|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সানি লিওন আর ইসলাম পন্থীদের দৈন্যতা নিয়ে কিছু কথা 
সূফি বরষণ 
গতকাল আমি ফেবুতে মজাকরে সানি লিওন আর হেফাজতকে নিয়ে একটা ছোট্ট পোস্ট করেছিলাম ॥  আমার কথা গুলোর  তীব্র প্রতিক্রিয়া জানায় অনেকেই ?॥ এতে বুঝা যায় অনেকেরই ধর্মীয়  অনুভুতিতে আঘাত লেগেছে, আর লাগাটাই স্বাভাবিক কারণ বুঝা না বুঝার বোঝা ॥ এবার আপনাদেরকে আত্মাপক্ষ সমর্থন করে কিছু বলি ॥ বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে আছে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে ॥ আর এই আস্থা  আমেরিকা ভারত রাশিয়াকে পরিপূর্ণ ভাবে বুঝাতে সক্ষম হয়েছে এই অবৈধ সরকার ॥ 
সানি লিওনের মতো জগৎ নষ্টাদের দেশে এনে ধর্মীয় উত্তেজনা সৃষ্টির মাধ্যমে এজেন্ডা বাস্তবায়ন করছে ॥ আর বার বার সরকারের প্রতারণার ফাঁদে পা দিচ্ছে ইসলামপন্থীরা  ॥ এখানে বলতেই হবে দেশে ইসলামপন্থীদের দৈন্যতা চরমে পৌঁছেছে॥ সেরের উপর সোয়া সের দিতে না পারলে কিছুই হয় না॥ আর না করতে পারলে সানি লিওয় আসবে আরও কত কিছুই আসবে যাবে॥ সীসা বার জুস বার নাইট ক্লাব ডিজে পার্টি বাড়তেছে আরও বাড়বে ॥ এক টানবাজার বন্ধ হয়েছে আরও শতে শতে টানবাজার চালু হয়েছে রাজধানীর অভিজাত এলাকায় ॥ আরও আছে বাংলাদেশ ইসক্ট সার্ভিস যার মাধ্যমে প্রকাশ্যে পতিতাবৃত্তি করা হয়ে ॥ এবং  ভারতীয় সিরিয়াল কে বন্ধুর করবে??॥ শুধু সানি নয় বন্ধ করলে সব করতে হবে॥ এখন সানিকে নিয়ে  হেফাজতসহ অন্য ইসলামী দল গুলো শুরু করবে ধর্ম রক্ষার জন্য আন্দোলন ॥ মিডিয়া বিশ্ববাসীকে দেখাবে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের ভয়ংকর উত্থান হয়েছে যা বিশ্ব শান্তির জন্য হুমকি !!?? অতএব এই অবৈধ সরকার আরও কিছুকাল ক্ষমতায় থাকার সুযোগ পাচ্ছে ॥ এই এক সানিকে পুঁজি করে আরও কিছু দিন ক্ষমতা থাকার রাস্তা নিরাপদ করে ফেলবে অবৈধ খুনী হাসিনার সরকার ॥ একবার হেফাজত তো আন্দোলনের নামে রণে ভঙ্গ দিয়ে সাধারণ ছাত্রদের রক্তের সাথে বেঈমানি করে শফি সাহেব ঘরে ফিরে গেলেন ॥ রেলওয়ের  বিশ একর জায়গা হাটহাজারী মাদ্রাসার অবৈধ দখলে থাকা জমি সরকার লিখে দিয়ে শফি সাহেবের মুখ বন্ধ করেন সেই যাত্রায় ॥ শুধু কি তাই খাম ভর্তি টাকার বান্ডেল দিয়েছিলেন গোয়েন্দাদের মাধ্যমে হাসিনার সরকার ॥ আর সে সময় চট্টগ্রামে ছুঁটে  যান আমেরিকার দূতাবাসের কর্তা ব্যক্তিরা?॥ নিজে রক্তে মাংসে চিন্তা চেতনায় সাংবাদিক হওয়ায় নাকে গন্ধ ভেসে আসে এই ছুটে যাওয়ার কি উদ্দেশ্য বা আমেরিকায় হুজুরদের দাওয়াত করার কি উদ্দেশ্য প্রশ্ন জাগে মনে শত প্রশ্ন জানে॥ যে আমেরিকা তালেবান, আই এস, হিজবুত তাহরীর , হিজবুল্লাহ , বোকো হারাম সৃষ্টি করে সারা দুনিয়ার  মানুষের মাঝে ইসলামের আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে  ॥ এই আমেরিকা সারা বিশ্বে ৬ কোটি মুসলমানকে শরণার্থী বানিয়েছে ॥ এরপরও যদি না বুঝেন তাইলে আমার  কিছুই বলার নাই॥ দেশে ব্লগার মেরে রাস্তায় ঐ হুজুরদের কে আন্দোলনে নামানো হয় 
মানে কি ?? দেশে এখনও আইন আছে আপনারা উচ্চ আদালতে রিট আবেদন করতে পারেন যাতে সানি লিওন না আসতে পারে॥ কিন্তু কেউ কি তা করবে না করবে না॥আর টিকিটের দাম ১৫ হাজার টাকা হলেও একটি টিকিটও বিক্রির বাকী থাকবে না॥ আগে দেশে বামপন্থীরা হাউ কাউ করতো কিন্তু এরাও এখন সরকারের খাম ভর্তি টাকা পেয়ে চুপ একদম চুপ হয়ে গেছে  ॥ শফি সাহেবরাও এখন আন্দোলনের নামে রাস্তায় নামবে, কিন্তু  পুলিশ দেখা মাত্র গুলি করবে না ॥ বিশ্ব মিডিয়ায় আবারও সংবাদ আসবে বাংলাদেশে সানি লিওনকে নিয়ে  ধর্মীয় উগ্রপন্থীদের আবারও উন্মাদনা॥ তারপর আবার সেই খাম সেই টাকার বান্ডেল এবং চুপ একদম চুপ ॥ এভাবেই চলছে এভাবেই কি চলবে বুঝা না বেঝার বোঝা নিয়ে?? ॥
মুক্তিবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে 
সূফি বরষণ
 ২৮ টি
    	২৮ টি    	 +২/-০
    	+২/-০  ২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:১৭
২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:১৭
সূফি বরষণ বলেছেন: ভাই শুধু হেফাজত নয় বামপন্থীরাও টাকা খেয়ে চুপ ॥
২|  ২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:০০
২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:০০
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: সবই আল্লাহ'র ইচ্ছা, তাঁর হুকুম ছাড়া দুনিয়াতে কিছুই হয় না।
তিনি সঠিক কাজটিই করেন।
  ২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:১৮
২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:১৮
সূফি বরষণ বলেছেন: সত্্য বলেছেন ॥ ধন্যবাদ
৩|  ২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:০৬
২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:০৬
নতুন বলেছেন:  
  
সমাজ পরিবতন হচ্ছে এবং হবেই। সব সময় তা ভাল বা খারাপ হয়না। আর পরিবতন হবে এটা বন্ধও করা যাবেনা।
আগে নারীরা রিক্সায় কাপড় দিয়ে ঢেকে রাখতো এবং সানি লিওনের নৃত্য দেখতে যাবে....  সমাজের পরিবতন হচ্ছে এটা মানবেন না।?
আর খুনি নিজামউদ্দিন নাকি পরে আউলিয়া হয়ে ছিলো এবং সমাজে তার ভক্তও আছে। এখন সানী যদি অতীত ভুলে শুধু অভিনেত্রি হয় তবে তাকে আসতে দিলে ক্ষতি কি?? 
