নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি রায়ের ক্রিয়া প্রতিক্রিয়ায় প্রমাণ করে আমরা মানসিক বিকারগ্রস্ত সমাজের মানুষ নামের পশু ॥
সূফি বরষণ
জাতীয় সংসদে 'সালাহউদ্দিন কাদের চৌধুরী একবার দাঁড়িয়ে বলেছিলেন, "আমার পিতা ১৯৭১ সালের ডিসেম্বরের পূর্বপর্যন্ত পাকিস্তানের অনুগত ছিলেন। শেখ মুজিবুর রহমানও পাকিস্তানের জেলে থাকা পর্যন্ত সে দেশের প্রতি অনুগত ছিলেন। মুজিব অখন্ড পাকিস্তান চেয়ে ছিল ॥ শেখ মুজিব ২১ বার শপথ করে জানিয়েছিলেন যে তিনি পাকিস্তান ভাঙার সঙ্গে জড়িত নন। উলফা নেতা জেলখানায় থেকেও জানিয়েছেন যে তিনি আসামের স্বাধীনতা চান, মুক্তিযোদ্ধা অনুপ চেটিয়ার বুকের যে পাটা আছে, হাসিনার পিতার তাও ছিল না। আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের কারখানা। আমি নিজেও কিছুদিন মুক্তিযোদ্ধা ছিলাম। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যখন শেখ হাসিনার পাশে ছিলাম, তখন আমি ছিলাম একজন মুক্তিযোদ্ধা॥"
সেটা অন্য বিষয় আমি এই বিষয়ে কিছু বলতে চাই না ॥
দেশের কথিত আদালত সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় বহাল রেখেছে। ধরে নেয়া যাক, সালাউদ্দিন কাদের তার কৃত অপরাধের জন্য মৃত্যুদন্ড প্রাপ্য। কিন্তু মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন রাজনৈতিক ব্যক্তিকে 'বাস্টার্ড' বলে সম্ভোধন করা একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের( শেখ আদনান ফরহাদ) পক্ষে কতটুকু শোভন?
সেটা যদি লেখা হয় তাঁরই ফেবুর ওয়ালে??!!
ক্ষোভ বা ঘৃণা প্রকাশ তো আরো অনেক ভাবে করা যায়। এ জন্য একজনকে বাস্টার্ড বলতে হবে? তবে, তাদের এ ধরণের জিঘাংসার বর্হিপ্রকাশ দেখলে যে কারো বুঝতে অসুবিধা হবেনা এরা আসলে কারা। রাজনৈতিক কোটায় শিক্ষক হয়ে তার দায় শোধ করতেই কি তাদের এতো বেশি প্রতিক্রিয়াশীল মনোভাব?
এরা আসলেই জ্ঞানপাপী শিক্ষার পবিত্র অঙ্গনকে কূলুষিতকারী॥
আর সেটা মনে হয় দেশবাসীর বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়॥ আজ শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই সমাজের সকল শ্রেণি পেশা মানুষের মধ্যে মহামারি আকারে মানবিক মূল্যবোধের
অবক্ষয় দেখা দিয়েছে ॥
অপরাধী তাঁর অপরাধের জন্য শাস্তি পাবে সেটাই সামাজিক ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত ॥
অপরাধ বিজ্ঞানের ভাষায় অপরাধীকে ও আত্মাপক্ষ সমর্থন করে কিছু বলতে দিতে হয় ॥ কিন্তু আমরা কেন জানি দিন দিন হিংস্র নেকড়ের মতো জীবন্ত জীবের দেহ থেকে মাংস ছিঁড়ে খাওয়ার মাধ্যমে উল্লাসে লিপ্ত হয়ে
পড়েছি ॥ এর ফল সমাজ ও রাষ্টের জন্যে সুফল বয়ে আনবে না, অনেক কঠিন মূল্য দিতে হবে॥
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ
৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৩৪
সূফি বরষণ বলেছেন: আমি ভালো আছি ॥ আপনার কথা বলেন
২| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪৯
যোগী বলেছেন:
সাকা কে বাস্টার্ড বললে তোর লাগে। নিঃশ্চয় তুই সাকার একজন খাস পতিতা। ব্যাপার না তুই এখন হুকার পতিতা হয়ে থাকবি।
৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩১
সূফি বরষণ বলেছেন: যোগীর ভাষা এতো সুন্দর হয় আমার জানা ছিল না ॥ আপনার প্রতিক্রিয়া প্রকাশের ভাষা বলে দেয় আমার লেখা সার্থক হয়েছে ॥
৩| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১
নূর আলম হিরণ বলেছেন: আপনার প্রতিক্রিয়া দেখেতো আমাদেরই সরি আমারই সন্দেহ হচ্ছে!!
৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৩
সূফি বরষণ বলেছেন: সন্দেহ হওয়ার কোনো কারণ নাই ॥ যা সত্য তাই লেখার চেষ্টা করলাম
৪| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৩
নতুন বাঙ্গাল বলেছেন: বুঝলাম, 'কুকুরকে কুত্তা' বলায় আপনার ব্যাপক আপত্তি আছে।
৫| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯
Mir_Harun বলেছেন: বাস্টার্ড বলাতে গায়ে লাগছে। ব্রাদার ফাকার বললে আশা করি খারাপ লাগবে না । @সূফি বরষণ
৬| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১:৩৫
মোহামমদ অাবুল বাশার বলেছেন: এ দেশে পাকি দালালের proruction মাশাল্লা ভালই হইছে !
৭| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৩:৪১
কোলড বলেছেন: Strangely a high number of Janhangirnagar faculties appear to be afflicted with this swearing disease. The last VC Anwar Hossain too said something similar
৮| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:১২
কাজী লোকমান বলেছেন: আসলে কথা সেটা না কথা হচ্ছে সালাউদ্দীন কাদের নাম শুনলেই হাম্বারা দৈনিক তিন বার প্যাগনেট হইয়া যায় । আর হাসিনা তো কট খাইছিল
৯| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''যোগীর ভাষা এতো সুন্দর হয় আমার জানা ছিল না ॥ আপনার প্রতিক্রিয়া প্রকাশের ভাষা বলে দেয় আমার লেখা সার্থক হয়েছে ॥ ''
হা হা হা..........দারুন বলেছেন
অভিনন্দন
আপনি সার্থক।এই হলো মুক্তমনের নমূনা।মতের বিরোধ হলে খেই খেই করে উঠি,আর অন্যকে বলি প্রতিক্রিয়াশীল মতান্ধ।
প্রতিবাদের ভাষাও সেরকম......অন্যকে বলি সেকেলে/গুহামানব
০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১০
সূফি বরষণ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ॥ ভবিষ্যতে আর সহযোগীতার আশা রাখি
তথ্য বিনিময় হবে॥
১০| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইনশাআল্লাহ
সো নাইস টু মিট ইউ
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
আপনি ঠিক আছেন তো?
"আমরা আমরা" না করে নিজের কথা বলেন!