নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
আমার লেখা কবিতাটি আমার বন্ধু অমিত কর সুর এবং কম্পোজ করেছেন। গেয়েছেন স্বরলিপি।
সবার জন্য তুষারিত দিনের শুভেচ্ছা।
view this link
একলা হতে ভয়
-------------------------
একলা হতে ভয়
বুকের মাঝে ক্ষয়।
কে যে কার আপন কত
সেই নিয়ে সংশয়।
একলা আকাশ দূর
প্রিয় মধুপুর।
কে যে কোথায় ভাবনাহত
কোন সে সমুদ্দুর!
একলা পথের ডাকে
ঘুরছি বাঁকে বাঁকে।
পথের ধারের সবুজ যত
কে তার ছবি আঁকে!
একলা দিনের টান
সুখ পাখিদের গান।
নিত্যদিনের কথামালায়
উদাস ব্যাকুল প্রাণ।
একলা হবার দিন
বুকে ব্যাথার বীন।
ভালোবাসার ভুল ছোঁয়াতে
হৃদয় হলো লীন!
নভেম্বর ২৭ '২০১৬
অটোয়া
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকে।
২| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯
সেলিম৮৩ বলেছেন: লেখাটায় ছন্দ বেশ ভালো। কথাগুলোয় একটা ভাব অাছে।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: আমি ছন্দে লিখেছিলাম। গানের ভাবনা থেকেই হয়তোবা।
আমার বন্ধু গান বানিয়ে গাইয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে।
শুভেচ্ছা
৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১
hajar bosor dhore বলেছেন: ভালো লিখেছেন
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা
৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১১
জাহিদ অনিক বলেছেন: বাহ খুব সুন্দর গান।
কবিতায় পড়তে ভালো লেগেছে।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ শুনবার জন্য এবং কমেন্টের জন্য।
শুভেকামনা জাহিদ।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭
অয়ি বলেছেন: কবিতার মধ্যে ছড়া ছড়া ভাব। তার সুরের মধ্যে ফেলে গান হয়েছে। তবে ভাল মিলেছে সুর গান লিরিকে।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঠিক তাই। ধন্যবাদ আর শুভেচ্ছা।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একলা আকাশ দূর
প্রিয় মধুপুর।
কে যে কোথায় ভাবনাহত
কোন সে সমুদ্দুর!
.............................................................
নাইবা রইলো, শরত রাতের গানের সুর
এই দেখনা প্রতি প্রাতে
পাখিরা সব মেলছে ডানা, অচেনা সেই সমুদ্দুর!!
............................................................. আমার কবিতা থেকে ।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর তো।
"নাইবা রইলো, শরত রাতের গানের সুর
এই দেখনা প্রতি প্রাতে
পাখিরা সব মেলছে ডানা, অচেনা সেই সমুদ্দুর!!"
ভালো লাগলো। শুভকামনা ।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: গান কবিতা দুটোই বেশ ভালো লাগলো।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকে।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
ল বলেছেন: অসাধারণ
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভেচ্ছা রইলো। আশাকরি ভালো আছেন।
৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২০
ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: দারুন।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ ফাহিম। শুভকামনা রইলো।
১০| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩৭
রাফা বলেছেন: কে যে কার কত আপণ
সেই নিয়ে সংশয়।
গানের কথা ভালো হইছে।তাই গীতিকবি সু.শি সাজি আপুকে শুভেচ্ছা ও সুস্বাগতম।
সুর আর মিউজিক কম্পজিশনও ভালো,ধন্যবা.।
তুষারের অপেক্ষায় আছি ।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ রাফা। অনেকদিন পর।
শুভেচ্ছা রইলো
১১| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ রাজীব।
শুভকামনা রইলো
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
হাসান মাহবুব বলেছেন: শুনলাম।
আমার খুব শখ ছিলো একসময় গান লেখার !
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: তুমি এত গুনী মানুষ।
লেখোনা কেনো?
শুনবার জন্য ধন্যবাদ হামা। আমি যখন লিখেছিলাম,সুরের গুনগুন ছিলো, কিন্তু সেটা যে প্রান পাবে বুঝিনি!
চাওয়ার মত চাইলে আর চেষ্টা থাকলে মানুষের সব ইচ্ছে পূরণ হয়। এটা আমার বিশ্বাস।
ভালো থেকো।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার লিখেছেন ।