কেউই তো দেশে পণ সাইট বন্ধের জন্য দাবি করছে না????? সেটার জন্য দাবীটা অনেক দরকারী।
  ২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:১৯
২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:১৯
সূফি বরষণ বলেছেন: জি আপনি সঠিক বলেছেন ॥ আপনারা জন্য শুভকামনা রইল
৪|  ২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:০৯
২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:০৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন, আমাদের আরো চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেয়া দরকার।
  ২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:১৫
২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:১৫
সূফি বরষণ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই॥ আপনারা প্রতি অনেক শুভকামনা রইল ॥
৫|  ২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:২৯
২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:২৯
সাদী ফেরদৌস বলেছেন: তোমার এই মুক্তি  বুদ্ধি চর্চা কেন্দ্র টা কোন জায়গায় , ঠিকানাটা দাও , আর তোমার ফেছবুক আই ডি টা দাও । 
আমরাও কিছু মুক্তি বুদ্ধি শিখি ।
  ২২ শে আগস্ট, ২০১৫  বিকাল ৫:০৭
২২ শে আগস্ট, ২০১৫  বিকাল ৫:০৭
সূফি বরষণ বলেছেন: sufi borshan ata facebook id
৬|  ২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:৫৫
২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:৫৫
সত্যের পথে আরিফ বলেছেন: এটাই আপনার মুক্ত চিন্তা? তাহলে আমি এটাকে বলবো মুত্রচিন্তা
  ২২ শে আগস্ট, ২০১৫  বিকাল ৫:১৪
২২ শে আগস্ট, ২০১৫  বিকাল ৫:১৪
সূফি বরষণ বলেছেন: পনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য ॥ আপনার প্রতি শুভকামনা রইল
৭|  ২২ শে আগস্ট, ২০১৫  রাত ১০:৩৫
২২ শে আগস্ট, ২০১৫  রাত ১০:৩৫
রাজীব বলেছেন: ফলাফল হলো এই।
১। এটি এখন ব্লগ, ফেসবুক, নেটে হট আইটেম।
২। কিছুদিন পর পেপার-পত্রিকায়ও এটি নিয়ে লেখালেখি হবে।
মানে বিনে পয়সায় বিজ্ঞাপন হচ্ছে।
বসুন্ধরা কনভেনসন সেন্টারে প্রতি সপ্তাহেই বিভিন্ন ইভেন্ট হয়। গত ২ মাসে মনে হয় কয়েকজন ভারতীয় শিল্পী এসে বসুন্ধরা কনভেনসন সেন্টারে অনুস্ঠান করেছে। কয়টি নাম আমরা শুনেছি???
কিন্তু নেট-পত্রিকার বদৌলতে সানি লিয়নের অনুষ্ঠানের কথা কিন্তু আমরা সবাই জেনে গেছি। যারা এখনো জানেনি তাদেরকেও অচিরেই আমরা জানিয়ে দিবো।
৮|  ২৩ শে আগস্ট, ২০১৫  রাত ২:১৩
২৩ শে আগস্ট, ২০১৫  রাত ২:১৩
নৈশ শিকারী বলেছেন: অসম্ভব মূল্যবান কিছু বাস্তব কথা বলেছেন, খুব ভালো লেগেছে ধন্যবাদ।
  ২৩ শে আগস্ট, ২০১৫  সকাল ৭:০৪
২৩ শে আগস্ট, ২০১৫  সকাল ৭:০৪
সূফি বরষণ বলেছেন: আমার লেখা ভালো লেগেছে যেনে খুশি হলাম ॥ অনেক ধন্যবাদ আপনাকে
৯|  ২৩ শে আগস্ট, ২০১৫  সকাল ৯:০৪
২৩ শে আগস্ট, ২০১৫  সকাল ৯:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একবার হেফাজত তো আন্দোলনের নামে রণে ভঙ্গ দিয়ে সাধারণ ছাত্রদের রক্তের সাথে বেঈমানি করে শফি সাহেব ঘরে ফিরে গেলেন 
১০০% সহমত
মগজহীন হুজুররা সানি লিওনের বাজার দর বাড়িয়ে দিচ্ছেন
চারপাশের নির্বোধ সব কর্মকান্ড দেখতে দেখতে নিজেই আস্তে আস্তে বোধহীন হয়ে যাচ্ছি
সময়োপযোগী পোষ্ট লিখেছেন কিন্তু বুঝে ক'জনা?
শুধু বলবো চালিয়ে যান,আছি দু'একজনা অথর্ব সাথে।
  ২৩ শে আগস্ট, ২০১৫  দুপুর ১:০৭
২৩ শে আগস্ট, ২০১৫  দুপুর ১:০৭
সূফি বরষণ বলেছেন: অনেক ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল করুক॥
১০|  ২৩ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:৩৮
২৩ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন সানিকে নিয়ে হেফাজতসহ অন্য ইসলামী দল গুলো শুরু করবে ধর্ম রক্ষার জন্য আন্দোলন ॥ মিডিয়া বিশ্ববাসীকে দেখাবে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের ভয়ংকর উত্থান হয়েছে যা বিশ্ব শান্তির জন্য হুমকি !!?? অতএব এই অবৈধ সরকার আরও কিছুকাল ক্ষমতায় থাকার দরকার!!
মন্দ বলনে নি!
হুজুরদের জাগতে আরও অর্ধশতাব্দী লেগে যাবে!!!!!!!!!!!! 
