![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...
আওয়ামী লীগ এবং বিএনপি’র রাজনীতির বর্তমান রাজনীতির ধারাটা এমন যে এটা তার কর্মী সমর্থকদের মগজ তথা বিবেকটাকে পচিয়ে ফেলে!
আপনি আপনার খুব উচ্চ শিক্ষিত বন্ধুবান্ধবকেও দেখবেন, তারা যদি এই রাজনৈতিক দলগুলোর সমর্থক হয়ে থাকেন, তাহলে তারা দলীয় নেতা-কর্মীদের দ্বারা সংঘটিত অন্যায়গুলোকেও বিভিন্নভাবে জাস্টিফাই করতে চেষ্টা করবে।
এই ধরেন, গত বুধবার যে পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের বিএনপিরই এক সন্ত্রাসীকে বিএনপি’র কিছু নেতা কর্মীরা কুপিয়ে, পাথর মেরে হত্যা করল, সারা দেশের মানুষ স্তব্ধ, ক্ষুদ্ধ, এই আলোচনায় বিএনপির বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা প্রসংগ নিয়ে আসল, খুলনায় যুবদলের সাবেক নেতাকে গুলি করে এবং শেষে রগ কেটে মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা। এই রগ কাটার সংস্কৃতি ফিরিয়ে আনল কে??
মানে, এদের বুদ্ধিবৃত্তিক দৈন্যের অবস্থাটা বুঝেছেন?
গত বছর ৫ অগাস্টের পর এ বছর জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত বিএনপি'র কর্মীদের দ্বারা রাজনৈতিক সহিংসতায় ১৩১ জন মানুষ নিহত হয়েছে যার মধ্যে ৭৬ জনই তাদের নিজেদের কর্মী, ২৩ টি ধর্ষণের অভিযোগ এসেছে বিএনপি'র নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপি’র লোকজনের উচিৎ একটু আয়নার দিকে তাকানো, একটু লজ্জা বোধ করা এবং তারপরে মন্ত্যব্য করা।
অবস্থাদৃষ্টে মনে হয়, আওয়ামী লীগ বা বিএনপি’র নেতা কর্মীদের রাজনৈতিক আদর্শ দেশপ্রেম বা জনসেবা নয়, নিজের সেবা করা! চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি, লুটপাট, খুনোখুনি, ধর্ষন করে নিজের স্বার্থ হাসিল করা। শিক্ষিত, আপাতঃ দৃষ্টিতে মেধাবী এবং বিবেকবান কর্মী সমর্থকও তার বিবেকটাকে বিক্রি করেছে এজন্য যে, তার দলটা ক্ষমতায় গেলে সে একটা অনৈতিক সুবিধা নিয়ে চাকরিতে ওপরে উঠবে বা ব্যবসা হাতিয়ে নিবে! আওয়ামী লীগতো নোংরামির সর্বোচ্চ লেভেল দেখিয়ে গেছে! বিএনপি ওয়ার্ম আপ ম্যাচগুলোতে এখন পর্যন্ত ভাল পারফর্ম করছে! এই জাতির আতংকিত হওয়ার জন্য যথেষ্ট কারণ বিএনপি তৈরি করতে পেরেছে যে ক্ষমতায় যেতে পারলে তারা ঠিক কি করবে! হয়ত আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবে!
ঠিক এ কারণেই বাংলাদেশ কখনো ভিয়েতনাম, মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চায়না বা তাইওয়ান হবে না! যদি কখনো হয়, তারজন্য প্রয়োজন একটা সৎ এবং যোগ্য নেতৃত্ব। যোগ্যতা যদি একটু কমও হয়, কিন্তু সততা লাগবেই লাগবে। জানিনা এই জীবনে সেটা দেখে যেতে পারব কি না…
১২ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জামায়াত/শিবির গত এক বছরে কয়টা খুন করেছে, কয়টা ধর্ষণ করেছে?
