| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শুকনোপাতা০০৭
	আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে...
সাধ আছে সাধ্য নাই
আমি অবিরত চেষ্টা করে কিছু সাধ্য বানাই,
তবুও যেনো সাধ গুলো সব সাধ্যের বাইরে 
তাই সাধ থাকলেও আমার সাধ্য নাই!
কোথাও কে বা কারা বলে!
সাধ্যের মধ্যে সব টুকু সুখ
তাই আমি সেই সাধ্য খুঁজে ফিরি
আমি সাধের ফেরি করি!
সাধ্য খানিক হয় কখনো
বৃষ্টি বিলাসী হবার,অথবা মেঘ-রৌদ্দুরে
খুব দূরে কোথাও হারিয়ে যাবার
সাধ্য শুধু হয় না,মনটাকে বুঝার
সাধ্য হয় না চাওয়ার সীমানা তৈরী করার!
আমার সাধ্য নেই শুধু সাধ আছে
সাধনে অযোগ্য সাধে বিলাসী আমি!
তাই সাধ কে আড়াল করে
আমি সাধ্য খুঁজে ফিরি,
অসংখ্য সাধের ভীড়ে আমি সাধ ফেরি করি!
কেউ মেঘ ছুঁতে চায় ডানায় ভর করে
কেউ তাঁরা হয়ে জ্বলতে চায় সারা নিশি জুড়ে
আমি শুকনোপাতা হয়ে খানিকটা হাওয়া ছড়িয়ে দেই
তপ্ত সময়ে শীতল পরশ বুলিয়ে দেই
দু'চোখ জুড়ে সুখ নিদ্রা জুড়ে দেই!
যেনো সাধ্য হয় সবার সাধ পূরনের
সাধ্য হয়ে সাধ বুননের
আমার সাধ আছে শুধু সাধ্য নেই!
আমি শুধু সাধ্য খুঁজে বেড়াই
আমি শুকনোপাতা হয়েই ভেবে যাই,
আমি আর সাধ্য না খুঁজে বেড়াই
সাধ্য ছোঁয়ার সাধ বোধহয় আর নেই!
 
১২ ই মে, ২০১৩  রাত ১০:৩২
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ,ভালো থাকবেন 
 
২| 
১২ ই মে, ২০১৩  বিকাল ৫:৫৫
কস্কি বলেছেন: অ....অ....অনেক দিন পর বড় বোনের!  কোন লেখা অনটাইমে ধরতে পারলাম!!  ![]()
সামু  আপগ্রেডের পর কোন পোস্টে ছবি দিলে তার অবস্থা .......... ![]()
 
 
১২ ই মে, ২০১৩  রাত ১০:৩৫
শুকনোপাতা০০৭ বলেছেন: হুম,বুঝলাম! তা কি খবর? আমি তো লগইনের ঝামেলার জন্য কম আসি! 
 
৩| 
১২ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
এলিয়েন এলান খান বলেছেন: আমি অবিরত চেষ্টা করে কিছু সাধ্য বানাই......জটিল হইছে
 
১৩ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:০৩
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
৪| 
১২ ই মে, ২০১৩  রাত ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: যেনো সাধ্য হয় সবার সাধ পূরনের
 সাধ্য হয়ে সাধ বুননের
 আমার সাধ আছে শুধু সাধ্য নেই!
 আমি শুধু সাধ্য খুঁজে বেড়াই
 আমি শুকনোপাতা হয়েই ভেবে যাই,
 আমি আর সাধ্য না খুঁজে বেড়াই
 সাধ্য ছোঁয়ার সাধ বোধহয় আর নেই!
সুন্দর সাধ আর সাধ্যের গোলক ধাধায় জীবনটা কেমন? 
 