  ২৩ শে আগস্ট, ২০১৫  দুপুর ১:০৯
২৩ শে আগস্ট, ২০১৫  দুপুর ১:০৯
সূফি বরষণ বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্যে ॥ আপনারা জন্য অনেক শুভকামনা রইল
১১|  ২৩ শে আগস্ট, ২০১৫  দুপুর ১:০৪
২৩ শে আগস্ট, ২০১৫  দুপুর ১:০৪
ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: কিছু প্রশ্নের উত্তর এখানে পেতে পারেন view this link
  ২৩ শে আগস্ট, ২০১৫  দুপুর ১:১০
২৩ শে আগস্ট, ২০১৫  দুপুর ১:১০
সূফি বরষণ বলেছেন: অনেক ধন্যবাদ
১২|  ২৩ শে আগস্ট, ২০১৫  বিকাল ৪:০০
২৩ শে আগস্ট, ২০১৫  বিকাল ৪:০০
দেওয়ান তাহমিদ বলেছেন: আমি নিজেও লিখেছি এটা নিয়ে। আপনার লেখাটা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেক ছিলো।ভাবনার খোরাক পেলাম। ধন্যবাদ।  
  ২৩ শে আগস্ট, ২০১৫  বিকাল ৪:২৩
২৩ শে আগস্ট, ২০১৫  বিকাল ৪:২৩
সূফি বরষণ বলেছেন: অনেক ধন্যবাদ
১৩|  ২৩ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৬
২৩ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখাটি সকালেই পড়েছিলাম , আবার পরলাম , কমেন্ট করলাম  
  ২৪ শে আগস্ট, ২০১৫  ভোর ৬:৫২
২৪ শে আগস্ট, ২০১৫  ভোর ৬:৫২
সূফি বরষণ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ॥ জেনে অনেক খুশি হলাম যে আমার লেখা আপনার ভালো লেগেছে ॥ আপনার প্রতি রইল অনেক অনেক শুভকামনা ॥
১৪|  ২৪ শে আগস্ট, ২০১৫  সকাল ৭:০৭
২৪ শে আগস্ট, ২০১৫  সকাল ৭:০৭
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আচ্ছা হুজুররা সানিরে ছিনলো কেম্নে? তাহলে কি ওনারা সানির খোজ খবর আগে থেকেই রাখেন ? নাউজুবিল্লা।
আচ্ছা সনিকি কাপড় ছাড়া আসতেছে? অনলাইনেতো সে কাপড় ছাড়াই থাকে? কোনটা ক্ষতিকর । সানির স্বশরীরে আসা নাকি পর্ন সাইড হুলো এ্যকটিভ রেখে তাকে আসতে না দেয়া?
আচ্ছা এমনোতো হতে পারে আমার দেশে আসার পর সানির দিলে রহমত পড়লো সে এয়ারপোর্টে নেমেই হুজুর খুজত্ে লাগলো মুসলিম হবার জন্য। হতে পারেনা/?
১৫|  ২৪ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:৩৫
২৪ শে আগস্ট, ২০১৫  সকাল ১১:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পোস্ট পড়ে ,আমার একটা পোস্টের আইডিয়া এসেছে ।  দুএক লাইন আপনার সাথে মিলেও জেতে পারে । 
আপত্তি থাকলে জানাবেন , অবশ্য আপনার নামও থাকবে ।
  ২৪ শে আগস্ট, ২০১৫  রাত ৮:১০
২৪ শে আগস্ট, ২০১৫  রাত ৮:১০
সূফি বরষণ বলেছেন: জি করতে পারেন ॥ আপনার জন্য শুভকামনা রইল
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১০:৫৬
২২ শে আগস্ট, ২০১৫  সকাল ১০:৫৬
প্রবাসী ভাবুক বলেছেন: তাই তো বলি হেফাজত একেবারে চুপ মেরে গুটিয়ে গেল কেন আন্দোলন থেকে৷ হেফাজতের প্রাথমিক কার্যক্রমগুলো চমৎকার ছিল৷ এরপর সরকারী নেতানেত্রীদের সাথে বৈঠক, কূটনৈতিকদের সাথে বৈঠক এবং কয়েক কোটি টাকার রেলওয়ের জমির তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর বুঝতে আর বাকী ছিল না যে টাকার কাছে আল্লামা শফিও নতি স্বীকার করল৷