংলা হলে আরো ভালো হতো। তবে সুন্দর হয়েছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: হঠাৎ ইচ্ছে হলো শেষটা ভিনদেশী ভাষায় টানি তাই টানলাম । বাংলায় লেখা যেত বৈকি ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

অশ্রুত প্রহর বলেছেন: সদ্য বিচ্ছেদ নিয়ে সূর্য নিয়েছে বিদায়
পৃথিবীর একাকীত্বে চাঁদের দীর্ঘশ্বাস
নক্ষত্রগুলো ভীড় করে একে একে
রূপালী জ্যোৎস্না দেখি আমি মুগ্ধ নয়ন!

সুন্দর !!

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর কবিতায় অনেক অনেক ভাল লাগা রইল

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১০

পুলহ বলেছেন: বাংলা অংশটুকু ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে সহজিয়া ভাষাভঙ্গি আমার পছন্দ, আপনার এই লেখার বাংলা অংশে তা ছিলো বলেই আমার মনে হয়।
শুভকামনা ভাই।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার জন্যও শুভ কামনা রইলো ।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৮

ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো কবিতাখানি +++
English portion টা অন্য একটা মাত্রা যোগ করেছে, সব মিলিয়ে দারুন।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

সাহসী সন্তান বলেছেন: ছোট জিনিস পইড়াও আরাম, মন্তব্য কইরাও আরাম! তয় সন্ধ্যার পর সাধারণত প্যাঁচা আর বাদুড় ছাড়া তো আর কোন পাখিকেই উড়তে দেখা যায় না! হুট কইরা এই দুইটার পিছে লাগার হেতুটা কি একটু জানবার পারি? ;)

তাছাড়া শীতের রাত্রে ঝরণার পানিতে অবগাহন কইরা নিউমনিয়া বাঁধাইলে কিন্তু তার জন্য জাতি দ্বায়ী থাকবে না! খুব খেয়াল কইরা.... :P

কবিতা ভাল হইছে! শুভ কামনা কটকটি!

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! এক্কেবারে বাস্তববাদী চিন্তা !!! এতো কিছু তো ভেবে দেখি নাই, মূলত আমি আমার মত কোন বিহঙ্গকে খুঁজছিলাম!!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

নামকে এমন কড়া ভাঁজা করায় মন্তব্যে দৃষ্টান্তমূলক মাইনাস !

শুভ কামনা আপনার জন্যও রইলো ।
আপনার মন্তব্য লিখুন

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



এ যেন - " ভালোবাসা মোরে ভিখারী করেছে.........."

@সাহসী সন্তান,
ওয়েল ডান !

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: 'ভালোবাসা মোরে করেছে সন্ন্যাসী....'

সাহসী সন্তান নট অয়েল ডান ! (মন খারাপ করা ইমো হবে)

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১২

সাহসী সন্তান বলেছেন: আপনার প্রতিউত্তরেই মাইনাস! X(( যতদূর মনে পড়ে উচ্চারণগত সমস্যার কারণে এই নামটা প্রথম আমিই দিয়েছিলাম! অথচ সেই নামটা এখন সোহেলী আপু ব্যবহার করলে কোন আপত্তি নাই আর আমি করলেই যত প্যারা? :(

চিন্তা ভাবনা গুলো ইদানিং বাস্তববাদী কইরা নিতাছি! কল্পনা কইরা জীবনটাই তো মাটি কইরা দিলাম। সুতরাং এখন বাস্তববাদী হইয়া অন্তত দেখি কিছুদূর অগ্রসর হইতে পারি কিনা!

কবিতা লিখতে বেশি ভাবনার দরকার হয় না! কেবল একটা উপলক্ষ পাইলেই সেইটা নিয়া কবিতা লেখা যায়! অবশ্য সেক্ষেত্রে কবিতা সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে! মনের মত বিহঙ্গ পাইলে পার্টির ব্যবস্থা কইরেন! এখন থেকে না খাইয়া পেট খালি করার ব্যবস্থা করবো কিনা ভাবতেছি! ;)

অফটপিকঃ- মন্তব্য প্রথমে লিখে তারপর কপি করে সেটা পূনরায় পেস্ট করে তারপর প্রকাশ করছেন নাকি? আপনার প্রতিউত্তরের শেষে 'আপনার মন্তব্য লিখুন'- কথাটা সহ প্রকাশিত হইছে বলেই জিগাইলাম!

