![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সুখী হবার উপায়ঃ* সৃষ্টিকর্তাকে স্মরণ করুন* হিংসা কে মাটি চাপা দিন* অন্যের কাজে নাক গলাবেন না* ক্ষমা করে মনে রাখবেন না* স্বীকৃতির জন্য কামনা করবেন না* নিজেকে বদলান* যা থেকে পরিত্রান পাবেন না,তা সহ্য করে নিন* সাধ্যাতীত কাজ এড়িয়ে চলুন* মনকে শূন্য রাখবেন না* অতীত নিয়ে ভাববেন না
আপনার উপর নজর রাখা হচ্ছে। আমি বুঝলাম না কেন আমার উপর নজর রাখা হচ্ছে? আমি কি জানতে পারি কি আমার অপরাধ, কেন আমাকে অপরাধী করা হল। আমি কি উত্তর পাব জানা আপু
০৬ ই জুন, ২০১৪ রাত ১:৩১
সুমাইয়া আলো বলেছেন: ব্লগ পতিগণ এই বিষয়ে ভাল বলতে পারবেন
২| ০৬ ই জুন, ২০১৪ রাত ১:৫০
রিজভী খান রাজ বলেছেন: Main waha jaha pe tu hai,
mera ishq to junoon hai..
O Janaa.. aa.a.aaa O Jaana.... হি হি হি ! ফাঁক বুঝে একটু মজা কইরা নিলাম জানা ম্যাডামের সাথে (lol)
০৬ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৪
সুমাইয়া আলো বলেছেন: এইডা কি হইল
৩| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫
আম্মানসুরা বলেছেন: কপালে কালি ফোটা না থাকলে যা হয়
০৬ ই জুন, ২০১৪ দুপুর ২:০২
সুমাইয়া আলো বলেছেন: হুম একটু অভিগতা থাকা ভাল।
৪| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য শুভকামনা ।
০৭ ই জুন, ২০১৪ রাত ১২:০৪
সুমাইয়া আলো বলেছেন: পাশে থাকায় ধন্যবাদ সেলিম ভাই
৫| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:০০
জটায়ু. বলেছেন: আপনার জন্য সমবেদনা।
তবে আপনার আরেকটি নিক ছিল সেটা দিয়ে লিখেই পারেন।
০৭ ই জুন, ২০১৪ রাত ১২:০৭
সুমাইয়া আলো বলেছেন: সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ।
আর দালাল০০৭০০৭ নামের নিকের কথা আর বলবেন না সেটা আরো করুন।
৬| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩৭
তারাবেষ্ট বলেছেন:
০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৫৫
সুমাইয়া আলো বলেছেন: ভাল আছেন @বেলা শেষে
৭| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৫
কালের সময় বলেছেন: এখন কি সামু মামারা আপনাকে তাদের নজর থেকে মুক্তি দেয়েছেন ।
সামুর মামারা যার লেখা বেশি ভাল বাসেন তার প্রতিই এই রকম আচরন করে তাকে সতর্ক এবং
ভালবাসার প্রতিক দেখিয়ে দেয় ।
ওকে অলড্যা বেষ্ট ভাল থাকুন লাকী ০০৭
শুভকামনা রইল ।
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৫
সুমাইয়া আলো বলেছেন: না এখন ও তাদের নজরে আছি
৮| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৯
আম্মানসুরা বলেছেন: জ্ঞানীরা দেখে শিখে আর বোকারা অভিজ্ঞতার মাধ্যমে শিখে। আমি জ্ঞানী
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৬
সুমাইয়া আলো বলেছেন: B|
৯| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:১৮
জাফরুল মবীন বলেছেন: “সামহোইয়্যার ইন....ব্লগ”- যাকে আমরা সামু নামেই চিনি।সামুর পথ চলার শুরু ১৫ অথবা ১৬ ডিসেম্বর ২০০৫। বাংলা ভাষায় ব্লগ ব্যাপারটার সাথে পরিচয় এবং জনপ্রিয় করার জন্য সামুর গুরুত্ব অনস্বীকার্য। আসুন আমরা জেনে নিই ২০০৫ সাল থেকে বর্তমান ২০১৪ সাল পর্যন্ত সকল বিগ হিট পোস্ট সমূহ, সামুর সর্বকালের বেস্ট পোস্টগুলো একসাথে... এই লেখা দিয়ে যার ব্লগিং জীবন শুরু এবং যার প্রোফাইলে জীবন দর্শনের অতি সত্যি ১০টি সূত্র শোভা পায় নিঃসন্দেহে সে একজন মেধাবী ব্লগার।নতুন ব্লগাররা শ্বশুরবাড়ির নতুন বউয়ের মত।তাদের প্রতিটি আচরণই পর্যবেক্ষণীয়।আর তাই নতুন বউদের খুব সাবধানে কথা বলতে ও চলতে হয়।সময়ের সাথে সাথে সব স্বাভাবিক হয়ে যায় যদি সে বুদ্ধিমত্তার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে।আমার বিচারে আপনি একজন অত্যন্ত মেধাবী ব্লগার।আপনি লিখতে থাকুন।আমার বিশ্বাস সুমাইয়া আলো একদিন সামুতে তীব্র আলো ছড়াবে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
