নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কাছে আসার অন্যরকম গল্প!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৮

আল্লাহ সবাইকে সহীহ বুঝ দান করুন, যিনা-ব্যভিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।



এই ব্লগটি মূলতঃ ছবির মাধ্যমে গল্প ফুটিয়ে তোলার ব্লগ। একসাথে সবগুলো ছবি ব্লগের প্রিভিউতে চলে এসে পুরো হোম পেইজ জুড়ে থাকছে। তাই অনুরোধ থাকল, ক্লিক করে পোস্টের মূল গল্প পড়বেন। আমি ইচ্ছে করে এখানে বড় একটা প্যারাগ্রাফ তৈরি করেছি। সবাইকে ধন্যবাদ।
---------------------
---------------------
---------------------
---------------------

গল্পের শুরু...
















আল্লাহ সুবহানা তা'লা পবিত্র কুরআনের সূরা ইব্রাহীমের ২২ নাম্বার আয়াতে বলেছেনঃ

"যখন সব কাজের ফায়সলা হয়ে যাবে, তখন শয়তান বলবেঃ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোন ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে, আমি তোমাদেরকে ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব তোমরা আমাকে ভৎর্সনা করো না এবং নিজেদেরকেই ভৎর্সনা কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই। এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতোপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয় যারা জালেম তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাহান্নামের আগুন হতে আল্লাহ আমাদের হেফাজত করুন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমিন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



খুবই সুন্দর হয়েছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহু খাইরান।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



Pre-marital sex- কে পরিহার করতে হবে।
বিয়ের আগে সেক্স ঝুকিপূর্ণ ।
এখানে ২ জন জড়িত থাকলেও আখেরে ভোগে এক জনই।
আফসোস।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সঠিক বলেছেন। সমাজে বিয়েকে সহজ করতে হবে। ছেলে-মেয়েদের যৌবনের প্রারম্ভেই বিয়ের ব্যবস্থা করতে হবে এবং অবিভাবকদের পক্ষ থেকে যতদূর সম্ভব তাদের অর্থনৈতিক জায়গাটায় প্রারম্ভিক সাপোর্ট দিয়ে যেতে হবে। রিজিকের ব্যবস্থা আল্লাহই করেন এবং এখানে মানুষ উপলক্ষ হিসেবে কাজ করে মাত্র।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
জাহান্নাম জাহান্নাম বলে লাভ হবে না।
এই ফতোয়া যখন আরোপ করা হয়েছিল তাদের আমলে সমাজে অনাচার আরো অনেক বেশী ছিল।
কাজের মানুষ দাস দাসীর উপর যৌন নির্যাতন ও ধর্ষনকে বৈধতা দেয়া হয়েছিল। যা এখনো বলবত আছে। যুদ্ধবন্দির পরিবারের প্রতিটি সদস্যকে দাস হিসেবে নেয়া যৌন নির্যাতন করা বৈধ হিসেবে ছিল।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: হুমম....

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১২

নয়ন বড়ুয়া বলেছেন: এই লেখাটা পুরো প্রথম পাতায় ছেঁয়ে আছে #:-S
স্ক্রল করতে করতে বিরক্ত হয়ে উঠছি... :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দুঃখিত ভাই, এখন ঠিক হয়েছে।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: শিক্ষামূলক পোষ্ট।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪২

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার বলায় বিষয়বস্তু নিয়ে আমার কোন সমস্যা নেই বরং বিষয়টি যুগোপযোগী আর সে জন্য সাধুবাদ জানাই।

তদুপরি প্রথম পাতায় এতগুলো ছবি দিয়ে মোটামুটি পুরো পাতা ঢেকে ফেলেছেন, সরানোর প্রয়োজন বোধ করেন নি। এগুলোকে ব্লগিং বলে না, এগুলো স্প্যামিং। এক যুগেরও বেশী সময় ধরে সামুতে থাকার পরেও যদি এই সাধারণ সেন্সটুকু কাজ না করে কিংবা না জেনে থাকেন যে এটা কিভাবে এড়িয়ে যাওয়া যায় তবে সেটা কেবল দুঃখজনক নয়, রীতিমত মানসিক প্রতিবন্ধীতার পর্যায়ে পড়ে বলে আমার মনে হয়। আপনার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, এটাতো আমার সমস্যা বলে মনে হচ্ছে না। এক্ষেত্রে সামুই কিছু করতে পারত, মানে হয়ত একটা ছবির প্রিভিউ দিয়ে রাখতে পারত। আর আমি সত্যিই জানি না যে কিভাবে ছবির প্রিভিউ কমাতে হয়।
যাহোক, আপনার সমালোচনাটা বেশী কড়া হয়ে গেল আর কি! দোয়া করবেন আমার জন্য।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: এরকম গার্বেজ পোষ্ট দয়া করে আর দিবেন না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঠিক কি কারণে এই পোস্টটাকে গার্বেজ মনে হল?

