![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ছিলে আমার পাশে
সুকান্ত দাস
আমার প্রথম কবিতায় তুমি ছিলে
তোমাকে পেয়েছি আমি প্রতিটি পদক্ষেপে।
তুমি ছিলে আমার ভরা যৌবনে
বিমূর্ত প্রেমিকার স্বপ্ন বেশে।
তোমাকে দেখেছি আমি মানুষের পাশে
সিডর বিদ্ধস্ত ঐ বাংলার উপকূলে।
তুমি ছিলে আমার পাশে
সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে দীপ্ত স্লোগানে
তোমার মুখরিত পদধ্বনি-আজও রাজপথ যেন কাঁপে।
তুমি ছিলে আমার পাশে
সরব প্রতিবাদে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্কিত অধ্যায়ে
নিপিড়নের বিরুদ্ধে জাবি-আজও তাই যেন জ্বলে উঠে।
রানা প্লাজা ধসে, শত-শহস্র শ্রমিকের তীব্র চিৎকারে
তোমায় দেখেছি আমি আর্তমানবতার পাশে।
তুমি আছ, শাহবাগে, তারুণ্যের উচ্ছাসে
তোমার স্লোগানে মুখরিত আজ প্রজন্ম চত্তর
মুক্তিযুদ্ধের গৌরবগাথা, সেতো তোমার অহংকার
তোমার হাতে রাঙ্গা পোস্টার, যেন বহমান চিরকাল।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
সুকান্ত দাস অনির্বান বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ!!
১ম ভাললাগা।
+++