১৩ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:০৪
শুকনোপাতা০০৭ বলেছেন: কেমন সেটা এক বাক্যে বলতে পারবো না,তবে হতে পারে ঘুড়ির সুতোর মতো..!
৫| 
১৩ ই মে, ২০১৩  রাত ১:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন: 
কেউ মেঘ ছুঁতে চায় ডানায় ভর করে
কেউ তাঁরা হয়ে জ্বলতে চায় সারা নিশি জুড়ে
আমি শুকনোপাতা হয়ে খানিকটা হাওয়া ছড়িয়ে দেই
তপ্ত সময়ে শীতল পরশ বুলিয়ে দেই
দু'চোখ জুড়ে সুখ নিদ্রা জুড়ে দেই! 
৪র্থ ভাললাগা। 
 
১৩ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
৬| 
১৩ ই মে, ২০১৩  ভোর ৪:২৫
কস্কি বলেছেন: আপনার সমস্যা আর আমার সমস্যা এক না!
আপনার সমস্যাটা মুলত বাংলালায়নের ![]()
আর আমার টা হলো ব্লগের!  তবে যখনই ব্লগকে ছ্যাঁকা মারার প্রস্তুতি নেই. .
 তখনই ছামু আবার সিধা হয়ে যায়!!  ![]()
![]()
 
১৩ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
শুকনোপাতা০০৭ বলেছেন: ও আচ্ছা! 
 
৭| 
১৩ ই মে, ২০১৩  দুপুর ১২:২২
সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো।
 
১৫ ই মে, ২০১৩  রাত ৮:১৪
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া 
 
৮| 
১৩ ই মে, ২০১৩  রাত ১০:৩০
নীল-দর্পণ বলেছেন: ৬নং ভাললাগা আপু ![]()
 
১৫ ই মে, ২০১৩  রাত ৮:১৫
শুকনোপাতা০০৭ বলেছেন: হিহিহি.. ৬*২=১২টা ধন্যবাদ 
 
৯| 
১৪ ই মে, ২০১৩  দুপুর ১:১০
 আমিনুর রহমান বলেছেন: 
আমি আর সাধ্য না খুঁজে বেড়াই
সাধ্য ছোঁয়ার সাধ বোধহয় আর নেই ... 
ভালো লাগা রইল ।
 
১৫ ই মে, ২০১৩  রাত ৮:১৬
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
১০| 
১৬ ই মে, ২০১৩  রাত ১১:৫০
নাজিম-উদ-দৌলা বলেছেন: সমস্যা কোথায় হয়েছিল জানিনা। ব্লগের আপডেটের পর সবাই লগইন করতে পারলেও আমি পারছিলাম না। অনেক ঝামেলা করে অবশেষে লগ ইন করা গেছে। মিস করেছি ব্লগকে, মিস করেছি আপনাদের লেখাগুলো। এখন খুজে পড়ছি সব।
ভাল লেগেছে কবিতা। 
 
১৯ শে মে, ২০১৩  রাত ১০:২৮
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ,মাঝে মাঝে আমিও এমন সমস্যায় পড়ছি!
১১| 
১৯ শে মে, ২০১৩  সকাল ১১:৪৭
মেহেরুন বলেছেন: আমার জানালায় আকাশ আসে না
১২| 
০৪ ঠা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:২৩
রাজু মাষ্টার বলেছেন: কনকা টেলিভিশন 
সাধ্যের মধ্যেই সবটুকু সুখ  
  
 
আপু একটু মজা করলাম......
আপনার কবিটাগুলা অসাধারন আসলেই  ++++
 
০৫ ই জুলাই, ২০১৩  দুপুর ১:২৪
শুকনোপাতা০০৭ বলেছেন: 
 
 
১৩| 
০৪ ঠা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++ দিছি
 
০৫ ই জুলাই, ২০১৩  দুপুর ১:২৪
শুকনোপাতা০০৭ বলেছেন: ধন্যবাদ 
 
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩  বিকাল ৫:০১
এরিস বলেছেন: খুব সুন্দর একটা কবিতা পড়লাম। অনেক ভালোলাগা। আমার সাধ্য নেই শুধু সাধ আছে
সাধনে অযোগ্য সাধে বিলাসী আমি!
তাই সাধ কে আড়াল করে
আমি সাধ্য খুঁজে ফিরি,
অসংখ্য সাধের ভীড়ে আমি সাধ ফেরি করি! এই কথাগুলো বেশি বেশি ভালো লেগেছে। +++