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১

শাওন আহমাদ বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।
সমাজ নষ্টের কারিগররা যিনার আগের গল্প শোনালেও পরের গল্পগুলো শোনায় না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঠিক বলেছেন। এরা হচ্ছে শয়তানের প্রতিনিধি, মানুষকে পথভ্রষ্ট করাই এদের কাজ!

আল্লাহ সুবহানা তা'লা পবিত্র কুরআনের সূরা ইব্রাহীমের ২২ নাম্বার আয়াতে বলেছেনঃ

যখন সব কাজের ফায়সলা হয়ে যাবে, তখন শয়তান বলবেঃ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোন ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে, আমি তোমাদেরকে ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব তোমরা আমাকে ভৎর্সনা করো না এবং নিজেদেরকেই ভৎর্সনা কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই। এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতোপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয় যারা জালেম তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ভাই, এটাতো আমার সমস্যা বলে মনে হচ্ছে না। এক্ষেত্রে সামুই কিছু করতে পারত, মানে হয়ত একটা ছবির প্রিভিউ দিয়ে রাখতে পারত। আর আমি সত্যিই জানি না যে কিভাবে ছবির প্রিভিউ কমাতে হয়। যাহোক, আপনার সমালোচনাটা বেশী কড়া হয়ে গেল আর কি! দোয়া করবেন আমার জন্য।

আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে এটা সামুর সমস্যা নয়। প্রথম ছবিটা পোস্ট করার পর ২/৩ বার এন্টার চেপে কিছুটা জায়গা খালি রাখুন বা কিছু একটা লিখুন যাতে প্রথম ছবির পরেই অন্য ছবি না আসে। এভাবে দিলে প্রথম পাতায় এতটা জায়গা দখল করবে না। আপনি বিষয়টি জানেন না সেটা আমাকে আবারও অবাক করেছে। আপনি এক যুগেরও বেশী সময় ধরে সামুতে আছেন, তাই এটা জানার কথা বলে আমার মনে হয়েছে।

কিছুটা ইচ্ছে করেই কড়া ভাষায় লিখেছিলাম কারণ প্রথম পাতায় এভাবে জায়গা দখল করাটা খুবই অসুন্দর, বেমানান এবং বিরক্তিকর কাজ। বিষয়টি অনেকটাই বাসে বা ট্রেনে পা ছড়িয়ে আরো মানুষের জায়গা দখল করে বসার মতো ব্যাপার বলে মনে হয়েছে। যাইহোক সবার লিখা সুন্দরভাবে দৃষ্টিগোচর হওয়া জরুরী এই যা। আশা করছি এ বিষয়টিতে আপনি আগামীতে আরো যত্নবান হবেন। ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দেখেনতো এবার ঠিক হল কি না

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাস্তবতার আলোকে ছবি গল্পটা খুব ভালো লেগেছে ...

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৭

আলামিন১০৪ বলেছেন: ভাই, ছবিগুলো ছোট আকারে এক লাইনে ৪ টি তরে দিলে ভালো হতো। স্ক্রল করতে করতে ক্লান্ত। পোস্টে ভালো লাগা...

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। আশা করি এখন ঠিক হয়েছে...

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জহিরুল ভাই, শুরুতে আরেকটু বড়ো একটা প্যারাগ্রাফ লিখুন, তারপর ছবিগুলো দিন। এতে পোস্টটি প্রথম পাতার এতখানি দখল করবে না। ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়েছে। ধন্যবাদ।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অথবা, প্রথমে একটা ছবি দিন, এরপর একটা প্যারাগ্রাফ দিন। তারপর বাকি ছবিগুলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ, সমস্যার সমাধান হয়েছে।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:



গার্বেজ ফেলার জন্য ব্লগ ভালো যায়গা? আপনার জীবন-ভাবনা ভয়ংকর খারাপ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আপনার ব্লগ কার্যক্রম দেখে আপনাকেই ব্লগে একটা আবর্জনা মনে হয়। সত্য বলে ফেলার জন্য দুঃখিত। :|

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: পুরাই ম্যাওপ্যাও পোস্ট।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক কি কারণে এই পোস্টটাকে গার্বেজ মনে হল?

