![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সহজ কিন্তু, না জানলে অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হল এখান থেকে প্রশ্ন আসতেই পারে ;
সাধারণত since দ্বারা দুটি clause যুক্ত থাকলে এবং since-এর আগের অংশ Present indefinite/Present perfect tense হলে পরের অংশ Past indefinite tense হয়। যেমন:
It is many years since he (give) up smoking.
Ans.: It is many years since he gave up smoking.
Five years have passed since his father (die).
Ans: Five years have passed since his father died.
আবার since দ্বারা clause যুক্ত থাকলে এবং since-এর আগে clause বা বাক্যের অংশ Past indefinite tense হলে পরের অংশ verb -এর Past perfect tense হয়। যেমন:
Many years passed since I (meet) him last.
Ans.: Many years passed since I had met him last.
It was many years since I (visit) Tokyo.
It was many years since I had visited Tokyo.
কেন এরকম হল?
প্রথম বাক্যটি দেখুন: It is many years since he (give) up smoking.
খেয়াল করুন, এখানে বাক্যের দুটি ভাগ আছে, প্রথম ভাগে আপনি কোন পরিবর্তন করবেন না।
ত এটি বর্তমান কাল। পরের অংশটি দেখেই বুঝা যাচ্ছে এটি অনেক আগে হয়েছে। তুলনামূলক ভাবে বর্তমানের আগে Past indefinite tense ই আসে।
আবার দেখুন,
Many years passed since I (meet) him last.
খেয়াল করুন, এখানে বাক্যের দুটি ভাগ আছে, প্রথম ভাগ Past indefinite tense। পরের অংশটি দেখেই বুঝা যাচ্ছে এটি অনেক আগে হয়েছে। Past indefinite tense এর আগে Past Perfect Tense ই আসে।
এই নিয়ম ভালো মতন আয়ত্ব করতে www.studypress.org এ রেজিস্ট্রেশন করে প্রেকটিস করুন।
©somewhere in net ltd.