নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি মানুষ যদি সুন্দর মনের হতো, মাঝেমাঝে ভাবী তাদের মন কেন এত কুৎসিত?

সুমাইয়া আলো

জীবনে সুখী হবার উপায়ঃ* সৃষ্টিকর্তাকে স্মরণ করুন* হিংসা কে মাটি চাপা দিন* অন্যের কাজে নাক গলাবেন না* ক্ষমা করে মনে রাখবেন না* স্বীকৃতির জন্য কামনা করবেন না* নিজেকে বদলান* যা থেকে পরিত্রান পাবেন না,তা সহ্য করে নিন* সাধ্যাতীত কাজ এড়িয়ে চলুন* মনকে শূন্য রাখবেন না* অতীত নিয়ে ভাববেন না

সুমাইয়া আলো › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিল ভাইয়ারা এইদিকে আসুন, আর্জেন্টিনা ১০০ গজ দূরে থাকুন ছবি ব্লগ

২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৫৯

কে সেরা ... ব্রাজিল না আর্জেন্টিনা ?





প্রশ্নঃআর্জেন্টিনা কয়বার বিশ্বকাপ জিতছে?

উত্তরঃ ২ বার



প্রশ্নঃ ব্রাজিল কয়বার বিশ্বকাপ জিতছে?

উত্তরঃ ৫ বার



প্রশ্নঃ ব্রাজিল ও আর্জেন্টিনা কত বছর আগে শেষবার বিশ্বকাপ জিতেছে?

উত্তরঃ ব্রাজিল ১২ বছর আগে (২০০২) ও আর্জেন্টিনা ২৮ বছর আগে (১৯৮৬) বিশ্বকাপ জিতেছে।



প্রশ্নঃ নিজ মহাদেশের বাইরে কে বিশ্বকাপ জিতেছে?

উত্তরঃ আর্জেন্টিনা নিজ মাহদেশ আমেরিকার বাইরে কখনো বিশ্বকাপ জিততে পারে নাই। অপরদিকে ব্রাজিল নিজ মহাদেশের বাইরে ৩ বার.



প্রশ্নঃ তাহলে কে সেরা ... ব্রাজিল না আর্জেন্টিনা ? -

উত্তরঃ ??????



















































সর্বশেষে একটু আর্জেন্টিনা রস :P











ইহার ছবি ও কথা নেট থেকে ধার করা ।

মন্তব্য ৭৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


B-)) B-)) B-))

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:০৫

সুমাইয়া আলো বলেছেন: B-)) B-)) B-))

২| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:০৭

wasim_khan29 বলেছেন: :-P :-P :-P

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:০৮

সুমাইয়া আলো বলেছেন: :-P :-P :-P

৩| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:০৮

শাবা বলেছেন: মেসির এ ছবি পেলেন কোথায়??

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১৩

সুমাইয়া আলো বলেছেন: নেটে ভাই

৪| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১১

ভুয়া প্রেমিক বলেছেন: ব্রা-জিলের সমর্থকদের কাছে এরচেয়ে ভাল কিছু আশা করি নাই।

নেইমার নিজে বলছে তার দেখা সেরা প্লেয়ার মেসি। নিজের প্লেয়ারদের কথা নিজেরা অপমান করেন।

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১৫

সুমাইয়া আলো বলেছেন: আর্জেন্টিনা মুর্দাবাদ ;) ;)

৫| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১২

যে শহর চোরাবালি বলেছেন: * সৃষ্টিকর্তাকে স্মরণ করুন
* হিংসা কে মাটি চাপা দিন

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১৬

সুমাইয়া আলো বলেছেন: এটা আমার ডায়ালগ :P

৬| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরে বাহ বাহ!
আছি আছি ;) :) B-))
সাথেই আছি ... হাসতেই আছি ... :P

