![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা বামপন্থী বলতে ঠিক কাদের বোঝায়??
অনেকের কাছে শুনি বামপন্থীরা সবাই নাস্তিক হয় । কথাটা কতটুকু সঠিক?
আর বামপন্থী বলতে কি কেবল কমিউনিস্টদেরকেই বোঝানো হয়? যদি না হয় তবে বামপন্থার বৈশিষ্ট্য কি কি??
ব্লগে তো অনেকেই আছেন, যদি এ ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতেন তবে উপকৃত হতাম ।
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১০
বোধহীন স্বপ্ন বলেছেন: কে সে? মহাজোটের মনে হচ্ছে ??
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪
দি সুফি বলেছেন: সবাই নাস্তিক নয়। আবদুল হামিদ খান ভাসানীও বামপন্থী ছিলেন!
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯
বোধহীন স্বপ্ন বলেছেন: এটা আমিও জানতাম । তবে কেউ কেউ যেভাবে জেনেরেলাইজ করে তাতে সন্দেহ তৈরি হয়েছে । আরেকটু ক্লিয়ার হবার জন্য পোস্টটা করলাম ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯
আব্দুর রহমান মিল্টন বলেছেন: নাস্তিক তবে মরার আগে আস্তিক হয়
৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২০
নষ্ট ছেলে বলেছেন: নাস্তিক হওয়া ছাড়া সম্ভবত প্রকৃত বাম হওয়া যায় না।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২০
বোধহীন স্বপ্ন বলেছেন: কিন্তু ওদের তত্ত্বে কি এমন কিছু আছে যেটা নাস্তিকতার দিকে যায়? আর বামপন্থী বলতে কি কমিউনিজমকেই বোঝায়? আরেকটু ক্লিয়ার হতে চাই ।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫
শাহ আজিজ বলেছেন: ইশ্বর বিশ্বাস হীনদের নাস্তিক বলা হয় । সব বাম ও কম্যুনিস্ট রা আবার ইশ্বর বিশ্বাসহীন নয় । চীনে ৫৬টি উপজাতির কংগ্রেস সদস্যরা সবাই নিজ ধর্ম পালন করেন ।গুগল এ চেক করলে অনেক বিষয় জানতে পারবেন । পৃথিবী যখন রাজনৈতিক বিশ্বাসে বিভক্ত হলো একদল কমিউনিজম ও সোস্যালিজম এর ধারায় ও আরেকদল ক্যাপিটালিস্ট ধারাকে ধারন করল,এদেরকে আলাদাকরে চেনানোর প্রক্রিয়ায় বাম ও ডান শব্দের সূচনা । দু ধারাই কুপোকাত হয়েছে ।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ । কিছুটা আইডিয়া পেলাম ।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭
বশর সিদ্দিকী বলেছেন: আমার বাবা কট্টর বামপন্থি ........... কিন্তু তিনি নাস্তিক নন।
এভাবে বলতে পারেন সকল নাস্তিকই বামপন্থি কিন্তু সকল বামপন্থিই নাস্তিক নয়।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১০
রাজ্জাক রাজ বলেছেন: প্রতিটা মহত কাজের বিরোধিতা করাই বামপন্থীর কাজ। এদের কে যতই ডানে যেতে বলবেন এরা ততই বায়ে যায়।
Typed with Panini Keypad
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭
বোধহীন স্বপ্ন বলেছেন: ঠিক বুঝলাম না ।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪
নষ্ট ছেলে বলেছেন: একটি বিশ্লেষণঃ মার্কসপন্থী বা কমিউনিস্টদের কেন বামপন্থী বলা হয়।
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫০
বোধহীন স্বপ্ন বলেছেন: কিছু তথ্য পাওয়া গেল । লিন্কের জন্য ধন্যবাদ ।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭
এম আর ইকবাল বলেছেন: ধর্ম টা প্রতিটি মানুষের নিজস্ব ।
কাউকে বাশ দিতে চাইলে ধর্মকে সবাই ব্যবহার করতে চায় ।
অন্যভাবে বললে ধর্মকে ব্যবহার করে স্বার্থ উদ্বার করতে চায় ।
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২
বোধহীন স্বপ্ন বলেছেন: সহমত ।
১১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৮
শাহ আজিজ বলেছেন: bashor_17 বলেছেন: আমার বাবা কট্টর বামপন্থি ........... কিন্তু তিনি নাস্তিক নন।
এভাবে বলতে পারেন সকল নাস্তিকই বামপন্থি কিন্তু সকল বামপন্থিই নাস্তিক নয়।#####
না, ঠিক হলনা । আমার অসংখ্য বিদেশি বন্ধু নাস্তিক কিন্তু তারা বাম বিশ্বাসী নয়। তারা ডান পন্থায় ও আস্থা রাখেন না । ওরা শান্তির জীবন চায় এবং তাদের চিন্তা, জীবন যাপন ও কর্মে স্বাধীনতা চান । আমি এদেরকে কম বিপজ্জনক মনে করি ।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০
মোটামানুষ বলেছেন: আমিও তাই মনে করতাম, তবে ঐরকম এইবার একজনকে হজে যেতে দেখলাম।