নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাইসেন্স টু কিল ছিল অপ্রকাশ্য কিন্তু হাসিনা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে হত্যার
সূফি বরষণ
লাইসেন্সড টু কিল’ বাক্যটি মূলত:এসপাইঅ্যানাজ বা গুপ্তচরবৃত্তিতে প্রচলিত। বিভিন্ন দেশে কাউন্টার এসপাইঅ্যানাজ সঙ্গে যারা জড়িত তাদের এরকম অবাধে হত্যা করার লাইসেন্স দেশের সরকার গুলো গোপনে দিয়ে থাকে। দেশী-বিদেশী থ্রিলার পাঠক মাত্রই জানেন, কল্পনার নায়ক জেমস বন্ড বা মাসুদ রানাকে অফিসিয়ালি সরকারের তরফ থেকে এ ধরণের ক্ষমতা দেয়া থাকে এবং তারা এ ক্ষমতার প্রয়োগ করে থাকে। যাই হোক, এ সমস্ত বিষয়াদি স্বপ্ন বা কল্পনার জগতের ব্যাপার॥ কিন্তু বাস্তবে আমরা জানিনা,প্রকাশ্যে ঘোষণা দিয়ে কোন সরকার অকাতরে মানুষ মারার লাইসেন্স কখনো কাউকে দেয় বা দিয়েছে। সেটা আধুনিক সভ্যতার কোনো দেশই আজ পর্যন্ত দেশের নাগরিকদের হত্যার প্রকাশ্যে এই ঘৃণিত নির্দেশ দেয়নি ॥ তবে, বাংলাদেশের এই ভূখন্ডে গত ৪৫বছর ধরেই আমরা দেখছি, সেটি কি সামরিক শাসন অথবা কথিত গণতান্ত্রিক শাসন- সকল আমলেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারের মুখোমুখি করা ছাড়াই অকাতরে মানুষ হত্যা করে আসছে এবং পার পেয়ে যাচ্ছে। তবে এতকাল এই ‘লাইসেন্স টু কিল’ ছিল গোপন-অপ্রকাশ্য। কিন্তু ডিক্টেটর হাসিনা এখন প্রকাশ্যে সকল বাহিনীর সদস্য কে নির্দেশ দিয়েছে ॥ তা সত্যিই একটি দেশের নাগরিকদের জন্য আতঙ্কের বিষয়॥॥ মুক্ত বুদ্ধি চর্চা কেন্দ্র থেকে সূফি বরষণ
©somewhere in net ltd.