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১৯

সুমাইয়া আলো বলেছেন: সাথে থাকায় সাহস পেলাম নাসিফ ভাইয়া

আরো বেশি বেশি হাসুন :P

৭| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১৪

যে শহর চোরাবালি বলেছেন: সরি একটু বাদ পরসিলো

জীবনে সুখী হবার উপায়ঃ
* সৃষ্টিকর্তাকে স্মরণ করুন
* হিংসা কে মাটি চাপা দিন

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১৭

সুমাইয়া আলো বলেছেন: এটা আমার ডায়ালগ :P

৮| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১৮

ভুয়া প্রেমিক বলেছেন: ব্রাজিলে মেসি বা ম্যারাদোনার মত কোন প্লেয়ার আজ পর্যন্ত জন্ম নেয় নাই

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২০

সুমাইয়া আলো বলেছেন: ভাই কি মাইন্ড লইচেন ? :P

৯| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২১

মোমের মানুষ-২ বলেছেন:

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২৩

সুমাইয়া আলো বলেছেন: ইহা কি দেখাই লেন মাছির কি পেট খারাপ নাকি ? ;) ;)

১০| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২৩

যে শহর চোরাবালি বলেছেন: বাড়াজিলের সেরা পেলেয়ার নেইমার মেসিরে বাপ ডাকে- আজকের প্রথম আলো দ্রষ্টব্য।

আর নেইমারের বার্সেলোনার ফার্স্ট একাদশে আইতেই প্রায় প্যান্ট নষ্ট হইয়া যায়।

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২৪

সুমাইয়া আলো বলেছেন: ভাই কি মাইন্ড লইচেন ? :P

১১| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২৪

ভুয়া প্রেমিক বলেছেন: নাহ, মাইন্ড খাইয়া আর কি করবো? তবে আওয়ামীলীগের সাথে ব্রাজিল সমর্থকদের খুব মিল আছে

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২৭

সুমাইয়া আলো বলেছেন: জয় বাংলা এনি সমস্যা :P

১২| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২৫

আছিফুর রহমান বলেছেন: মারহাবা মারহাবা তালিয়া তালিয়া

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৭

সুমাইয়া আলো বলেছেন: মারহাবা মারহাবা, আহালান সাহালান তাইয়েবান

১৩| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২৯

যে শহর চোরাবালি বলেছেন: আপনার ডায়লগই আপনারেই মনে করায় দিলাম- পোড়া পোড়া গন্ধ পাওয়া যাইতাসে B-))

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৬

সুমাইয়া আলো বলেছেন: সত্য সবসময় তিতা এটা মেনে লন না ক্যা

১৪| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৫

ভুয়া প্রেমিক বলেছেন: ইলিশ মাছের ত্রিশ কাটা
বোয়াল মাছের দাড়ি
ব্রা-জিল ফকির ভিক্ষা করে
আর্জেন্টিনার বাড়ি B-) B-) B-)) B-))

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৮

সুমাইয়া আলো বলেছেন: ভাই পুরাই মাইন্ড লইচেন, ব্রাজিল কিন্তু কাপ পাইসে ৫বার আর আর্জেন্টিনা ২বার সো খেয়াল কইর‍্যা ;)

১৫| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৪১

আর্জেন্টিনা বলেছেন: যাঁদের পায়ের জোর কম তাদের চাপায় জোর বেশী!! চালাইয়া যান!! :P

২৭ শে মে, ২০১৪ দুপুর ১:১৩

সুমাইয়া আলো বলেছেন: এটা মুই কি দেকিলাম সয়ং আর্জেন্টিনা হাজির হইসে। :-B

১৬| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৫২

যে শহর চোরাবালি বলেছেন:

দেখেন সুখ পাইবেন

২৭ শে মে, ২০১৪ দুপুর ১:২৪

সুমাইয়া আলো বলেছেন: ভাইরে ৫বার কাপ পাইসি আমরা আর আমাদের সুখ চিনাও ঐ মাছিরে লিয়া আনন্দে ভাস আর মনের দুঃখে লাউ লতার বিড়ি খাউ ;)

১৭| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৫২

যে শহর চোরাবালি বলেছেন:

