| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শুকনোপাতা০০৭
	আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে...
মৌনতার আবরনে ঢেকে যায় শোরগোল
কঠিন তাই বলে,আমিই অনেক আপন!
খুব অপেক্ষায় আছি এক পশলা বৃষ্টির 
যেনো কঠিনেরে বলতে পারি,
আমি শুধু বৃষ্টিকেই আপনাতে পারি...  
তোর ব্যাস্ততা বুঝা ভার!
বৃষ্টি কখন আসে-যায়,কখন তোকে ডেকে যায়
সে খবরও রাখা ভার!
কি অদ্ভুদ সব কিছু...! 
তোকে ডাকে বৃষ্টি,ডাকে মেঘ,পাখী ছুটে তোর পিছু
তবু সময় হয়না তোর, 
শুধু ছুটে চলিস বহুদূর! 
আমি শোরগোল শুনতে পাই,অভিযোগ-অপবাদ
আর পরাজয়ের গান,
আমি তীব্র আকুলতায় চোখ ভাসাই
তবু পড়তে পারা দায় ,
আমি অনুরুদ্ধ হয়ে অশ্রু ভাসাই
তবে তা বুঝার কি দায়? 
বৃষ্টি আসে খুব আবেগ নিয়ে 
সুখ-অনুরাগের আবেশ নিয়ে
আমি চোখ বুজে থাকি,
আমি বৃষ্টি ছুঁয়ে দেখি
শুধু দেখা হয়না আবেগের কঠিন্যতা
অনুভব কড়া নাড়ে না হয়ে ব্যাকুলতা! 
তবুও বৃষ্টিকেই ভালোবাসি
যেনো কঠিনেরে বলতে পারি, 
আমি শুধু বৃষ্টিকেই আপনাতে পারি 
আমি বুঝাতে পাড়ি বৃষ্টিকে
আমি ভালোবাসি কঠিনকে...! 
 
০২ রা মে, ২০১৩  রাত ১০:০৪
শুকনোপাতা০০৭ বলেছেন: হুম! 
 একই অবস্থায় আমিও আছি!!! 
 
 
২| 
০২ রা মে, ২০১৩  রাত ৯:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ১ম ভালোলাগা। 
++++ 
 
০৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:৩১
শুকনোপাতা০০৭ বলেছেন: দুই জনকেই ধন্যবাদ 
 
৩| 
০২ রা মে, ২০১৩  রাত ১০:০৪
পেন্সিল চোর বলেছেন: ভালো লাগা ২য় টা পেন্সিল চোরের
৪| 
০২ রা মে, ২০১৩  রাত ১১:০৪
সায়েম মুন বলেছেন: সুন্দর লিখেছেন।
বৃষ্টি এলে আমি অস্থির হয়ে যাই। মনে করি কত কিছু লিখবো। কিন্তু কিছুই লিখতে পারি না।
 
০৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:৩১
শুকনোপাতা০০৭ বলেছেন: আর আমি তো লিখলেও ব্লগে দিতে পারি না!! 
 
 
৫| 
০৩ রা মে, ২০১৩  রাত ১২:০৪
একজন আরমান বলেছেন: 
বৃষ্টি কাব্য ভালো লাগলো।
বৃষ্টিকে নিয়ে এখনও কিছু লিখতে পারলাম না। ![]()
 
০৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:৩২
শুকনোপাতা০০৭ বলেছেন: আশা করি এতো দিনে লিখা হয়ে গেছে.. দাড়ান,আসছি দেখতে 
 
৬| 
০৩ রা মে, ২০১৩  রাত ২:৩২
স্বপনবাজ বলেছেন:  বৃষ্টি ছুঁয়ে দেখেছি , কিন্তু বৃষ্টি ফোটায় যে আবেগ মাখা থাকে তা কি ছোয়া যায় ! ছোয়া যায়না , কিন্তু ছিড়ে খায় ! 
লিখায় ভালোলাগা ! +++ 
 
০৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৩
শুকনোপাতা০০৭ বলেছেন: হুম,ঠিক বলেছেন 
 
৭| 
০৩ রা মে, ২০১৩  বিকাল ৫:৫১
নাজিম-উদ-দৌলা বলেছেন: কবিতা পড়ে হঠাৎ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে!
 
০৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৩
শুকনোপাতা০০৭ বলেছেন: আমি আজকে ভিজেছি 
 
৮| 
০৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:০০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
বৃষ্টির মত সেও আসুক।
সব ব্যস্ততা পাশ কাটিয়ে।
কবিতা ভাল্লাগছে।। 
 
০৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:১৯
শুকনোপাতা০০৭ বলেছেন: পথ হারিয়ে ফেলেছে.. আর আসা হবেনা 
 
৯| 
২৯ শে মে, ২০১৩  দুপুর ১২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন: 
+++++++++++++++ 
 
৩০ শে মে, ২০১৩  সকাল ১১:৪৯
শুকনোপাতা০০৭ বলেছেন: 
 
 
১০| 
০৩ রা জুন, ২০১৩  রাত ১:২৭
ঘুড্ডির পাইলট বলেছেন: বৃষ্টি আসে খুব আবেগ নিয়ে
সুখ-অনুরাগের আবেশ নিয়ে
আমি চোখ বুজে থাকি,
আমি বৃষ্টি ছুঁয়ে দেখি
শুধু দেখা হয়না আবেগের কঠিন্যতা
অনুভব কড়া নাড়ে না হয়ে ব্যাকুলতা! 
 
০৬ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৮
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩  রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।প্রক্সি ইউজ করছি তাই ভাললাগা দিতে পারলাম না।