![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সুখী হবার উপায়ঃ* সৃষ্টিকর্তাকে স্মরণ করুন* হিংসা কে মাটি চাপা দিন* অন্যের কাজে নাক গলাবেন না* ক্ষমা করে মনে রাখবেন না* স্বীকৃতির জন্য কামনা করবেন না* নিজেকে বদলান* যা থেকে পরিত্রান পাবেন না,তা সহ্য করে নিন* সাধ্যাতীত কাজ এড়িয়ে চলুন* মনকে শূন্য রাখবেন না* অতীত নিয়ে ভাববেন না
জানি এর জন্য তুমি দ্বায়ী নও
দ্বায়ী আমার এই কমল মন।।
জানি এর জন্য তুমি দোষী নও
দোষী আমার এই অবুজ সত্তা।।
হয়তবা তুমি চেয়ে ছিলে আমায় কাছে পেতে,
কিন্তু আমি চাইনি এতটা কাছে আসতে।।
তুমি জিজ্জেস করে ছিলে ,
কেন এত অভিমান ।।
আমি বলেছিলাম , এত তোমারি দেখেনো পথ জান ।।
চেয়েছিলে তুমি আমায় উস্নো গরম বিছানায় ,
কিন্তু আমি সে সুযোগ দিই নি গো তোমায় ।।
©somewhere in net ltd.