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: উনি পথভ্রষ্ট আপনার দেখানো পথে গিয়ে । তাই উনার সকল দোষ আপনার উপরই বর্তাচ্ছে !! হু হু

বাস্তবের সাথে কল্পনার সামজ্জস্য রেখে চললেই জীবন উপভোগ্য হয় । কল্পনা দেয় মানসিক প্রশান্তি আর বাস্তবতা দেয় জৈবনিক প্রশান্তি !

কবিতা লিখতে ভাবনার বেশি দরকার হয় কী হয় না তা জানি না তবে আমি কবিতা লিখতে গেলে সময় লাগে বেশ, কখনো কখনো কিছু কিছু কবিতায় এক সপ্তাহও লেগে যায় যদিও হয়ে উঠে না কোন কবিতা ! হয়তো এটা আমার লেখার এবং ভাবনার অপারগতা। মূলত রাত্রির বিহনে বিহঙ্গ খুঁজেছি রাত্রির নীরবতার সৌন্দর্য করবো বলে !

কী আর বলিবো দুঃখের কথা, ব্লগ এ বুড়ো হতে চলেছি অথচ ভুলে প্রতিউত্তর দিতে গিয়ে আমিই আমার কবিতায় মন্তব্য করে বসেছি । আমাকে নটিফিকেশন দেখায় 'কথাকথিকেথিকথন আপনার পোস্টে মন্তব্য করেছেন !' তাই আবার কপি পেস্ট করে প্রতিউত্তর করলাম । সে কারণে এই লেখাটাও চলে গেছে !

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

সাহসী সন্তান বলেছেন: আপনার কথা ঠিক আছে, তবে সেইটা আমার জন্য খাটে না! রাগ করার দরকার নাই, এবার কেন খাটে না সেইটা শোনেন! আমার কল্পনা এতটাই উচ্চমর্গীয় যে বাস্তব তার ধারে কাছেও ঘেষতে পারে না (নিজের ঢোল নিজে পিডাইন্না ইমো হবে)! ;) পক্ষান্তরে বাস্তব গুলো এতটাই রসকষ হীন যে কল্পনা গুলো তার কাছে একদমই বিরষ!

আর সেজন্যই আমি কখনো বাস্তব আর কল্পনাকে একসাথে মিশাইতে চাই না! বরং তার থেকে দু'জন দুই জায়গাতেই থাক! কি দরকার দুইটারে এক কইরা সংঘর্ষ বাঁধানোর?

আমরা সাধারণত কবিতা লেখকদেরকে খুবই কমন চোখে দেখি! ভাবি কবিতা রচনা, এ আর এমন কি কাজ! কিন্তু বাস্তবতা যে কতটুকু পার্থক্য সেটা কেবল একমাত্র কবিই জানেন! একবার এটা নিয়ে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম-

"তোমরা শুধু কবিতা পড়লে আর কবিকে বাহবাই দিয়ে গেলে! একবারও কবির হৃদয়টা নিয়ে চিন্তাও করলে! একজন কবি তার কত সাধনার পরে যে একটা কবিতাকে সামনে দাঁড় করায়, সেটা কেবল সেই কবিই জানেন!"

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: তবে আমি কল্পনাকে বাস্তবের কাছাকাছি নিয়ে চলার চেষ্টা করছি । আর যদি অতি কোন কল্পনা মনে উঁকিজুঁকি দেয় তখন সেটাকে রিভার্স করে দেই। যেমন, যখন আমার ইচ্ছে হয় এমন একজনকে প্রিয়জন হিসেবে পেতে যে আসলে পৃথিবীতে র‍্যার অথবা এগজিস্টেন্সই নেই তখন আমি ভাবি একাকী থাকার মধ্যেই অন্যরকম একটা রোমাঞ্চ আছে এবং সেদিকে ইন্টারেস্টিং কিছু এক্সফ্লোর করার চেষ্টা করি ! এভাবে রিভার্স করার মধ্যে বেশ আরাম পাই আমি । সেখানে যথেষ্টভাবে জীবনের উল্টো দিক দেখতে পাই আমি, যাদের অনেক কিছু নেই তবুও তাদের জীবনের রোমাঞ্চ আছে আর সেগুলোকে আমি আমার মনে আঁকি !

