| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শুকনোপাতা০০৭
	আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে...
কিছু একটা লিখব বলেই রোজ বসা হয়
দিন শেষের অভিজ্ঞতা গুলো নিয়ে
অথবা হারানো খেয়াল গুলো নিয়ে
অনেক কথার ভীড়ে হারিয়ে যাওয়া গল্প গুলো নিয়ে
কিন্তু...? 
প্রতিটা পুরনো গল্পের মাঝেই থাকে নতুন কিছু গল্প
কিছু গল্পের হাত ধরেই শুরু হয় নতুন কিছুর গল্প
গল্পে গল্পে বেলা ফুরোয় না বটে,
তবে গল্পের মতোই অনেক কিছু ঘটে! 
সময়ের সাথে রেখে যাওয়া গল্পটার মাঝেও কিছু ফাঁক থাকে
সময়ের বলে যাওয়া সব কথার পরেও কিছু কথা বাকী থাকে!
আর সেই কথা গুলোই সাজায়,
কিছু নতুন অতৃপ্তির আর কিছু দেনা-পাওনা! 
অবার্চীনের মতো মন জুড়ে
রোজ গল্প এসে ভীড় করে 
চারপাশে,চারিপাশে,চার দেয়ালের ফাঁকে! 
তারপর...? 
একটা গল্প লিখতে ইচ্ছে করে
কোন বাঁশিওয়ালার মতো সেই গল্পের আবেশ
ছড়াতে ইচ্ছে করে!
ইচ্ছে করে ছড়িয়ে যাক গল্পের মায়া
প্রতিটা অক্ষরের মাঝে,প্রতিটা লাইনের ফাঁকে! 
আবারো অবার্চিনের মতো ভাবনা!
আর এই ভাবনা গুলোই রোজ ডানা মেলে
রোজ নতুন একটা গল্প খুঁজে ফেরে
দিন শেষে এই অবার্চীন মানুষটাই
নিজের আক্ষেপ ভুলে হাসতে শিখে,বাঁচতে শিখে
শত অবার্চীনদের মাঝে... 
 
০৮ ই এপ্রিল, ২০১৪  রাত ৯:৫৩
শুকনোপাতা০০৭ বলেছেন: কিনটু ওমন গল্প কি আর লেখা যায়! 
 
২| 
০৭ ই এপ্রিল, ২০১৪  রাত ১০:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রতিটা পুরনো গল্পের মাঝেই থাকে নতুন কিছু গল্প
 কিছু গল্পের হাত ধরেই শুরু হয় নতুন কিছুর গল্প
 গল্পে গল্পে বেলা ফুরোয় না বটে,
তবে গল্পের মতোই অনেক কিছু ঘটে! 
 
০৮ ই এপ্রিল, ২০১৪  রাত ৯:৫৩
শুকনোপাতা০০৭ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ 
 
৩| 
০৮ ই এপ্রিল, ২০১৪  সকাল ১০:০২
মেহেরুন বলেছেন: একটা গল্প লিখতে ইচ্ছে করে
কোন বাঁশিওয়ালার মতো সেই গল্পের আবেশ
ছড়াতে ইচ্ছে করে!
ইচ্ছে করে ছড়িয়ে যাক গল্পের মায়া
প্রতিটা অক্ষরের মাঝে,প্রতিটা লাইনের ফাঁকে! 
লাইনগুলো খুব চমৎকার লাগলো আপু। কবিতায় ভাললাগা। কেমন আছো?? 
 
০৮ ই এপ্রিল, ২০১৪  রাত ৯:৫৪
শুকনোপাতা০০৭ বলেছেন: এই তো আপু,ভালো আছি 
 তুমি কেমন আছো?তোমরা কেমন আছো? 
৪| 
০৮ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৫:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! ভালো লেগেছে কবিতা।
 
০৮ ই এপ্রিল, ২০১৪  রাত ৯:৫৫
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
৫| 
০৯ ই এপ্রিল, ২০১৪  রাত ১০:২৮
আঁকবার বলেছেন: আপা ভাল লেগেছে -- ধন্যবাদ থাকল ---
 
১২ ই এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৬:১৫
শুকনোপাতা০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ 
 
৬| 
১৬ ই এপ্রিল, ২০১৪  দুপুর ১২:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
চমৎকার। 
 
১৭ ই এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৬:১৮
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৪  রাত ৯:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: একটা গল্প লিখতে ইচ্ছে করে
কোন বাঁশিওয়ালার মতো সেই গল্পের আবেশ
ছড়াতে ইচ্ছে করে!
ইচ্ছে করে ছড়িয়ে যাক গল্পের মায়া
প্রতিটা অক্ষরের মাঝে,প্রতিটা লাইনের ফাঁকে! +++++
আমারো ইচ্ছে করে !