নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি মানুষ যদি সুন্দর মনের হতো, মাঝেমাঝে ভাবী তাদের মন কেন এত কুৎসিত?

সুমাইয়া আলো

জীবনে সুখী হবার উপায়ঃ* সৃষ্টিকর্তাকে স্মরণ করুন* হিংসা কে মাটি চাপা দিন* অন্যের কাজে নাক গলাবেন না* ক্ষমা করে মনে রাখবেন না* স্বীকৃতির জন্য কামনা করবেন না* নিজেকে বদলান* যা থেকে পরিত্রান পাবেন না,তা সহ্য করে নিন* সাধ্যাতীত কাজ এড়িয়ে চলুন* মনকে শূন্য রাখবেন না* অতীত নিয়ে ভাববেন না

সুমাইয়া আলো › বিস্তারিত পোস্টঃ

তুমি কোথায় আছ?

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৭

দুর আকাশ পানে যে ছোট পাখিটি উড়ে যায়,
সেটা পাখি নয়,
আমার মন যেটা তোমার পানে ছুটে যায়।।

সাদা খামের মধ্যে যে চিঠি পাঠিয়েছি,
এটা চিঠি নয় জানু আমার রিদয়।।

তোমাকে কাছে পেতে চাইছে রিদয়,
সময়টাও যেন দুরে চলে যায়।

এই দুনিয়া থেকে অনেক দূরে,
সকল মানুষের ভিড় ঠেলে,
এই শীতের রাতে,
চলে আস ওগো তুমি এই রিদয়ের কাছে। ।

এই তুমি কি করেছ আমায়,
আমার মনটা যে তোমার হয়ে গেল,
রাত বিরাতে তোমাকে কাছে পেতে মন চাই। ।
— feeling romantic.

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা রোমান্টিক আপুকে। :)

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৮

সুমাইয়া আলো বলেছেন: কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: এক্কেবারে রোমান্টিক কুবতে । ভাললাগা ।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

সুমাইয়া আলো বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৯

অণুষ বলেছেন: ভালা হয়নাই, :P :P পরের বার আরো ভালো আশা করি।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫

সুমাইয়া আলো বলেছেন: মাহাবুব ভাই পরে খবর করব বললেম।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২

তুষার কাব্য বলেছেন: রোমান্টিক কবিতা ভালো লেগেছে...

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬

সুমাইয়া আলো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১০

অণুষ বলেছেন: গণতান্ত্রিক রাষ্ট্রে কাউকে হুমকি দেয়া নিতান্তই অভদ্রতা। =p~ =p~ :-P

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭

সুমাইয়া আলো বলেছেন: তবে প্রেমিকা কে নয় ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.