একটু ভাবুন, আপনি নিজেই বুঝতে পারবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভেবে চিন্তেই পোস্ট দিয়েছি। আপনার চিন্তা শক্তির জায়গাটা হয়ত দূষিত হয়ে গিয়েছে। যেনা ব্যাভিচারের পরিণতিকেও আপনি মনে হচ্ছে খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন!

The message is very clear, unfortunately your conscience can't accept it! Alas !

আল্লাহ সুবহানা তা'লা পবিত্র কুরআনের সূরা ইব্রাহীমের ২২ নাম্বার আয়াতে বলেছেনঃ

"যখন সব কাজের ফায়সলা হয়ে যাবে, তখন শয়তান বলবেঃ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোন ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে, আমি তোমাদেরকে ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব তোমরা আমাকে ভৎর্সনা করো না এবং নিজেদেরকেই ভৎর্সনা কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই। এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতোপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয় যারা জালেম তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২২

রানার ব্লগ বলেছেন: আপনি যা বোঝাতে চাইলেন উহা আপনার নানী দাদীর সাথে তাদের সময় হয়েছে। বাশ ঝাড়, আমা বাগান, সুপারি বাগানে এমন অনেক ঘটনাই ঘটেছে, তখন ফ্ল্যাট কালচার ছিলো না এটাই পার্থক্য। তাই এইগুলা বলে সময় কে দোষ দেবেন না।

যা এক সময় আড়ালে আবডালে হতো তা এখন প্রকাশ্যে হয়।


আমি জানি আপনি উত্তেজিত হয়ে আমার নানী দাদীর উপর পরবেন। আমি তাদের বাল্যকাল যৌবন কাল দেখি নাই তাই তারা যদি প্রেম করেই থাকে তাতে আমি দোষ দেখি না। ওটা তাদের নিজেস্ব ইচ্ছা।


এই সব ফেইসবুক মার্কা আবলামি ব্লগে এসে করলে, ব্লগীয় তিরষ্কারের মুখমুখী হবে।। প্রস্তুত থাকুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পোস্টে কোথাও সময় কে দোষ দেয়া হয় নি! যেটা ব্যাভিচার/যিনা সেটা সৃষ্টির শুরুতেও যেভাবে সংজ্ঞায়িত ছিল এখনো সেভাবেই আছে।

ফেইসবুকে কি লিখতে হবে আর ব্লগে কি লিখতে হবে সেই নীতিমালা কোথায়? আপনি তৈরি করেছেন বা করবেন?

আপনার যেমন মতামত বা মতবাদ প্রচারের অধিকার আছে ব্লগ বা যেকোন উন্মুক্ত প্লাটফর্মে, সেটা আমারো আছে। আমার এই পোস্ট ইসলামিক ধর্মীয় দৃষ্টিকোন থেকে, যারা আল্লাহর ওপর বিশ্বাস রাখেন তাদের জন্য। আপনি যদি ব্যভিচারে পক্ষপাতি থাকেন সেটাও আপনি এখানে বলে যেতে পারেন। কোন সমস্যা নেই। কিন্তু, আমার এই পোস্টে নিশ্চয় কোন খারাপ মেসেজ নেই।

আপনার নিজের কণ্যা, বোন বা স্ত্রী যদি একজন পুরুষের সাথে বিবাহ বহির্ভুতভাবে সম্পর্কে জড়ায় বা আপনার পুত্র, ভাই বা স্বামী যদি একজন মহিলার সাথে বিবাহ বহির্ভুতভাবে সম্পর্কে জড়ায় এবং আপনি যদি সেটা সানন্দে মেনে নেন, তাহলে সেটা হবে একটা বিশেষ মানসিক বৈকল্য, কিন্তু সেটা সভ্যতার মাপকাঠিতে পৃথিবীর কোথাও স্বাভাবিকভাবে মেনে নেয় বলে আমার জানা নেই।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: দেখেনতো এবার ঠিক হল কি না

