| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শুকনোপাতা০০৭
	আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে...
মানুষ তো হারতে হারতেও জিতে
আমি কি তবে মানুষ নই?
ভাবতেও অবাক লাগে,
এতোবার হেরে যাবার পরও
আমি কেমন করে টিকে রই!! 
কেমন করে আজো,জলের ঢেউ এ
নিজের অস্তিত্ব খুঁজে পাই! 
এতো সময়ের গ্লানি ভুলে 
কেমন করে আমার দিন চলে যায়!
আমি কি তবে মানুষ নই?
আমার খুব মানুষ হতে ইচ্ছে করে
অনেকবার না হলেও খানিকটা হলেও
জিতে যেতে ইচ্ছে করে,
এতো এতো পথ হাঁটার পর
একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ইচ্ছে করে!
একটু মানুষ হতে বড্ড ইচ্ছে করে!
আমার খুব হাসতে ইচ্ছে করে
নির্মল,সারল্যের হাঁসি
যে হাঁসি তে নেই কোন সংশয়,অভিমান,ক্লান্তি
ঠিক মানুষ গুলোর মতো!
খুব কাঁদতে ইচ্ছে করে
পাওয়ার আনন্দে,দেবার সুখে,সাজাবার তৃপ্তিতে
ঠিক মানুষ গুলোর মতো!
এতো কঠিন কেন,মানুষ হওয়া?
এতো কষ্ট কেন,মানুষ হয়ে বাঁচতে?
আমার যে খুব মানুষ হতে ইচ্ছে করে!
খুব মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করে!
 
০১ লা জুন, ২০১৪  রাত ১০:৩৩
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
২| 
০১ লা জুন, ২০১৪  রাত ১১:০৭
একজন ঘূণপোকা বলেছেন: 
মানুষ হওয়া খুব কঠিন কিছু না। কিন্তু আমরা মানুষরাই মানুষ হওয়াকে কঠিন করে তুলেছি। 
সুন্দর কবিতা। মাঝে মাঝে এই প্রশ্নগুলো আমার নিজের মনেও উকি দেয়। 
 
১০ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:২১
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ 
 
৩| 
১০ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
সেলিম আনোয়ার বলেছেন: মানুষ হোন মানুষ হয়ে বাচুন।
শুকনোপাতা মানুষ হবে কিভাবে? 
 
 
১০ ই জুন, ২০১৪  রাত ৯:০৪
শুকনোপাতা০০৭ বলেছেন: 
 
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪  রাত ৯:৩১
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।