|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বর্তমান বিশ্বে অষ্টম এবং দক্ষিণ এশিয়ার চতুর্থ নিরাপত্তাহীন দেশ বাংলাদেশ ??!!!!
আমাদের সামাজিক নিরাপত্তা আজ কোথায়???!
সূফি বরষণ 
দেশের সাধারণ নাগরিকগণ আজ ভয়াবহ নিরাপত্তা সংকটে??!কিন্তু কেন এমনটি হওয়ার কথা ছিল না॥ অবৈধ ক্ষমতালোভী ডিক্টেটর হাসিনার সরকার আজ নাগরিকদের নিরাপত্তা দিতে চরম ভাবে ব্যর্থ হয়েছে ॥ 
এই অপহরণ বাণিজ্যের সরাসরি জড়িত সরকারি দলের নেতা কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা॥ 
এই চক্রের সদস্যরা অপহরণের মাধ্যমে দেশের নাগরিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা ॥
 আজ বাংলাদেশ একটি অতঙ্কিত নিরাপত্তাহীন জনপদের নাম ॥ দেশে আজ গণতন্ত্র আইনের শাসন ও নির্বাচিত সরকার না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে ॥ 
এই অবৈধ শাসন আর অবৈধ শাসকের চাপিয়ে দেয়া গুম খুন নির্যাতন অপহরণ ধর্ষণ রাহাজারি আর কতদিন আমরা সহ্য করবো॥ কবে আসবে আমাদের মুক্তির দূত যুগের বখতিয়ার ॥
বিশ্বের  অপহরণের শীর্ষ দশের তালিকায়  ভারত, পাকিস্তানের সাথে  বাংলাদেশের নামও রয়েছে ॥ আর সেটা দক্ষিণ এশিয়ার দেশের তালিকায় বাংলাদেশের নাম চতুর্থ ॥
বিশ্বে মুক্তিপণের জন্য সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটে মেক্সিকোতে। পাকিস্তান, ইরাক, নাইজেরিয়া, আফগানিস্তানের মতো দেশকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বাংলাদেশ রয়েছে ৮ম স্থানে। 
অপহরণের কথা এলেই লিবিয়া, আফগানিস্তানের নাম ব্যাপকভাবে আসে। কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশের চেয়ে ভারতে অপহরণ হয় অনেক বেশি।
যুক্তরাজ্যভিত্তিক একটি বীমা কোম্পানি এই তথ্য দিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া উল্লেখ করেছে।
২০১৪ সালের হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটে মেক্সিকোতে। এরপর রয়েছে যথাক্রমে ২. ভারত, ৩. পাকিস্তান, ৪. ইরাক, ৫. আফগানিস্তান,, ৬. লিবিয়া, ৭. আফগানিস্তান, ৮. বাংলাদেশ, ৯. সুদান, ১০ লেবানন।
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে 
সূফি বরষণ 
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০২|  ০১ লা আগস্ট, ২০১৫  রাত ৯:৩৪
০১ লা আগস্ট, ২০১৫  রাত ৯:৩৪
সাদী ফেরদৌস বলেছেন: বি অ্যান পি জামাতিদের আগুন সন্ত্রসের জন্য দেশ কেন আরও আগে স্থান নিলো না এটাই আশ্চর্য !!!! এখন দরকার এদের কুত্তা মারা মারা । দেখা মাত্র গুলি , তাহলে দেশ যদি একটু ঠাণ্ডা হয় । নয়ত বাংলাদেশ তালিকার আরও আগে চলে আসবে ।
৩|  ০১ লা আগস্ট, ২০১৫  রাত ১০:৫১
০১ লা আগস্ট, ২০১৫  রাত ১০:৫১
নতুন বলেছেন: একশোর উপরে আগুনে পুড়ে মৃত্যু...ক্রসফায়ারে মৃত্যূ..ছিন্তাই/চুরির অভিযোগে জনগন পিটিয়ে মেরে ফেলে .. 
মায়ের পেটের শিশু গুলিখেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে কিন্তু আসামী ধরার কোন চেস্টা নাই। 
তাতে লিস্টে নাম থাকাটা সাভাবিক
৪|  ০২ রা আগস্ট, ২০১৫  বিকাল ৩:০৩
০২ রা আগস্ট, ২০১৫  বিকাল ৩:০৩
মাঘের নীল আকাশ বলেছেন: লিস্টে নাম এত পিছনে ক্যান?
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৫  রাত ৮:৩১
০১ লা আগস্ট, ২০১৫  রাত ৮:৩১
এরশাদ বাদশা বলেছেন: দুরে গিয়া মর।