জ্বী, পুরোপুরি ঠিক আছে। ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: আমার দ্বিতীয় মন্তব্যের উত্তরে যা লিখেছেন, তা যথাযথ হয়নি।
আমাদের দেশ ইসলামের নিয়মে চলে না। চলে সংবিধান অনুযায়ী।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাংলাদেশের সংবিধান এবং আইনে ব্যাভিচারের অনুমোদন আছে? পরকিয়ার অনুমোদন আছে।

আচ্ছা, ধরি আছে। বিশ্বাসীর জন্য বাংলাদেশের সংবিধানের চেয়ে আল্লাহর আইন বড়। মানুষ মুসলমান হওয়ার পরেও শয়তানের ধোকায় পথভ্রষ্ট হয় এবং সর্বদাই তার ভুল থেকে ফিরে আসার সুযোগ আছে। বাংলাদেশের সংবিধান ধর্মীয় বিশ্বাস প্রচারে কোনরুপ নিষেধাজ্ঞা দেয় নি। এই পোস্টে ইসলামের দৃষ্টিতে একটি অতি ক্ষতিকর গোনাহ থেকে বেঁচে থাকার আহবান জানানো হয়েছে। যদি এই আহবান একজনেরও কাজে লাগে, তাহলে এই পোস্ট সার্থক!

আপনি যদি এই আহবানের সাথে একাত্ম না হতে পারেন, তাহলে আপনার মতামত প্রকাশ করে যেতে পারেন বা পোস্ট এড়িয়ে যেতে পারেন। ধন্যবাদ।

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪

রানার ব্লগ বলেছেন: আপনাদের মতো ছুপা রুস্তুমদের সব থেকে বড় সমস্যা যুক্তিতে পক্ষাঘাতগ্রস্থ হয়ে পারিবারিক সমপর্কে ঢুকে পরেন। বগাক্তে তার পরিবার দিয়ে আক্রমন করেন। শুনেন হে ছুপা রুস্তম, আমি যখন কোন বিষয়ে বলি তা সামগ্রিক বিষয়ের উপরে বলি, সেখানে আমার মা বাবা ভাই বোন চাচা মামা খালু বোউ শালী কারো দিকে তাকিয়ে বলি না। আমার কিসে সমস্যা কিসে সমস্যা নাই এটা আম কারো সাথেই আকোচনা করতে আগ্রহী নই। আমি যাহা বিশ্বাস করি তাহাই বলি।

ব্লগ আর ফেইসবুকের মধ্যে পার্থক্য কি?

আপনি যে পোস্ট নামে অথর্ব জিনিস প্রসব করেছেন উহা ফেইসবুকের জন্য প্রযেজ্য। ব্লগে লিখতে হলে যে বিষয়ে লিখবেন সম্পুর্ন যুক্তি সাজিয়ে, যুক্তির পক্ষে সুত্র উপস্থাপন করে, প্রকাশ করতে হবে। এইরকম ছবি দিয়ে শেষে এসে একটা হাদিস ঝেড়ে অস্তাগফিরুল্লাম, ফি নারে জাহান্নামা খলেদিন বলে পোস্ট দিলেই উহা কে ব্লগ বলে না।

অন্যন্য বল্গারদের লেখা পড়ুন, তারা কিভাবে নিজের যুক্তি উপস্থাপন করে বুঝুন, আপনার চিন্তাধারার ব্লগার অনেক আছে তারা একি বিষয়ে বিভিন্ন যুক্তি সম্বলিত পোস্ট দিয়েছে, তাদের পোস্টে দিনের পর দিন আলোচনা হয়, ঝগড়া হয় আবার তা মিটেও যায়, এই রকম আবলামি মার্কা ছবি দিয়া আস্তাগফিরুল্লাহ বলে ভাব দেখায় নাই কি এক খান পোস্ট দিলাম রে।

আমার পরিবারে যখন একজন মানুষ সম্পুর্ন ভাবে বয়প্রাপ্ত রুপ পায়, তার ইচ্ছা এবং স্বাধীনতা নিয়ে আমাদের কারো কোন বক্তব্য থাকে না যতক্ষনে না।নিজে।সে আলোচনা করতে আগ্রহী হয়।

নিজের চিন্তাধারা অন্যের উপর চাপানর স্বভাব আপনাদের মানে ছুপা রুস্তমদের অনেক বেশি মাত্রায় দেখা যায়। আমার কি কি বৈকল্য আছে উহা আমি জানি আপনি ঠিক করার কে? আপনার পোস্টে ব্যখ্যা দেন। দুই লাইন হাদিসের বাক্য পেশ করলেই উহা কে ব্লগীং বলে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.