নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

প্রাণের শব্দার্থরা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭


আ মা র ভা ই য়ে র র ক্তে রা ঙা নো
হৃদয়ের না উচ্চারিত আকাঙ্ক্ষাগুলো...
চিৎকার করে না বলা আবেগগুলো...
ভুলে ভরা বইয়ের সেই শব্দার্থরা!
ভালোবাসি তব আসুক না খ'য়ের পরে ক
আমার ভাষা, আমার ঘর...
অগোছালো আয়েশি জীবন....
এভাবেই ভালোবাসি, জুবুথুবু হয়ে বেঁচে থাকি।

ভেবেছি বাংলায়, রেখেছি হৃদয়ে উচ্ছ্বাস...
মায়ের নাড়িতে বাংলা, বাবার কপালে বাংলা
ভাইয়ের কাঁধে বাংলা, বোনের হাসিতে বাংলা
সূর্যের তাপে বাংলা, রাতের জ্যোৎস্নায় বাংলা
বট বৃক্ষের ছায়ায় বাংলা, দখিনা হাওয়ায় বাংলা
কিশোরের ঘুড়িতে বাংলা, কিশোরীর টিপে বাংলা
গ্রীষ্মের ভর দুপুরে জলের গায়ে বাংলা
ঘিরে থাকা চারপাশ, টুকরো টুকরো ভালোবাসা
মুখের হাসিতে হৃদয় আঁকা, এই তো বাংলা...
পরতে পরতে ছড়িয়ে থাকা এই বাংলা, এ আমার মাতৃভাষা ।

ভালোবাসি আমার এ মাতৃভাষাকে
যেমন মমতাময়ী মা আগলে রাখে তাঁর সন্তানকে।




ছবি বন্ধু- গুগল ইমেইজ ।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালবাসী আমার এ মাতৃভাষাকে
যেমন মমতাময়ী মা আগলে রাখে তাঁর সন্তানকে - - -

ভাললাগা একুশৈর কাব্য :)

চারদিন পর আজ নরমালী সামুতে লগিন করতে পারলাম!
অনেক কিছূ মিস হয়েছে। একুশের লেখাও!
একেক দিন মনে হয়েছে যেন এক যুগ - - -
হায় সামু বিরহ ;)

কবিতায়
++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা ! অবশ্য পিসি থেকে আমার সমস্যা হয় নি ।মোবাইল থেকে প্রবলেম যা এখনো আছে ।
যাক আপনি মহা সমস্যা থেকে উত্তরণ লাভ করেছেন এ হলো জরুরী ব্যাপার ।

সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ ।

শুভ কামনা রইলো ।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার আইএসিপর ঘাম ছুটায়া দিছি!

তারা বাধ্য হয়েছে লিষ্ট দিতে!
পরে ঠান্ডা হইছি ;)

বিটিআরসি এমন গর্দভ কান্ড করতে পারে ভাবা যায়!
ছাগল দিয়ে যেন হালচাষ করছে...কুপমন্ডুক এরা কারা প্রযুক্তি চালায়!!!
জানাপু শক্ত যোগাযোগ করছেন। আশা করি বিটিআরসি লিষ্ট সংশোধন করবে দ্রুত।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা ! আপনি বলে কথা !!

হ্যাঁ, তারা খুবই কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে তারা । আশা করি তারা তাদের ভুল বুঝতে পেরে দ্রুত সমাধান করবে ।

ফিরতি মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । এভাবেই চলতে থাকুক বাংলার কলম ।

শুভকামনা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর মন্তব্যে ভাল লাগা বেশ ।

অসংখ্য ধন্যবাদ রইলো ।

শুভ কামনা থাকলো ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার লিখেছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন:



মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাল লাগা রইলো ।

অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১

সুমন কর বলেছেন: বাংলা ভাষাকে নিয়ে যতই লেখা হোক না কেন, শেষ হবে না !! প্রতিটি সুন্দর।

আপনার এ লেখাটি অন্য লেখার তুলনায় মোটামুটি লাগল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর মন্তব্যে ভাললাগলো অনেক ।

অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা রইল ।

৭| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসি মা মাটি মাতৃভূমি আর মাতৃভাষা।
ভালোলাগা কবিতায়।

০৯ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর মন্তব্যে বেশ ভাল লাগলো ।

অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা রইল।

৮| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: দেশমাতা, মা, মাতৃভাষা তিনটি শব্দই জীবনের অবিচ্ছেদ্য অংশ........

বাংলা মানে অস্তিত্ব, বাংলা মানে শক্তি, বাংলা মানে দুর্জয়, বাংলা মানে জীবন......

শব্দের ঝংকার তোলা অনুপম এ সৃষ্টিতে প্রাণের ভাষায় "ভালোলাগা"।

০৯ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:



বেশ কাব্যিক ঘরনার মন্তব্য । চমৎকার লাগলো ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন :)

১০| ১৫ ই জুন, ২০১৯ সকাল ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: ভালবাসি আমার এ মাতৃভাষাকে
যেমন মমতাময়ী মা আগলে রাখে তাঁর সন্তানকে - - -
- খুব সুন্দর লিখেছেন! + +
অনেকদিন ধরে আপনাকে ব্লগে দেখা যাচ্ছে না। আশাকরি, ভাল আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.