স্টেটাসটা সুন্দর । সবাই কবিতা নামে অনেক হাবিজাবি লিখে বলেই এই অবস্থা । এ জন্য মাঝে মাঝে ইচ্ছে হয় এসব আর না লিখি ।

পরের মন্তব্যটা মুছে দিলাম । আমি এখান থেকেই বুঝে নিয়েছি ।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬

মনিরা সুলতানা বলেছেন: নিশাচর সন্ন্যাসীর রাত্রির সৌন্দর্য অবগাহন যাত্রায় শুভ কামনা :)

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৮

জেন রসি বলেছেন: এতসব রোমান্টিক আয়োজনের পরও দুঃস্বপ্ন কেন আসবে?

কবিতায় প্লাস।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: এখানে দুঃস্বপ্নটাকেই রোমান্টিক বলা হয়েছে, তাই শেষ লাইন এভাবে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪৬

সায়েদা সোহেলী বলেছেন: 'করো আমায় বন্দি তোমার বুক পকেটে
ওহে নিশাচর সন্ন্যাসী !'
------ সন্ন্যাসী দের জামায় কি বুক পকেট থাকে ?? মাথা চুলকানো ইমো হবে

Time can never mend
The careless whispers of a good friend
To the heart and mind
Ignorance is kind
There's no comfort in the truth
Pain is all you'll find----
----ফ্রম কেয়ার লেস হুইস্পার

জর্জ মাইকেল মৃত্যু শোকে লেখা নাকি কবি ???

যেটাই হোক এই স্টাইল টা পছন্দ হয়েছে কটকটি :) কিপ ইট আপ

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ হ্যাঁ থাকে । আর আমি যদি সন্ন্যাসী হয়ে যাই তাহলে অবশ্যই একটা বুক পকেট রাখবো !

হ্যাঁ বলা যায় তাকে নিয়েই শেষটুকু ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । তবে নট ফর কটকটি । ফিলিং হোপলেস ।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২০

বিজন রয় বলেছেন: শিরোণাম ইংলিশ। কবিতা খানিকটা বাংলা, খানিকটা ইংলিশ! দারুন তো!! এই সাথে দুই ফ্লেভার!!

প্রথম প্যারাটি একটু ঘুরিয়ে পড়লাম, আমার মতো করে।

সন্ন্যাসীরা আমাদের দলে।

শুভকামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: নিজের মত ঘুরিয়ে পড়ার মধ্যে আলাদা মজা আছে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

জুন বলেছেন: I feel only whisper, Nightmare is coming
ফিসফিস শুনুন ভালো কথা কিন্ত নাইটমেয়ারকে ভুলেও কাছে ঘেষতে দেবেন না কথাকথি ।
সাহসীর মন্তব্যে লাইক । আমিও বলতে চেয়েছিলাম রাত বিরেতে কোন বিহংগকে ভাবছেন :)
ভালোলাগা রইলো
+

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা ! এই নাইটমেয়ার ভালোলাগার, বিষয়টা উপভোগ্যের লেভেলে আর কী !!

এই বিহঙ্গ হতে আমার মতই কেউ একজন ! তাই খুঁজছি সান্নিধ্য নিয়ে এই দীর্ঘ রাত্রিযাপনের উদ্দেশ্যে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

আলোরিকা বলেছেন: ইহা একটি কথাকথিকেথিকথন পরিবেশনা ভাবতে কষ্ট হচ্ছে ! -----আসলে মানে ইয়ে একটু বেশি সহজবোধ্য কিনা :P

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । কিন্তু এইটাও তারই পরিবেশনা ! মাঝে মাঝে বিপরীত স্রোত ভাল লাগে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২১

আলোরিকা বলেছেন: উপরের মন্তব্যটি করার পর আপনার আরও বেশ কিছু পোস্ট পড়লাম ----- এখনকার লেখার বিষয়বৈচিত্র্য , ভাষা , উপস্থাপনা বেশ সহজ , সরল , সাবলীল মনে হলো । আসলে মন্তব্য করার সময় আমার মাথায় ঘুরছিল মৃত্তানৃত্য --------যদিও তার সৌন্দর্য ও আবেদন ভিন্ন রকম । ভাল থাকুন । শুভ কামনা :)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

কথাকথিকেথিকথন বলেছেন: এখন মূলত একটু ফাঁকিবাজী চলছে আর কী !! তাই একটু উদাসিন্য ভাব !! বিগত স্টাইল ফলো করলে মগজ এবং সময় দুই সাপেক্ষ !!