২| ১২ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৪৯
রাজীব নুর বলেছেন: কোনো শালাই ভালো না।
৩| ১২ ই জুলাই, ২০২৫ সকাল ১১:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রতিটি মানুষেকেই আলাদাভাবে ভালো হতে হবে।
কোন উপায় নেই।
আগামীর বাংলাদেশ আরো খারাপও হতে পারে।
প্রস্তুত থাকুন।
১৩ ই জুলাই, ২০২৫ রাত ১০:০৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আল্লাহ যেন আমাদের একটা ভাল বাংলাদেশ দেখার তৌফিক দান করেন, আমিন।
৪| ১২ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৪২
নিমো বলেছেন: দাঁড়িপাল্লা ধমাধম, জা-শি কুকুর নরাধম।
৫| ১২ ই জুলাই, ২০২৫ রাত ১০:১০
মেঠোপথ২৩ বলেছেন: বিএনপির সাথে লীগের আতাত এখন স্পষ্ট।
১৩ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দুঃখজনক...
৬| ১৩ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৪১
জ্যেষ্ঠ পান্ডব বলেছেন: যার বা যাদের রাজনৈতিক বিশ্লেষণে জামায়াত ধোয়া তুলসী পাতার মত পবিত্র থাকে - আমি তাকে বা তাদের ছুপা ছাগু বলি। ছাগুত্ব একটি কঠিন ব্যারাম যা ধর্মের নামে একজন মানুষকে গ্রাস করে। ইসলামিক মাইন্ড হওয়া এক জিনিস আর জামায়াত শিবির নামক সুপ্ত মোনাফেকদের দল করা আরেক জিনিস। কেন মোনাফেক জানেন - এদের সমর্থকরা জামায়াত শিবির করেও প্রকাশ্যে স্বীকার করে না তারা জামায়াত। কিছুক্ষণ পর আশা করি প্রমাণ আপনি নিজেও পাবেন বা দিবেন।
আপনার ভ্রমণ পোস্টের আমি দারুণ ফ্যান ছিলাম। একজন প্রিয় ভ্রমণ ব্লগার ছিলেন আপনি। সেই আপনাকে ছাগু ব্লগার আবিষ্কার করা বেশ কষ্টের।
বাংলাদেশের প্রেক্ষাপটে - কোন রাজনৈতিক দল ভালো না, প্রতিটি দলই ধান্দাবাজ আর বিদেশী প্রভু নির্ভর। এই কথাটি যিনি স্বীকার করবেন - তিনিই নির্মোহ রাজনৈতিক বিশ্লেষ করতে পারেন। বাকি সবই ইনিয়ে বিনিয়ে দলীয় বুদ্ধিজীবীর বক্তব্য ছাড়া আর কিছু নয়।
আমরা রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে জামায়াতের রাজনীতি দেখা মানুষ। তাই এই সব সৎ, ভালো ইত্যাদি ধন ফণ আলাপ জেএনজিরা খাইতে পারে। আমাদের মত বুড়া খাটাসদের সামনে এই সব বইলেন না ভাই। অন্তত আপনার উপর এইটুকু সম্মান রাখতে দেন।
১৩ ই জুলাই, ২০২৫ রাত ১০:০২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, জেনে খুব ভাল লাগল যে আপনি আমাকে ছাগু হিসেবে আবিষ্কার করেছেন। আপনার মতামতের প্রতি সম্মান জানাই।
ভাই, আমি অত কিছু বুঝি না, আমি বুঝি মুসলমান হিসেবে সত্যের সাথে থাকা এবং সত্য কথা বলা আমার দায়িত্ব।
আমি চাই, বাংলাদেশের সব ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হোক এবং এক সাথে রাষ্ট্র ক্ষমতার জন্য লড়ুক। আমি চাইনা আমরা আবার একটা জুলাই দেখি।
আওয়ামী লীগ এবং বিএনপি আমাদের যে দুর্নীতি, লুটপাট আর খুন ধর্ষনের রাজনীতি উপহার দিয়েছে, সেটা আমি আর চাই না। ইসলামই মানব জাতির জন্য একমাত্র সমাধান এবং এই দুনিয়াতে যেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, সেজন্য সব সময় মন থেকে চাইব, যতটুকু সামর্থ্য কুলায় চেষ্টা করে যাব। সেজন্য যদি আমাকে ছাগু বলতে হয়, বলেন, আমার কোন সমস্যা নাই।
যদি মুসলমান হয়ে থাকেন, তবে মনে রাখবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং দুনিয়ার প্রতিটি কৃতকর্মের জবাব দিতে হবে।
৭| ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৪ ই জুলাই, ২০২৫ রাত ১০:০৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০২৫ রাত ২:৩৬
কলাবাগান১ বলেছেন: জামাত/শিবির ধোয়া তুলশি পাতা