নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভজলে সোনার মানুষ হবি\nমানুষ ভজলে সোনার মানুষ হবি

সূফি বরষণ

ানু মানুষ ভজলে সোনার মানুষ হবি

সূফি বরষণ › বিস্তারিত পোস্টঃ

যেসব কারণে আদ ও সামুদ জাতি ধ্বংস হয়েছিল ঠিক একই ভাবে হাসিনা ধ্বংস হবে

২৫ শে মে, ২০১৫ রাত ১২:১৬

যেসব কারণে আদ ও সামুদ জাতি ধ্বংস হয়েছিল ঠিক একই কারণে হাসিনার রাজত্ব ধ্বংস হবে
সূফি বরষণ
প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত কোনো জাতি বা শাসক চির স্থায়ী হয়নি ধ্বংস হয়েছিল ॥
কারণ তাদের অপকর্ম প্রজাদের উপরে নির্যাতন অত্যাচার জুলুম আর সৃষ্টিকর্তা আল্লাহ প্রতি নাফরমানির জন্য ॥ হাসিনাও একদিন আদ ও সামুদ জাতির মতো ধ্বংস হয়ে যাবে॥ কোনো অত্যাচারী শাসক স্থায়ী হয়নি আর হাসিনাও হবে না ॥॥
আদ জাতি:
আদ জাতির অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসেবে উপর্যুপরি তিন বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেতগুলো শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগবাগিচা জ্বলে-পুড়ে ছারখার হয়ে যায়। তা সত্ত্বেও তারা শিরক ও মূর্তিপূজা ত্যাগ করেনি।
চিন্তার দিক থেকে : ক. তারা আল্লাহর অনুগ্রহগুলোর অবমূল্যায়ন করেছিল। সেহেতু তারা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শয়তানের অনুগামী হয়ে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল খ. আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপন্যাসের অর্চনা শুরু করেছিল গ. আল্লাহর নেয়ামতগুলো তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল ঘ. তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ঙ. এবং আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল। যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। আর কর্মের দিক থেকে : ক. তারা অযথা উঁচু জায়গাগুলোয় সুউচ্চ টাওয়ার ও নিদর্শনাদি করত, যা স্রেফ অপচয় ছাড়া কিছুই ছিল না। খ. অহেতুক মজবুত প্রাসাদরাজি তৈরি করে তারা ভাবত যে, সেখানে চিরকাল বসবাস করবে। গ. তারা দুর্বলদের ওপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাত। (সূরা শোআরা : ১২৮-১৩০)।
সামুদজাতি:
এটি আরবের প্রাচীন জাতি
গুলোর মধ্যেদ্বিতীয় জাতি। 
আদের পরে এরাই সবচেয়েবেশী খ্যাতি ও পরিচিত অর্জন করে। 
কুরআন নাযিলের পূর্বে এদের কাহিনী সাধারণ মানুষের মুখে  মুখে  প্রচলিত  ছিল।  জাহেলীযুগের কবিতা, ও খুতবা সাহিত্যে এর ব্যাপকউল্লেখ পাওয়া যায়। আসিরিয়ার শিলালিপি,গ্রীস, ইসকানদারীয়া ও রোমের প্রাচীনঐতিহাসিক ও ভুগোলবিগণও এর উল্লেখকরেছেন। ঈসা আলাইহিস সালামের জন্মেরকিছুকাল পুর্বে ও এ জাতির কিছু কিছু লোক
বেঁচে ছিল॥
আদ জাতির পরিণাম থেকে শিক্ষাগ্রহণ করো। তোমরা যদি আদদের মতো বিপর্যয় সৃষ্টি করতে থাকো, তাহলে যে মহান আল্লাহর অসাধারণ ক্ষমতা এ 
বিপর্যয় সৃষ্টিকারী জাতিকে ধ্বংস করে 
দিয়ে তারজায়গায় তোমাদেরকে প্রতিষ্ঠিত করেদিয়েছিলেন, 
সেই মহা শক্তিধর আল্লাহইআবার তোমাদেরকে ধ্বংস করে দিয়ে
অন্যদেরকে তোমাদের 
স্থলা ভিষিক্ত করতে পারেন।
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.