| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শুকনোপাতা০০৭
	আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে...
আজ কাল চোখ দু'টো খুব জ্বলে
আমি তবু চোখ খুলে রাখি,
ভয় হয়!এই বুঝি জল গড়িয়ে পড়ে...
এই বুঝি কতো কথার জল গুলো
মূল্যহীন হয়ে পড়ে...!  
আমি বুঝতে পারি,বড্ড ক্লান্ত 
আমার আঁখি,
দু'চোখের পাপড়ি গুলো ও চাইছে
এক হতে আরো একটি বার,
আমি তবু চেয়ে থাকি,খুলে রাখি আঁখি...
ভয় হয়!এই বুঝি জল গড়িয়ে পড়ে
এই বুঝি আমার অবুঝ মন
জলের স্পর্শে ভেঙ্গে পড়ে! 
আজ কাল চোখ দু'টো প্রায়ই ঝাপসা দেখে
আমি তবু চেয়ে থাকি,
ভয় হয়!চোখ বুজলেই বুঝি হারিয়ে ফেলবো
জমানো সব অনুভূতি গুলি... 
আমি জলের মূল্য চাইনে,
আমি বোধের বিসর্জন চাইনে
শুধু অশ্রু টলমল আঁখির 
বিসর্জন চাই,নীরবতার কাছে! 
আজ কাল চোখ দু'টো সত্যি
খুব জ্বলে... 
 
১১ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৬
শুকনোপাতা০০৭ বলেছেন: আহারে!! 
 
২| 
০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৪২
ফারজানা শিরিন বলেছেন: আজ কাল চোখ দু'টো সত্যি
খুব জ্বলে...
আজকাল নদির ঢেউ আমার মাঝেই নাচে ! 
কষ্ট হাসির বাঁধন গুলোয় ছেঁড়ার টান লাগে .......... 
 
১১ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৬
শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর বলেছেন.. 
 
৩| 
১০ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৪
মেহেরুন বলেছেন:  ২য় ভালো লাগা রইলো আপুনি। 
আজ কাল চোখ দু'টো প্রায়ই ঝাপসা দেখে
আমি তবু চেয়ে থাকি,
ভয় হয়!চোখ বুজলেই বুঝি হারিয়ে ফেলবো
জমানো সব অনুভূতি গুলি... 
দারুন লাগলো। +++
ভালো থেকো। 
 
১১ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৬
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ,ভালো থেক আপু 
 
৪| 
১১ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভালোলাগা ++++++++++
 
১১ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৭
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
৫| 
১৩ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৩৮
মাক্স বলেছেন: আপনার ব্লগে আসছি গল্প পড়তে শুনসিলাম আপনি গল্প লিখেন।
কবিতা সুন্দর হইছে। প্লাস।
 
১৩ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫৬
শুকনোপাতা০০৭ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম... 
 
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩৬
এহসান সাবির বলেছেন: সত্যি আজ কাল আমার চোখ দু'টো খুব জ্বলে....!