নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে এখন অন্ধকার যুগের শাসন
চলছে
সূফি বরষণ
প্রাচীন বাংলার ইতিহাসে ১৫০ এর মতো
সময় কাল অন্ধকারের যুগ ছিলো ॥
ঐ সময়টা কে মাৎস্যন্যায় নামে
বলা হয়॥ কবি আল মাহমুদ এই
মাৎস্যন্যায় নামে একটি কবিতাও
লিখেছিলেন ॥ ঐ কবিতায় বোয়াল
কে রূপক অর্থে ব্যবহার করেছেন ॥
ঐ কবিতার রাঘব বোয়ালরাই আজ
সবুজ শ্যামল বাংলাদেশকে গিলে
খাচ্ছে ॥ সারা দেশকে শ্মশানে পরিনত
করছে ॥ সব কিছু লুটপাঠ আর পাচার
করে দেশকে পরিণত করেছে বিরাণ
ভূমিতে॥
প্রিয় পাঠক বলছিলাম মাৎস্যন্যায় যুগের
কথা॥ ঐ যুগটা ছিলো মারামারি কাটাকাটি
রাহাযারি লুটতরাজ জবরদখল আর
নারীদের ইজ্জত লুটকরা!!!!!??? আর
ঐ সময় সাহিত্য সাংস্কৃতির কোন উন্নয়ন
বা কার্যকলাপ ছিলো না ॥॥
যাকে বলে আইয়ামে জাহেলিয়াতের
চেয়েও অনেক খারাপ ???!!!!॥
হাজার বছরের পরিক্রমায় সেই অন্ধকার
যুগ ফিরিয়ে এনেছে হাসিনা বিবি??!!!
আর কবিতার সেই রাঘব বোয়ালরা
হলো হিন্দুদের ধর্ম গ্রন্থ ভবিষ্যত্ পুরানার
বর্ণনা অনুযায়ী ভারতের শাসক
গোষ্ঠী !!! আর এটাই সত্য যে ঐ গ্রন্থে
বলা হয়েছে যে সিন্ধু নদের অববাহিকায়
যে সনাতন বা বৈদিক ধর্মের
অনুসরণকারীদের জন্য আশেপাশের
রাজ্য গুলো সর্বদা হুমকি করণ হবে॥
ওরা বৈদিক ধর্মের অনুসরণকারীদের
কে যেকোনো সময় বিনাশ সাদন করতে
পারে ॥ তাই ঐ রাজ্য গুলো নিয়ন্ত্রণে
ও ধমিয়ে রাখতে হবে তবেই বৈদিক
ধর্মের মানুষেরা নিরাপদে থাকবে॥
তাই ভারত মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ
ও পাকিস্তান কে ঘৃণার চোখে দেখে
আর ষড়যন্ত্র করে সর্বদা ধমিয়ে রাখার
জন্য ওদের ভবিষ্যত্ পুরানা
অনুযায়ী !!!
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূৃফি বরষণ
©somewhere in net ltd.