![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
অভিবাসী জীবন ফেলে বারবার ফিরে আসি প্রিয় মা, মাটি আর মানুষের টানে।একুশের বইমেলার টান হৃদয়ে কোনখানে যে বাস করে!
ভালো লাগে হাঁটতে, চেনা পথগুলোতে। খুঁজে বেড়াই চেনা মুখ।
এবারের বইমেলাতে ভাষাচিত্র থেকে প্রকাশিত হচ্ছে আমার কবিতার বই ,"বিষণ্নতায় একা" ।
ভালোবাসার এক অদ্ভুত কাল হলো বিরহকাল।
ভালোবাসার কবিতায় ভরা বইটা আগামী শুক্রবারে পাওয়া যাবে বলে আশা করছি, ৩৭৯/৩৮০ নং স্টলে।
প্রচ্ছদ: রবি খান।
প্রকাশক: খন্দকার সোহেল।
শুভেচ্ছা সবাইকে।
দেখা হবার প্রত্যাশায়।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক শুভকামনা আপু!
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯
সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২
অনাহূত বলেছেন:
শুভকামনা সাজি আপা। কিনে ফেলবো।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দেখা হবে আপু। শুভকামনা।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা থাকলো ।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯
মামুন রশিদ বলেছেন: শুভকামনা আপু ।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩
আমিনুর রহমান বলেছেন:
এবারের বইমেলায় গেলে ফকির হইয়া ফিরতে হবে !!!
অনেক প্রিয় ব্লগারদের বই এসেছে
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫
মধু নদীর জোলা বলেছেন: শুভকামনা
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫২
প্রোফেসর শঙ্কু বলেছেন: অভিনন্দন!
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
অরুদ্ধ সকাল বলেছেন:
কিছু কবিতা চিনিয়ে দেয় কবিকে
তার মাঝে আপনি একজন!
আপনি যদি মেলায় আসেন তাহলে হয়তো দেখা হয়েও যেতে পারে__আমি আবার সময় খুব কম পাই তবে আপনার কবিতার কাছে আমার সময় তুচ্ছ। গতবারের বইটা এখনো কফির পেয়ালা হাতে তুলে দেয় আমার। এবারেরটা হয়তো তারচে বেশি কিছু হবে।
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: শুভ কামনা এবং সফলতা কামনা করছি
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
হাসান মাহবুব বলেছেন: সাজিপা কি দেশে আছেন এখন?
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হ্যা, হাসান ভাই।
উনি ১৫ তারিখ চলে যাবেন। সে হিসেবে নেক্সট শুক্রবার ফিক্সড। সবার সাথে দেখা হয়ে যাবে এই ভেবে।
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০
আরজু পনি বলেছেন:
অভিনন্দন রইল ।
ব্লগারদের বই (Click This Link) পোস্টে প্রচ্ছদের ছবি সহ তথ্যগুলো আপডেট করে নিলাম ।
অনেক ভালো থাকুন সবসময় ।।
১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সাজি আপা শুক্রবার দেখা হবে। আড্ডা হবে। আর বই কেনা তো আছেই।
১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ কামনা রইল।
১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
কবীর হুমায়ূন বলেছেন: কবির প্রতি শুভেচ্ছা।
১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
সায়েম মুন বলেছেন: শুভকামনা রইলো আপু।
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩
অদৃশ্য বলেছেন:
বাহ্... আপুর আরেকটা বই প্রকাশ হয়ে গেলো... বইটি অনেক পাঠকের কাছে পৌছে যাক এই প্রার্থনা...
সাজি আপুর জন্য
শুভকামনা...
২১| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০৩
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা সাজি আপা।
আমি সৌভাগ্যবান আপনার অটোগ্রাফ সহ বইটি আমার সংগ্রহে আছে।
মিস ইউ সাজি আপা।
শুভকামনা নিরন্তর জানবেন।
২২| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৫
ভাস্কর চৌধুরী বলেছেন:
পুরাতন গ্লানি
যত জরা ব্যাধি
নিঃশেষ হউক তারা
নববর্ষে আসি।
-/////শুভ নববর্ষ/////-
২৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
আরজু পনি বলেছেন:
আপনার বইটি হাতে পেয়ে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় নি, পরিকল্পনা আছে বইগুলি নিয়ে একটা পোস্ট দেবার ।
শুভকামনা রইল আপনার জন্যে ।।
২৪| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩২
উত্তরাধিকার বলেছেন: কেমন আছো সাজি'বু?
ভাল থেকো।
ভাবছি - তোমাদের ওইখানে চলে আসব
সদল বলে। চাকরী দেখো তো...।
২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪
বিডি আইডল বলেছেন: সাজিপু কেমন আছেন? অটোয়াতে একটা গানের অনুষ্ঠান করতে যাচ্ছেন দেখলাম। টিকিটের দাম কেমন?
২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
বই কি নিজ টাকায় ছাপায়েছেন?
২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
রুদ্র জাহেদ বলেছেন: আপু আপনার বই আমাকে সংগ্রহ করতে হবে
২৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
অজন্তা তাজরীন বলেছেন: onek shuvhashish kobi saji k..
২৯| ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:৫৮
বিজন রয় বলেছেন: অভিনন্দন।
বইটি এখনো হাতে পাইনি।
৩০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১২
ল বলেছেন: শুভকামনা সাজি আপা
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০
রাফা বলেছেন: অভিনন্দন, নতুন কবিতার বই-এর প্রকাশনা উপলক্ষে।
খুব বেশি মিস করি বই মেলার দিন-গুলো ।
ধন্যবাদ,সাজি আপু।