দেখেন সুখ পাইবেন- মাত্র এক হালি

২৭ শে মে, ২০১৪ দুপুর ১:২৫

সুমাইয়া আলো বলেছেন: উপ্রে কইসি ;)

১৮| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:৪৭

বশর সিদ্দিকী বলেছেন: ফুটবলটা ব্রাজিল খেলে। আর্জেন্টিনা কুতকুত খেলে।

২৭ শে মে, ২০১৪ দুপুর ২:৪৮

সুমাইয়া আলো বলেছেন: আপনি কইছিলেন ভাই, আসেন গলায় মিলি ;)

১৯| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আর্জেটিনারে দূরে থাকতে কইলেন আর সমর্থকের সাথে সাথে স্বয়ঙ আর্জেটিনাই আপনার ব্লগে আইসা পড়ছে।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:৪১

সুমাইয়া আলো বলেছেন: আমিও খানিকটা অবাক ;)

২০| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৩

আর্জেন্টিনা বলেছেন: যারা শারিরিক ভাবে দুর্বল তারা প্রতিপক্ষকে গালাগালি করে!! আপনি কিন্তু মেসিকে নিয়ে অশ্লীল পোষ্ট দিছেন!! আমি ব্যান স্পেশালিষ্ট ছরনা আপাকে বিচার দিমু আপনার নামে!!

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

সুমাইয়া আলো বলেছেন: এই ভাবে বলতে নেই বন্ধু ;)

২১| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: B-)) B-))

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

সুমাইয়া আলো বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার সুমনদা

২২| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: লেদা পোলাপাইনের মতো খেলে ব্রাজিল !! শৈল্পিক খেলা খেলে আর্জেন্টিনা!! তাই অনেকে জ্বলে পুড়ে এইসব পোষ্ট দেয়!! আসলে মনে কিছু করার নাই বাচ্চা পোলাপাইন তো কত কিছি করবে!!

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

সুমাইয়া আলো বলেছেন: বন্ধু আমি কিন্তু আপনারে চিনবার পারছি। :v

২৩| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:১৫

তাসজিদ বলেছেন: একজন ব্রাজিল ভক্তের কাছ থেকে আর কি আশা করা যায়? সমস্যা নেই।

২৮ শে মে, ২০১৪ সকাল ১১:৫৮

সুমাইয়া আলো বলেছেন: আর্জেন্টাইন সাপোর্টারস গণও কিন্তু এই রকম হই ;)

২৪| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:১৬

তাসজিদ বলেছেন: মানুষ ব্রাজিল সাপোর্ট করে ব্রেন দিয়ে। আর আর্জেন্টিনা সাপোর্ট করে হৃদয় দিয়ে।

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:১২

সুমাইয়া আলো বলেছেন: বড় ভাইয়া এই আপুকে মাফ করা যায় না :(

আমারও অনুভূতি তাই ব্রাজিলীয় সাপোর্টারস অন্তরের অন্তর থেকে সাপোর্ট করে আর আর্জেন্টাইন সাপোর্টারস....... পুরুষের মত যার সাময়িক উত্তেজনা হয় কিন্তু কামের বেলায় নাই ;)

২৫| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:২০

নহে মিথ্যা বলেছেন: ভাই আমি নিজেই ব্রাজিলের কট্টোর সাপোর্টার কিন্তু সমস্যা হইল আমি মেসি মামারও কট্টোর সাপোর্টার... ব্রাজিল অবশ্যই ভাল দল কিন্তু মেসি মামাকে পচাইলেন কেন?? :| :|

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:০৫

সুমাইয়া আলো বলেছেন: প্রিয় ব্লগার এটা কিন্তু নেট থেকে ধার করা :)

২৬| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:৪৪

তাসজিদ বলেছেন:

কি তোমার চুলেরি বাহার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


B-) B-) B-) B-) B-) B-) B-)

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:০৩

সুমাইয়া আলো বলেছেন: এত প্রেমে পড়ার মত কেশ ;)

