![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...
ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিধ্বস বিজয়ে বিএনপি’র বিরাট উপকার হয়েছে! বিএনপির সকল বুদ্ধিজীবী তাদের বুকে চেপে রাখা কথাগুলো বলতে শুরু করেছে যে কেন বিএনপি'র এমন ভরাডুবি হল, কি দোষ ছিল। সাথে সাথে “কিছুই ভাল লাগে না” মার্কা টক শোজীবী মাসুদ কামাল এবং ডাঃ জাহেদও বলতে শুরু করেছে! কি বলছে? শিবিরের গুণ গান আর বিএনপি কেন ব্যর্থ হল সেই ফিরিস্তি!
মজার ব্যাপার হল, ৫ অগাস্টের পর সারা দেশের মানুষকে অবাক করে দিয়ে বিএনপি’র নেতা-কর্মীরা যখন চাঁদাবাজি, দখলদারি, খুনোখুনি, ধর্ষন, মামলা বাণিজ্য, পেশী শক্তি প্রদর্শনের মত ঘৃণ্য কাজগুলো শুরু করল, তখন সেগুলোর সমালোচনা করলে বিএনপি’র বুদ্ধিজীবীরা হাজারটা তত্ত্ব নিয়ে হাজির হত। সব সমালোচনা নাকি জামাত শিবিরের বট বাহিনী করছে! অবশ্য তারা সেটা এখনো বলে যাচ্ছে ঘুরিয়ে পেচিয়ে। জামাত শিবিরের হাতে দেশের ক্ষমতা গেলে এই হবে, সেই হবে, এমন বহু তাত্ত্বিক আলোচনা।
কিন্তু, মূল কথা হল, দেশের মানুষের আকাঙ্ক্ষার দিকে এদের কোন ভ্রুক্ষেপ নাই! অবস্থাটা এমন, আপনি বিএনপি’র দুঃশাসন আচ করতে পেরে জামায়াত শিবিরে ভোট দিলেন, এটা আসলে আপনারই দোষ! আপনি কেন বিএনপি’র এহেন আচরণের সাথে খাপ খাওয়াতে পারলেন না! আপনি কেন গূঢ় ভূ-রাজনৈতিক তত্ত্ব বুঝে এটা বলেন না যে বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের সর্বনাশ হয়ে যাবে! মানে, বিএনপি ছাড়া আপনার কোন গতি নাই, এইটা বলতে না পারলে আপনি বাংগু সুশীল এবং এলিটদের কাছে অপাংতেয়, এই দেশের নাগরিক হওয়ার যোগ্য না! আপনি একটা গাধা নয়ত আফগানিস্তানি (পাকিস্তানিও হতে পারেন)!
আশার কথা হল, এই দেশের মানুষ সত্যটা বুঝতে পেরেছে, তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছে। এটাই আমাদের আশার আলো দেখায়। ইংশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ সৎ এবং যোগ্য নেতাদের বেছে নেবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যোগ্যতা যদি একটু কমও হয়, সততাতে কোন ছাড় দেয়া যাবে না। এই কথাটা যদি আমরা মস্তিষ্কে গেথে নিতে পারি, তাহলেই আমরা সিরাতুল মুস্তাকিমের ওপর থাকব ইংশাআল্লাহ!
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৫৩
ইমরান আশফাক বলেছেন: এখন বুঝলেন তো বিএনপি কি চীজ! আওয়ামী লিগেরই আরেক টা ভার্সন। আর নির্বাচন সিষ্টেম টা পরিবর্তন না হলে এইরকম বিএনপি/আওয়ামী লিগ মার্কা লোকজনই পূননির্বাচিত হয়ে আসবে। এসেই তাদের নামের সব কেস উঠায় নিবে যেন স্বাচ্ছন্দে লুটপাট করা যায়।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনার মতো লোকেরা ইনশাল্লাহ বলে হামাসকে ভোট দিয়েছিলো গাজায়; বাংগালীরা দিয়েছে রাজাকারদের উত্তরসুরীদের।