০৭ ই জুন, ২০১৪ রাত ৯:২১
সুমাইয়া আলো বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরিত করার জন্য।
১০| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৪৭
তুষার মানব বলেছেন: বেশি দিন যাতে নজরে থাকতে না হয় সেই সিস্টেম করেন
০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৫৫
সুমাইয়া আলো বলেছেন: চেষ্টায় আছি
১১| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:২০
যুবায়ের বলেছেন: জানা আপুর দৃষ্টি আকর্ষন করছি>>>
সুমাইয়া আলো কে জেনারেল করার জন্য আহবান জানাচ্ছি।
০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩০
সুমাইয়া আলো বলেছেন: সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ যুবায়ের ভাই
১২| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩১
আরজু পনি বলেছেন:
আমি নিয়মিতই আমার মডারেশন স্ট্যাটাস দেখি সব ঠিক আছে কি না ।
আপনার জন্যে শুভকামনা রইল ।
০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩৮
সুমাইয়া আলো বলেছেন: ধন্যবাদ আপু, একটু দেখবেন প্লিজ প্লিজ প্লিজ
১৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫৬
অচিন.... বলেছেন: মডুরে ঘুষ টুষ কিছু দিয়েন, সুনজর পরতে পারে...
০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০২
সুমাইয়া আলো বলেছেন:
১৪| ১১ ই জুন, ২০১৪ রাত ১২:১৩
শ্লোগান০০৭ বলেছেন: নির্ভয়ে চলুন । সত্যগুলো জয়ী হয়
১১ ই জুন, ২০১৪ রাত ১২:১৭
সুমাইয়া আলো বলেছেন: দুইবছর আগে ব্লগে যে ইস্প্রিহা পেতাম এখন আর আগের মত পাইনা, না হলে হই ত আরেকটি নিক খুলে নিতাম।
এখনও আশাকরি এই নিক্টাই আগের মত চালু হবে।
১৫| ১১ ই জুন, ২০১৪ রাত ১২:৪১
শ্লোগান০০৭ বলেছেন: প্রকৃতির ন্যায় সমান্তরাল মানুষ ভারসাম্য বজায় রাখতে পারেনা..। তবে সে নতুন করে শুরু করতে পারে । পুরোনো নামে আপনিও পারবেন নতুন কিছু
১১ ই জুন, ২০১৪ রাত ১২:৪৪
সুমাইয়া আলো বলেছেন: thanks
১৬| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:১০
আমি তুমি আমরা বলেছেন: সেফ হইছেন?
১৬ ই জুন, ২০১৪ রাত ৯:১৭
সুমাইয়া আলো বলেছেন: না ভাইয়া, এখনও ওয়াচেই আছি
১৭| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:২৫
আহসানের ব্লগ বলেছেন: সেফ হইছেন?
২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:১০
সুমাইয়া আলো বলেছেন: নজর দ্বারীতেই আছি
১৮| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৬
রাগিব নিযাম বলেছেন: ইয়েলোতে আইসা পড়ছেন নাকি?
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৩০
সুমাইয়া আলো বলেছেন: না ভাই নজরদ্বারীতে এখনো আছি।
১৯| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৪
মামুন ইসলাম বলেছেন: শ্রধেয় প্রিয় জানা আপুর দৃষ্টি আকর্ষন করছি প্লিজ আপু উনাকে নজর দারী থেকে মুক্তী দিয়ে দিন ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৪ রাত ১:২৭
সামুস কিং বলেছেন:
কি করছেন আপনি???
আপনাকে ওয়াচে নামাইছে কেন?? কেউ কি রিপোর্ট করলো নাকি??