![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে...
আবার দেখা হবে কোন দিন
আবার কথা হবে কখনো
মাঝখানে জমা রয়ে যাবে
অনেক গুলো বছরের গল্প!
হয়তো কোন একদিন কথা হবে
হয়তো কোন এক তপ্ত দুপুরে
আবারো দেখা হবে,
তখন একই প্রশ্নই হয়তো ঘুরে ফিরে আসবে
আজ এতোদিন পর কে বেশি বদলেছে মনে হয়?
সময়?নাকি আমি?
তারপর আবারো কোন একদিন দেখা হয়ে যাবে
কোন এক মধ্য দুপুরে
হয়তো লেকের পাড়ের ব্রিজটিতে
অথবা শপিং মলের পাশে সেই গাছগুলোর নীচে!
ঘুরে ফিরে আবারো সেই একই প্রশ্নই থাকবে,
কে বেশি বদলে গেছে? সময় নাকি আমি?
উত্তর খুঁজতে খুঁজতেই সময় ফুরিয়ে যাবে
যাবার বেলায় তখন শুধু একটু হেসে বলা হবে,
'প্রশ্নটা তোলা রইল,আবার কখনো দেখা হলে
উত্তরটা দিবো,আজ বরং আসি'
তারপর আবার হয়তো কোনদিন দেখা হবে
কোন এক দ্বিপ্রহরে
ব্যস্ত সড়কের পাশে ক্লান্ত সময় ছুঁয়ে,
সেদিনও প্রশ্নটা একই রকম থাকবে,
কে বেশি বদলে যায়?সময় নাকি আমি?
সেদিন হয়তো সময় আর ফুরোবে না
তবুও উত্তরটা পাওয়া হবে না,
শুধু বলা হবে,
'উত্তরটা খুঁজে পেয়েছিলাম,কিন্তু দীর্ঘ সময়ের ভীড়ে
হারিয়ে ফেলেছি!প্রশ্নটা না হয় প্রশ্নই থেকে যাক!
উত্তর খোঁজার দায় থেকে পালাতে পালাতে
আজ অনেক প্রশ্নই এভাবে ঘুরে ফিরে,
ঠিক সেখানটায়,একইভাবে সামনে এসে দাঁড়ায়
যেখানটায় প্রশ্ন গুলো জন্মেছিলো!
নিরুত্তর আমি দিনের পর দিন
এভাবেই পালিয়ে বাঁচি,
এভাবেই দিন-মাস আর বছর কেটে যায়
প্রশ্ন গুলো প্রশ্নই থেকে যায়!
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২
সালমা শারমিন বলেছেন: সেদিন হয়তো সময় আর ফুরোবে না
তবুও উত্তরটা পাওয়া হবে না,
শুধু বলা হবে,
'উত্তরটা খুঁজে পেয়েছিলাম,কিন্তু দীর্ঘ সময়ের ভীড়ে
হারিয়ে ফেলেছি!প্রশ্নটা না হয় প্রশ্নই থেকে যাক!
অসাধারন!!!!!!!!!!!!!!!!!!!!!
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
মামুন রশিদ বলেছেন: প্রশ্ন গুলো প্রশ্নই থেকে যায়- জীবনে সব প্রশ্নের উত্তর মিলে না ।
সুন্দর কবিতা ।
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
শুকনোপাতা০০৭ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
সুমন কর বলেছেন: উত্তর খুঁজতে খুঁজতেই সময় ফুরিয়ে যাবে
যাবার বেলায় তখন শুধু একটু হেসে বলা হবে,
'প্রশ্নটা তোলা রইল,আবার কখনো দেখা হলে
উত্তরটা দিবো,আজ বরং আসি'
ভাল লাগল।
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
শুকনোপাতা০০৭ বলেছেন: ধন্যবাদ
৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
অদ্বিতীয়া আমি বলেছেন: উত্তরটা খুঁজে পেয়েছিলাম,কিন্তু দীর্ঘ সময়ের ভীড়ে
হারিয়ে ফেলেছি!প্রশ্নটা না হয় প্রশ্নই থেকে যাক!
কিছু প্রশ্নের উত্তর হয়না !
অনেক ভালো লাগলো কবিতা পড়ে ।
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
শুকনোপাতা০০৭ বলেছেন: হুম,শুধু প্রশ্ন গুলোই থেকে যায়.. ধন্যবাদ
৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০
একজন আরমান বলেছেন:
উত্তর খোঁজার দায় থেকে পালাতে পালাতে
আজ অনেক প্রশ্নই এভাবে ঘুরে ফিরে,
ঠিক সেখানটায়,একইভাবে সামনে এসে দাঁড়ায়
যেখানটায় প্রশ্ন গুলো জন্মেছিলো!
মুগ্ধ ! অনেক সুন্দর ছোটাপু।
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
নীল-দর্পণ বলেছেন: চমৎকার!! (সর্বোচ্চ সুন্দর বোঝাতে আর কোন ভাষা আমার জানা নাই)
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
শুকনোপাতা০০৭ বলেছেন: হিহিহি.. অনেক ধন্যবাদ আপু
৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আচ্ছা !
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
শুকনোপাতা০০৭ বলেছেন: জ্বী,আচ্ছা..
৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা অনেক ভালো লাগলো।
কবিতাটা পড়তে পড়তে একটা বিখ্যাত কবিতা মনে করার চেষ্টা করছিলাম - হেলাল হাফিজ, জয় গোস্বামী, বিনয় মজুমদার- এঁদের কারো লেখা হবে হয়তো, ঠিক মনে নেই। -----এরপর আমাদের শেষদেখা হবে আর কোনোদিনই দেখা না হবার প্রতিজ্ঞায়- কবিতাটার শেষ লাইনগুলো মোটামুটি এরকম।
শুভ কামনা থাকলো।
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্যেও
১০| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রশ্ন গুলো প্রশ্নই থেকে যায়---! দারুন্স! এরকম-ই ঘটে!
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
শুকনোপাতা০০৭ বলেছেন: ধন্যবাদ আপু
১১| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
সায়েম মুন বলেছেন: কবিতা খুব ভাল লাগলো।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ
১২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২১
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমার প্রশ্ন গল্পটার কথা মনে পড়ে গেল কবিতা থেকে।
ভাল হয়েছে
১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
উত্তর খোঁজার দায় থেকে পালাতে পালাতে
আজ অনেক প্রশ্নই এভাবে ঘুরে ফিরে,
ঠিক সেখানটায়,একইভাবে সামনে এসে দাঁড়ায়
যেখানটায় প্রশ্ন গুলো জন্মেছিলো!
সুন্দর