ফিরতি মন্তব্যে অনেক ধন্যবাদ ।

আপনিও ভাল থাকুন, শুভ কামনা ।

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা+

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: I am dancing.... B-) B-)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: হুম... গুড ! ডান্সিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সদ্য বিচ্ছেদ নিয়ে সূর্য নিয়েছে বিদায়
পৃথিবীর একাকীত্বে চাঁদের দীর্ঘশ্বাস


লাইনটাকে সমবেদনা । B-)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: সন্ধ্যাটা পৃথিবীর কাছে মনে হয় এমনি !!!

ফিরতি মন্তব্যে অনেক ধন্যবাদ ।

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
বাংলা ও ইংরেজীতে লেখা কবিতা পড়ে ভালো লাগলো।

কবিকে ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । ভাল থাকুন ।

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

ক্লে ডল বলেছেন: পরিবেশনায় ভিন্নতা ভাল লাগে।

সুন্দর কথামালা।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

আমিই মিসির আলী বলেছেন: বাপরে!
দ্বিমুখী কবিতা!
বেশ চমৎকার।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । বাপরে !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

খায়রুল আহসান বলেছেন: বাংলা কবিতার দুটো অংশ খুবই ভাল লেগেছেঃ
১। সদ্য বিচ্ছেদ নিয়ে সূর্য নিয়েছে বিদায়
পৃথিবীর একাকীত্বে চাঁদের দীর্ঘশ্বাস
২। চঞ্চলা জোনাক কানে কানে বলে আমায়
'করো আমায় বন্দি তোমার বুক পকেটে
ওহে নিশাচর সন্ন্যাসী!'

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:২১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



ইংরেজী নব বর্ষে রইল শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।

ভাল থাকুন সারাক্ষণ । শুভ কামনা রইলো ।

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ২:২৫

ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও রইল ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: প্রতি মন্তব্যে অনেক ধন্যবাদ ।

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০

বুক ওয়ার্ম বলেছেন:
বাংলা কবিতা ভাল। ইংরেজিতে অনেক ভুল আছে

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫১

সাহসী সন্তান বলেছেন: নতুন বছরে কোন কটকটি পরিবেশনা আছে কিনা দেখতে আসছিলাম, তয় আইসা তো বেশ মনঃক্ষুন্ন হইলাম! :( পাখি কি ধরা দিয়া ফেলাইছে নাকি? না পাখিরে স্বাধীন কইরা দিছেন? কুন্টা..... ;)

হ্যাপি নিউ ইয়ার (গতকাল দিলাম সেইটা ধইরা নিয়েন! মানে ভাববেন হ্যাপি নিউ ইয়ারটা গতকালকে জানাইলাম!) :P

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: একচুয়াল্লি আই ডোন্ট বিলিভ ইন হেপি নিউ ইয়ার ! প্রতিটি সেকেন্ডই নতুন সবার নিকট, এটা পূর্বে কখনো আসে নি । সো প্রতিটি সেকেন্ড এর জন্যই আমরা ভালো কিছু উইস করতে পারি ।

আইচ্ছা, বুঝে নিলাম ! তাই বলে আবার কখনো কিছু না লিখেই বুঝে নিতে বলবেন না !!

শুভ কামনা রইলো ।

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:
চঞ্চলা জোনাক কানে কানে বলে আমায়
'করো আমায় বন্দি তোমার বুক পকেটে
ওহে নিশাচর সন্ন্যাসী !'


আবেগে ঠাসা লেখা!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন লিখেছেন কবি।

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৩৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৪

বিলিয়ার রহমান বলেছেন: সদ্য বিচ্ছেদ নিয়ে সূর্য নিয়েছে বিদায়
পৃথিবীর একাকীত্বে চাঁদের দীর্ঘশ্বাস
নক্ষত্রগুলো ভীড় করে একে একে
রূপালী জ্যোৎস্না দেখি আমি মুগ্ধ নয়নে !
চঞ্চলা জোনাক কানে কানে বলে আমায়
'করো আমায় বন্দি তোমার বুক পকেটে
ওহে নিশাচর সন্ন্যাসী !'



সুন্দর লিখেছেন!:)

প্লাস!:)

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.