২৭| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:৪৮

তাসজিদ বলেছেন:

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:০২

সুমাইয়া আলো বলেছেন: এখানে কি আর্জেন্টাইন খেলুড়ার মারামারি করে ;)

২৮| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৩০

আমি তুমি আমরা বলেছেন: পুস্টে পিলাচ :)

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:০০

সুমাইয়া আলো বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

২৯| ২৮ শে মে, ২০১৪ ভোর ৬:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: পোস্ট দেখে মনে হচ্ছে আমরা আব্বারও জিতে গেলুম ।।

২৮ শে মে, ২০১৪ সকাল ৯:২৬

সুমাইয়া আলো বলেছেন: একদম সত্য কথা বন্ধু

৩০| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:১৫

একজন ঘূণপোকা বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আর্জেটিনারে দূরে থাকতে কইলেন আর সমর্থকের সাথে সাথে স্বয়ঙ আর্জেটিনাই আপনার ব্লগে আইসা পড়ছে।[/sb
এইটাই সামুর নিয়ম ;)


নেইমারের প্রথম পিকটা অসাম।

মিশন হেক্সা :)

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:২০

সুমাইয়া আলো বলেছেন: মন্তব্যে সুপার লাইক ঘুপা ভাইয়া :)

৩১| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:১৭

সোহানী বলেছেন: আছি আছি সাথে আছি.....

ঘরের শত্রু বিভীষন... আমার ছেলে আমার ঘোর বিপক্ষে...... মা ছেলে যুদ্ধ চলছে।

তবে আমি মেসিকে পছন্দ করি.... ওই একমাত্র এক্সেপশনাল .... তাই বলে ম্যারাডোনাকে নয় কিছুতেই।

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:২৩

সুমাইয়া আলো বলেছেন: যাক আর একজন আপুকে পাশে পেলাম :)

৩২| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:০০

ইমিনা বলেছেন: মেসি'র মতো একজন বিশ্বমানের ফুটবলারকে নিয়ে যে এই রকম নোংরা ফটোশপ পিক শেয়ার করতে পারে তার ব্যাপারে আমার বলার কিছু নেই ...

০৭ ই জুন, ২০১৪ রাত ১২:১৬

সুমাইয়া আলো বলেছেন: সরি আপু ডিলিট করে দিচ্চি :)

৩৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:০৫

খেয়া ঘাট বলেছেন: খেলা কি শুধু ভাইয়ারাই দেখবে........বোনাইয়ারা দেখবেন না !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৭ ই জুন, ২০১৪ রাত ১২:২২

সুমাইয়া আলো বলেছেন: সময় কি আর আগের মত আছে
;)

৩৪| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩৭

ইমিনা বলেছেন: Messi, a world class footballer, can make things different
...
n its nice of you for great concentration. Thanks :)

০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৫১

সুমাইয়া আলো বলেছেন: :)

৩৫| ০৭ ই জুন, ২০১৪ রাত ১:০৫

যুবায়ের বলেছেন: ব্রাজিল ও সার্বিয়ার খেলা দেখতেছি।
স্কলারী ফিলিপের দল ব্রাজিল সাপোর্ট করি সেই ছোটবেলা থেকে।

০৭ ই জুন, ২০১৪ রাত ১:০৮

সুমাইয়া আলো বলেছেন: :)

৩৬| ০৭ ই জুন, ২০১৪ রাত ১:১৬

যুবায়ের বলেছেন:

আমার একমাত্র সন্তান 'সাদ বিন যুবায়ের' সেও ব্রাজিলের সাপোটার।

০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:২০

সুমাইয়া আলো বলেছেন: সো সুইট, দোয়া করি সদা থাকে যেন ভাল আপনার সন্তান। :-)

৩৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৩৪

মনিরা সুলতানা বলেছেন: ভাই গো ডাকছেন আপ ও আসলাম আর কইসসা পিলাচ দিলাম :)

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৩৯

সুমাইয়া আলো বলেছেন: থ্যাংক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.