নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য হোক পথ চলার পাথেয়

সুকান্ত দাস অনির্বান

সুকান্ত দাস অনির্বান › বিস্তারিত পোস্টঃ

দিদি, তোমার উপর কি আমি রাগ করতে পারি ?

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪

কোন একদিন, আমার দিদির উপর অনেক রাগ হয়, দুদিন কথা না বলে তারপর দিদিকে লেখা একটি মেইল- হঠাৎ কম্পিউটারে খুজে পাওয়া গেল তাই পেস্ট করলাম।



দিদি,

কেমন আছো তুমি?



ছোটবেলা থেকে আমি দিদির কাছ থেকে অনেক বেশি বেশি আদর আর ভালবাসা পেয়ে আসছি তো,- তাই কিছুতেই মনকে বোঝাতে পারছি না। সব সময় দিদির কাছে আবদার করি আমি, সেটা অন্যায় হোক আর ন্যায় হোক কিছু চিন্তা না করেই করে থাকি। হয়তো কোন কারণ ছাড়াই অনেক সময় দিদির উপর খুব রাগ হয়। সমস্যাটা একান্ত আমার ব্যক্তিগত। কি করব কিছুতেই চেঞ্জ হতে পারছি না দিদি!



সময়ের সাথে সাথে আমাদের প্রত্যেকের জীবন গড়া, কিছুদিনের জন্য আমরা একে অন্যের কাছে আসি, ভাল লাগা, মন্দ লাগা নিয়ে পথ চলি তারপর সবকিছু ভুলে যায় একসময়। এটাই চিরন্তন সত্য কথা, এটাকে আমাদের প্রত্যেকেরই মেনে নিতে হয়। যে যতো তাড়া-তাড়ি মেনে নেয় সে ততো সুখে থাকে। তুমি খুব বুদ্ধিমান দিদি, তাই সময়ের এই নির্মম সত্যকে অতি সহজে তুমি মেনে নিতে পারছ! আমার ক্ষেত্রে একটু কষ্ট হচ্ছে, তবে ঠিক হয়ে যাবে একসময়।



আমি অনেক কিছু পেয়েছি দিদি তোমাদের কাছ থেকে, যা আমার সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। এ ভালবাসা কখনো ভোলার নয় দিদি!



দিদি, জ্ঞানের সীমাবদ্ধতার কারণে হয়তো তোমার সবটুকু ভালবাসা গ্রহণ করতে পারিনি, কিন্তু একথা বলতে আমার কোন দ্বিধা নেই যে তুমি কখনো কার্পণ্য করোনি দিদি, নিজের সাধ্যমতো চেষ্টা করেছো এই ভাইটাকে ভালবাসতে। আমি অন্যদের থেকে সকসময়ই বেশি পেয়েছি তোমার কাছ থেকে। সবসময় চেষ্টা করেছি তোমার প্রাণের ভাই হতে। কতোটুকু পেরেছি জানি না দিদি…



পারলে আমাকে ক্ষমা করে দিও দিদি

আমার জন্য কষ্ট পেও না

তোমার এই ভাই তোমার মঙ্গল কামনা করবে সবসময়।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দিদিরা ভাইয়ের জন্য সব সময়ই মঙ্গল কামনা করে

২| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

সুকান্ত দাস অনির্বান বলেছেন: হুম ঠিকই বলেছেন লায়লা আপু, বড়-দিদিরা ছোট ভাইদের জন্য তো সবসময় মঙ্গল কামনা করবেই কিন্তু দিদি আর ভাই যদি প্রায় সমবয়সী হয় তখন একে অন্যের মঙ্গল কামনা তো করতেই পারে :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.