| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শুকনোপাতা০০৭
	আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে...
চারিপাশ...দেখতে পাচ্ছো?
নাহ...আমি দেখতে পাচ্ছি না!
আমার চোখ বন্ধ!
আমি অনুভব করছি,আমি দীর্ঘশ্বাস নিচ্ছি
আমি আমার কল্পরাজ্যে নতুন স্বপ্ন আঁকছি...
নতুন সাজ,নতুন আমেজ,নতুন ভাব
আমায় ছুঁইয়ে দিয়ে যায় নতুন স্পর্শে
আমি আবারো চোখ বুজি,পরম আবেগে
আমি আবারো নিঃশ্বাস নেই আপন বলয়ে...
চারিপাশ...এবার চোখ খুলো,
নাহ...আমি দেখতে চাই না
আমি শুধু অনুভব করতে চাই
আমি আমার কল্পরাজ্যেই থাকতে চাই,
আমি আমার আমিতেই থাকতে চাই...
চারিপাশ...তপ্ত রোদের তাপ তাই না?
নাহ...আমি তো তা বুঝি না!
আমি তো দেখি,সূর্য আলোর নতুন রঙ ছড়াচ্ছে
হাওয়া নতুন গান শোনাচ্ছে,
আর...?
আর কোকিল?...কোকিলের কি আপন সুরে
ডেকেই চলছে...
আমার আঙ্গিনায় আজ নতুন আবেশ
নতুন স্বপ্নের সুখ,
আমি চোখ বন্ধ রাখি,আমি অনুভবে ডুবে থাকি
আমি প্রকৃতির এই ভালোবাসায় সিক্ত থাকি,
নতুন আবেশে জড়িয়ে রাখি হৃদয়খানি সযত্নে... 
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:১৩
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপু 
 
২| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ++++++++++++
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:১৪
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
৩| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৫
স্বপনবাজ বলেছেন: সুন্দর কবিতা
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:১৪
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
৪| 
২৩ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৩২
স্পাইসিস্পাই001 বলেছেন: আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি ....গানটা শুনতে ভালই লাগে ........কবিতার সাথে কিছুটা মিল আছে তাই বললাম.......।
++++
ধন্যবাদ
 
২৪ শে মার্চ, ২০১৩  রাত ১০:২৮
শুকনোপাতা০০৭ বলেছেন: গানটা আমারো খুব প্রিয় 
 
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৩৭
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর কবিতা